উত্তর - মধ্যযুগে বাংলা সাহিত্যে বেশ কিছু সাহিত্য রচিত হয়েছিল । আর সেই সাহিত্য ধারায় গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অনুবাদ সাহিত্য। ১২০৬ খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণের ফলে বাংলাদেশের সমাজ ও পরিবার এক গভীর সংকটের মুখে পড়ে। যারফলে হিন্দু শাসনতন্ত্রের অবসান এবং ইসলামীয় শাসনতন্ত্রের শুরু হয়। সেই সময়কালে নিম্নবর্গীয় হিন্দু জনজাতি ভয়ে ও আত্মরক্ষার তাগিদে ইসলাম ধর্ম গ্রহণ করে। নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার এটাই ছিল সেদিন বাঙালির একমাত্র পথ । আর সেই কারণেই একদল মানুষ অবক্ষয়িত হিন্দু সমাজকে পুনরুজ্জীবিত
তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন? •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...
Comments
Post a Comment