ভারতের প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের মধ্যে সম্পর্ক আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় সেমিস্টার, রাষ্ট্রবিজ্ঞানো, এন ই পি)।
ভূমিকাঃ
আমরা জানি যে,ভারতের সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পদধিকারী ব্যক্তিত্ব হলেন প্রধানমন্ত্রী। তবে ভারতের সংবিধানে ৭৫ নম্বর ধারায় বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করবেন। শুধু তাই নয়, মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সেখানে তত্ত্বগত ক্ষেত্রে রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করলেও বাস্তব ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে থাকেন প্রধানমন্ত্রীই। আর এর পাশাপাশি মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের রাষ্ট্রপতির নিয়োগ করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। সেখানে-
প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিসভার কোন সদস্যের মতবিরোধ হলেই সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। তবে এক্ষেত্রে কোনো মন্ত্রী স্বেচ্ছায় যদি মন্ত্রীত্ব ত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রী নিজে পদত্যাগ করবেন এই ভয় দেখিয়ে ক্যাবিনেটকে, মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণে আনতে পারেন। কারণ প্রধানমন্ত্রীর পদত্যাগ করলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরামর্শক্রমে এবং দপ্তর পুনর্বন্টনও করেন। তবে-
প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার নেতা বা নেত্রী। আর সেই প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক ডাকেন এবং তিনি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। আবার তিনি মন্ত্রিসভার বৈঠকের কর্মসূচি নির্ধারণও করে থাকেন। বিভিন্ন দপ্তরের মধ্যেকার নীতিগত বিরোধের মীমাংসাও করে থাকেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়-
প্রধানমন্ত্রীকে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের সাধনের কাজও করতে হয়। মন্ত্রীরা নিজে নিজে বিভাগের দায়িত্ব সম্পাদনে স্বাধীন হলেও তাঁরা তাঁদের দপ্তরের কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে পরিচালিত হন। প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ না করে কোন মন্ত্রী কোন সিদ্ধান্ত গ্রহণ করেন না। আসলে প্রধানমন্ত্রী মন্ত্রীসভার মধ্যমণি। তিনি বিশেষ বিশেষ আস্থাভাজন কয়েকজন মন্ত্রীকে নিয়ে Kitchen Cabinet গঠন করেন।
পরিশেষে আমরা বলতে পারি যে,প্রধানমন্ত্রী ভারতের মন্ত্রিসভার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তাই প্রধানমন্ত্রীর সম্পর্কে বলা হয় যে, প্রধানমন্ত্রী হলেন-'Primus inter Pares of the first among equals'. অর্থাৎ সমপর্যায়েভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা, সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল "SHESHER KOBITA SUNDORBON" YOUTUBE CHANNEL ।
Comments
Post a Comment