মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, চতুর্থ সেমিস্টার শিক্ষা বিজ্ঞান) ।
ভূমিকাঃ আলোচনার শুরুতেই আমরা বলতে পারি যে, শিক্ষার ধারাবাহিক পরিবর্তনশীল প্রক্রিয়ার পথে একজন শিক্ষার্থীর ধীরে ধীরে বর্ধিত ও বিকশিত হয়। আর এই শিক্ষা প্রক্রিয়াকে আদর্শ এবং শিক্ষার্থীর জীবনের অবিচ্ছেদ্য অংশ রূপে কার্যকরী করে তোলে মূল্যায়ন প্রক্রিয়া। তবে প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত এই মূল্যায়ন প্রক্রিয়া বিভিন্নভাবে পরিবর্তিত হলেও এর গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তাই শিক্ষাক্ষেত্রে এই মূল্যায়ন প্রক্রিয়ার গুরুত্ব বহুমুখী। আর সেখানে বলা হয়–
১) বর্তমান শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সমন্বয়ের দ্বারা শিক্ষার্থীরা অকারণ পরিবর্তনকে বিচার করে মূল্যায়ন।
২) আধুনিক শিক্ষার লক্ষ্যাভিমুখী মূল্যায়ন ব্যবস্থাও পরিবর্তন ও পরিবর্ধিত।
৩) শিক্ষার্থীর বহুমুখী আচরণধারার প্রকৃত তাৎপর্য বিচারকরনের জন্য প্রয়োজন হয় মূল্যায়ন।
৪) শিক্ষার ধারা ঘটমান পরিবর্তনকে যথার্থভাবে বিচার করার জন্য প্রয়োজন শিক্ষার্থীর সার্বিক মূল্যায়ন
৫) মূল্যায়ন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পাঠক্রমেও যথার্থতা নির্ধারণ করে।
৬) শিক্ষার্থীর ভবিষ্যৎ কর্মসূচির নির্ধারক হলো মূল্যায়ন।
৭) মূল্যায়ন প্রক্রিয়া শ্রেণী শিক্ষনে বিভিন্নতা নিয়ে আসে। ৮) শিক্ষণলব্ধ জ্ঞানের প্রয়োগ ও দক্ষতার যথার্থতা নির্ধারণ করে মূল্যায়ন।
৯) পশ্চাৎপদ শিক্ষার্থীদের যথার্থ শিক্ষার ব্যবস্থাপনা করতে সহায়তা করে মূল্যায়ন।
১০) মূল্যায়ন ব্যবস্থা শিক্ষা প্রশাসকের দক্ষতা নির্ণয়ে সহায়তা করে। পাশাপাশি আবার শিক্ষা পরিচালনা ও ব্যবস্থাপনারও উপযুক্ত তার নির্ণয় করে থাকে মূল্যায়ন।
পরিশেষে আমরা বলতে পারি যে, মূল্যায়ন ছাত্র-ছাত্রীদের অগ্রগতি নিরীক্ষন করতে সাহায্য করে। আর সেখানে মূল্যায়ন ত্রিভুজ অর্থাৎ পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের ব্যাখ্যা এবং সেই পর্যবেক্ষণকে বোঝার ক্ষেত্রে অবদান রাখে।
Comments
Post a Comment