Skip to main content

Posts

Showing posts from November, 2023

অনুবাদ সাহিত্য কাকে বলে বা কিভাবে অনুবাদ সাহিত্য সৃষ্টি হয়?

উত্তর - মধ্যযুগে বাংলা সাহিত্যে বেশ কিছু সাহিত্য রচিত হয়েছিল । আর সেই সাহিত্য ধারায় গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অনুবাদ সাহিত্য। ১২০৬ খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণের ফলে বাংলাদেশের সমাজ ও পরিবার এক গভীর সংকটের মুখে পড়ে। যারফলে হিন্দু শাসনতন্ত্রের অবসান এবং ইসলামীয় শাসনতন্ত্রের শুরু হয়। সেই সময়কালে নিম্নবর্গীয় হিন্দু জনজাতি ভয়ে ও আত্মরক্ষার তাগিদে ইসলাম ধর্ম গ্রহণ করে। নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার এটাই ছিল সেদিন বাঙালির একমাত্র পথ  । আর সেই কারণেই একদল মানুষ অবক্ষয়িত  হিন্দু সমাজকে পুনরুজ্জীবিত

প্রশ্ন: চার্বাক নীতিতত্ত্ব বা সুখতত্ত্ব কি? চার্বাক নীতিতত্ত্ব কি গ্রহণযোগ্য? আলোচনা কর।(B.A& XI)

 প্রশ্ন: চার্বাক নীতিতত্ত্ব বা সুখতত্ত্ব কি? চার্বাক নীতিতত্ত্ব কি গ্রহণযোগ্য? আলোচনা কর।(B.A& XI)                             চার্বাক নীতিতত্ত্ব: চার্বাকদের মতে দেহসর্বস্ব তীব্রতম ইন্দ্রিয়সুখ মানুষের চরম কাম্য বিষয় এবং পরম পুরুষার্থ। তাই যে কাজ ইন্দ্রিয় সুখলাভে সহায়ক, সেই কাজ  করা উচিত এবং যে কাজ সহায়ক নয় সেই কাজ মন্দ,সেই কাজ করা অনুচিত। অর্থাৎ--               কাজের ভালো-মন্দ উচিত-অনুচিত নির্ণয় করা যায় যে মানদন্ডের সাহায্যে তাকে বলা হয় নৈতিক মানদণ্ড। তবে চার্বাকরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন ।তাই তাঁরা ঈশ্বর, আত্মা, মোক্ষ ,ধর্ম ,পাপ স্বীকার করেন না। তাঁরা কামকে পরমপুরুষার্থ বলে স্বীকার করেন। চার্বাকদের এই পরম সুখ লাভের তত্ত্বই হলো নীতি তত্ত্ব বা আত্মসুখতত্ত্ব। ০চার্বাক নীতিতত্ত্বের গ্রহণযোগ্যতা (সমালোচনা)০           ১) ভুল নীতিতত্ত্ব: চার্বাক নীতিতত্ত্ব বা সুখলাভ তত্ত্ব ভুল নীতি বা ধারণার উপর প্রতিষ্ঠিত। সেকারণে তাদের তত্ত্ব সঠিক নয়। তাঁরা মনে করেন প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, অনুমান প্রমান নয়।এ তত্ত্ব মোটেই সত্য নয়। কেননা চার্বাক ছাড়া সকল ভারতীয় দর্শন অ