Skip to main content

Posts

Showing posts from June, 2023

চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের ছোট প্রশ্ন ২০২০

 ১। আন্তর্জাতিক সম্পর্কের একটি সংজ্ঞা দাও। উত্তর - আন্তর্জাতিক সম্পর্ক বলতে এমন এক শাস্ত্র কে বোঝায় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যস্থিত রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক, আইনগত ও সাংস্কৃতিক সম্পর্ক, সরকারি ও বেসরকারি সকল প্রকার সম্পর্ক নিয়েই আলোচনা করে,  তাকে আন্তর্জাতিক সম্পর্ক বলে। ২) ওয়েস্টফেলিয়া চুক্তির পরিপ্রেক্ষিতে ভূখণ্ড সাপেক্ষ তার ধারণা ব্যাখ্যা কর।  উত্তর - ১৬৪৮ খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়া চুক্তির মধ্যে দিয়ে আন্তর্জাতিক ব্যবস্থায়  ভূখণ্ডকেন্দ্রিক সার্বভৌম জাতীয় রাষ্ট্রের ধারণাটি প্রাধান্য পেয়েছে। সে সময় জাতি রাষ্ট্রগুলো নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে একে অপরের সঙ্গে আর্থ রাজনৈতিক বাণিজ্যিক সহ অন্যান্য ক্ষেত্রে যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে তা থেকেই আন্ত:রাষ্ট্রীয় সম্পর্কের প্রথম সূচনা ঘটে। ৩) বাস্তববাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর -১) বাস্তববাদ রাষ্ট্রকেই আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়ে একমাত্র একক হিসাবে বিবেচনা করে। ২) বাস্তববাদ মনে করে আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রীয় ধারণা হলো ক্ষমতার লড়াই এবং রাজনৈতিক পরিবেশের উপর ক্ষমতার প্রয়োগ নির্ভর করে। ৩) উদা

আমার সুন্দরবন

                     আমরা সুন্দরবনবাসী। চাষবাদ আমাদের নিত্যসঙ্গী। কিন্তু বর্তমানে চাষাবাদের জমি সংকুলান স্থাপনা বা অন্য কোন কারণে সুন্দরবনবাসীর জন্য মানুষ বেছে রায়ম ভয়াল ভয়ঙ্কর নদী এবং তার পার্শ্ববর্তী নদীকে জীবনধারণ করে অবলম্বন হিসাবে।                  যে নদীগুলো সুন্দরবনে নাগরিক থাকার প্রেরণা। আরও সুন্দরবনের গভীর জঙ্গলে ভয়াল ভয়ংকর বেঙ্গল টাইগার ,সিংহ ,বিষ ধর সাপ এ মানুষ কিছু উপেক্ষা করে মানুষ মধু সংগ্রহ করতে পারে। যায় মাছ এবং সুন্দরবনের বিখ্যাত এবং বিশ্ব বিখ্যাত নোনা কাঁকড়া 🦀 ধরতে।           এনই সার্বজনীন সুন্দরবনবাসী। তারা থাকতে থাকবে, লড়াই করবে না তাগিদে। কিন্তু আমরা এই সকল মানুষের জীবনযাত্রা সম্পর্কে বিন্দুমাত্র ভাবনা ভাবনা আমাদের সময় নেই! হায়রে ভারত।

রাষ্ট্রবিজ্ঞানের ছোট প্রশ্ন ২০২১ সাল চতুর্থ সেমিস্টার।

 ১। আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে?        উত্তর - আন্তর্জাতিক সম্পর্ক হল সমাজবিজ্ঞানের এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যস্থিত রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ,কূটনৈতিক, সাংস্কৃতিক সম্পর্ক ,সরকারি ও বেসরকারি সকল প্রকার সম্পর্ক নিয়ে আলোচনা করে। ২। ওয়েস্টফেলিয়া চুক্তি অনুসারে সার্বভৌমত্বের ধারণাটি লেখো।        উত্তর- ১৬৪৮ খ্রিস্টাব্দে সম্পাদিত ওয়েস্টফেলিয়া চুক্তির মধ্যে দিয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় ভূকেন্দ্রিক সার্বভৌম জাতীয় রাষ্ট্রের ধারণা প্রাধান্য পেয়েছে। সেই সময় জাতি রাষ্ট্রগুলো নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে একে অপরের সাথে রাজনৈতিক, বাণিজ্যিক সহ অন্যান্য ক্ষেত্রে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে তা থেকেই আন্ত: রাষ্ট্রীয় সম্পর্কের প্রথম সূচনা ঘটে। ৩। বাস্তববাদী তত্ত্বের দুটি সমালোচনা লেখো। উত্তর -      ক) বাস্তববাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক রাজনৈতিক তত্ত্ব হলেও এই দৃষ্টিভঙ্গি কিভাবে নৈরাজ্য পুণ্য সংঘাতময় আন্তর্জাতিক ব্যবস্থা পরিবর্তিত হতে পারে, সে সম্পর্কে কোন হদিস দেয় নি।        খ) বাস্তববাদী তত্ত্বের এক মৌলিক ধারণা হলো রাষ্ট্রক্ষমতা। কিন্তু কিভাবে এই ক্ষমতার পরি

বিবিধার্থ সংগ্ৰহ প্রত্রিকা(১৮৫১)

 বাংলা ভাষায় প্রথম সচিত্র মাসিক পত্রিকা বিবিধার্থ সংগ্ৰহ। পত্রিকাটি প্রথম প্রকাশ পায় ১৮৫১ সালে। শুরুতেই পত্রিকাটি সম্পাদনা করেন ঐতিহাসিক ও পুরাতত্ত্ববিদ্ রাজেন্দ্রলাল মিত্র। বলা যায় এই পত্রিকাটি প্রকাশ পায় বিলাতি "পেনি "পত্রিকার আদর্শে।সেখানে----                 প্রকাশের শুরুতে এই পত্রিকায় স্থান পায় পুরাবৃত্ত, মনিষীদের জীবনকথা, তীর্থক্ষেত্রের কাহিনী,ব্যবসা বাণিজ্য, সাহিত্য সমালোচনা প্রভৃতি বিষয়। পাশাপাশি চিত্র সমৃদ্ধে স্থান পায় মধুসূদনের "তিলোত্তমা সম্ভব "কাব্যের প্রথম সর্গটি। শুধু তাই নয় রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলেবেলার সাথে জড়িয়ে থাকা স্মৃতি জীবনস্মৃতি গ্ৰন্থে লিপিবদ্ধ করেছেন।আসলে বিবিধার্থ সংগ্ৰহ প্রত্রিকায় জ্ঞানচর্চার সাথে সাথে শিল্পগত উৎকর্ষতা সম্মিলন হতো। ১৮৫১ সালে ভার্ণাকুলার লিটারেচার এর আনুকূল্য এই পত্রিকার পথ চলা শুরু হয়। বলা যায় বাংলা গদ্যের বিকাশে এই বিবিধার্থ সংগ্ৰহ পত্রিকার ভূমিকা অতি গুরুত্বপূর্ণ