ব্রিটেনে রাজতন্ত্র সংস্থা থাকার কারণগুলি আলোচনা করুন। (ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ৩য় সেমিস্টার, রাষ্ট্রবিজ্ঞান, মাইনর সিলেবাস)
•১)রক্ষণশীল মনোভাবঃ আমরা জানি তাই অতীত ও ঐতিহ্যপূর্ণ রাজতন্ত্রকে আজও কার্যকর করে। এখানে রাজতন্ত্রের প্রতি ভালোবাসার সুগভীর। তবে রাজতন্ত্রের অবলুপ্তির কথা স্বপ্নেও ভাবেন না।
২) রাজতন্ত্র গণতন্ত্র নয়ঃ ব্রিটেনের রাজতন্ত্র গণতন্ত্র বিকাশে কোন বাঁধা দাঁড়াচ্ছে না।
•৩) অর্থনীতি নয়ঃ ব্রিটেনের রাজপদ বংশানুক্রমিক রাজনীতি নির্বাচনের জন্য বিপুল অর্থের শক্তি করতে না হয়। ব্রিটেনে রাজপদ গঠনের জন্য চুক্তিবদ্ধ হওয়া থেকে কম অর্থ প্রদান করা হয়। তাই এখানে রাজতন্ত্রে বিপুল অর্থের সাশ্রয় হয়।
•৪) জাতীয় ঐক্যের প্রতীকঃ ব্রিটেনে রাজতন্ত্র দেশাত্মবোধের কেন্দ্রবিন্দু এবং জাতীয় ঐক্যের প্রতীক। আর সেদেশে রাজা বা অভিষেক এক রাণীর চরিত্রে পরিণত হয়। সেখানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে রানির জয়গান করা হয়।
৫) কমনওয়েল দেশের মধ্যেসূত্রঃ ব্রিটেনের সাথে অন্যান্য সদস্য রাষ্ট্র যোগসূত্র যোগান রাজা বা রাণী। শুধু তাই নয়, রাজাণীর এই ভূমিকা অমান্য করা সেদেশের সাহায্য করা সম্ভব নয়।
•৬) রাজনীতি নিরপেক্ষঃ ব্রিটেনের রাজতন্ত্র রাষ্ট্রনীতি নির্পেক্ষভাবে তার ভূমিকা পালন করে। তাই দল নির্মতবিশেষে সেদেশের সব মানুষ রাজতন্ত্রকে শ্রদ্ধা করে।
•পরিশেষে বলা হয় যে, ব্রিটেনে রাজতন্ত্রের ক্ষমতা ও পূর্বের তুলনার তুলনামূলক তুলনামূলক অংশও রাজতন্ত্রের হাতে এখনও ক্ষমতা আছে তার গুরুত্ব মোটেই কম নয়। রাষ্ট্রতন্ত্র সেদেশের রাষ্ট্রের চালিকাশক্তি না হতে পারে। কিন্তু রাষ্ট্রের অবিচ্ছেদ অংশ। ব্রিটেনে লর্ডসভা বিলোপের দাবি কখনো কখনো আপ রাজতন্ত্রের দাবি কখনো গণনা করে। অদূরে দূর্ও রাজতন্ত্রের সাথে বিরোধিতা দেখা যায় না।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল।
Comments
Post a Comment