জাঁ বোঁদার রাষ্ট্র চিন্তার ধারা আলোচনা করো।
(পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, একাদশ শ্রেণী, দ্বিতীয় সেমিস্টার)
•রাষ্ট্রের সংজ্ঞা:
রাষ্ট্রে প্রসঙ্গে বোঁদা বলেন— কয়েকটি পরিবার ও তাদের যৌথ সম্পত্তির সমন্বয়ে যখন কোনাে আইনসত সরকার সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়, তখন তাকে রাষ্ট্র বলে। আর সেখানে -
•রাষ্ট্রের লক্ষ্য:
বোঁদার মতানুসারে, রাষ্ট্র শুধুমাত্র মানুষের বস্তুগত লক্ষ্যই চরিতার্থ করবে না, তার আধ্যাত্মিক প্রয়ােজনও মেটাবে।
•রাষ্ট্রের শ্রেণিবিভাগ:
বোঁদা বলেন—সরকার হবে তিন ধরনের যথা- রাজতান্ত্রিক, অভিজাততান্ত্রিক এবং গণতান্ত্রিক। তিনি আরো বলেন যে, মিশ্র রাষ্ট্র কাম্য নয়, কেননা মিশ্র রাষ্ট্র হল নৈরাজ্যেরই নামান্তর। তাঁর মতে প্রশাসন মিশ্র হলেও রাষ্ট্র মিশ্র হতে পারে না।
•রাষ্ট্রের লক্ষ্য:
বোঁদা মনে করেন রাষ্ট্রকে সবার আগে সাধারণের স্বার্থ সুরক্ষিত করতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা দান, সম্পত্তি রক্ষপাবেক্ষপ, প্রশাসনের সুষ্ঠু পরিচালনা, প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করা ইত্যাদি হল রাষ্ট্রের কাজ।
•সার্বভৌমত্ব:
বোঁদার মতে, রাষ্ট্র চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী। আসলে তাঁর মতে-
“সার্বভৌমত্ব হল রাষ্ট্রের আদেশ প্রদানকারীর
এক চরম ক্ষমতা যা নাগরিক তথা প্রজাদের
ওপর ব্যবহার করা হয় এবং আইন দ্বারা যা
অনিয়ন্ত্রিত থাকে।”
Comments
Post a Comment