বিরোধানুমান কাকে বলে?বিরোধানুমানের বৈশিষ্ট্য ও প্রকারভেদ লেখো।
বিরোধানুমানঃ যে অমাধ্যম অনুমানে কোন বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে তার বিরোধী বা অনুরূপ অন্য আরেকটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয়, তাকে বিরোধানুমান বলা হয়।
উদাহরণ-
A-সকল মানুষ হয় প্রাণী (সত্য)। সুতরাং E-কোন মানুষ নয় প্রাণী (মিথ্যা)
• উপরিউক্ত উদাহরণটি লক্ষ্য করলে দেখা যায় যে, A বচনের সত্যতা থেকে এর বিরোধী বচন E বচনের মিথ্যাত্ব অনুমান করা হয়েছে। তাই এটি একটি বিরোধানুমান।
বিরোধানুমানের বৈশিষ্ট্যঃ
১) বিরোধানুমান এক ধরনের অমাধ্যম অনুমান।এর কারণ হলো, এই অনুমানের দুটি বচন লক্ষ্য করা যায়।
২) বিরোধানুমানের অন্তর্গত দুটি বচন পরস্পর বিরোধী বচন হয়। অর্থাৎ এই বচন দুটির মধ্যে বিরোধিতার সম্বন্ধ থাকে।
৩) বিরোধানুমানের একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য বচনটির সত্যতা বা মিথ্যাত্ব নিরূপণ করা হয়।
•বিরোধানুমানের প্রকারভেদ•
১) বিপরীত বিরোধানুমান। ২) অধীন বিপরীত বিরোধানুমান। ৩) অসম বিরোধানুমান। ৪) বিরুদ্ধ বিরোধানুমান।
Comments
Post a Comment