শিশু শিক্ষায় আধুনিক পরিবারের সীমাবদ্ধতার ফল আলোচনা করো।
শিশু শিক্ষায় আধুনিক পরিবারের ভূমিকা বা শিক্ষায় সীমাবদ্ধগুলি নিম্নে আলোচনা করা হলো-
•১) পিতা মাতার সম্পর্কঃ বর্তমানে পরিবর্তিত সামাজিক পরিবেশে বহু ক্ষেত্রে পিতা মাতার সম্পর্কের মধ্যে ফাটল দেখা যায়। আর পিতামাতার মধ্যে সুসম্পর্কের এই অবতী শিশুর জীবনে প্রভাব বিস্তার করে।যার ফলে শিশুর ব্যক্তিসত্তার বিকাশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়।
•২) পারস্পরিক ক্রিয়ার অভাবঃ বর্তমানে পরিবারের বিভিন্ন চাহিদা মেটাতে বাবা-মা উভয়কে চাকরি করতে হয় বা হচ্ছে। দিনের শেষে যখন পিতা-মাতা ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরে আসেন তখন তারা আর শিশুর সঙ্গে প্রয়োজনীয় পারস্পরিক ক্রিয়া চালানোর মতো অবস্থায় থাকেন না। যার ফলে শিশুর নৈতিক ও সামাজিক বিকাশ ব্যাহত হয়।
• ৩) চাহিদার অতৃপ্তিঃ শিশু বাইরের পরিবেশে যা দেখছে তা তাদের মধ্যে বিভিন্ন চাহিদা সৃষ্টি করে। পরিবারের পক্ষে অনেক সময় সেই চাহিদা পূরণ করা সম্ভব হয় না।যার ফলে চাহিদার অতৃপ্তি শিশুর মধ্যে হীনমন্যতা বোধের জন্ম দেয়
•৪)অস্বাস্থ্যকর পরিবেশঃ বর্তমানে আমাদের দেশে বেশিরভাগ গৃহে বাইরের আলো, বাতাস প্রবেশ করার পথ থাকে না। বিশেষ করে শহরের ফ্ল্যাট বাড়িতে এরূপ অবস্থা ঘটে। সেখানে স্বাস্থ্যকর পানীয় জল বা মুক্ত বাতাস ভীষণভাবে অভাব। এরূপ অবস্থায় অস্বাস্থ্যকর গৃহ শিশুদের উপযুক্ত শিক্ষা দিতে পারে না।
• ৫) উপযুক্ত জীবিকা গ্রহণঃ বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে শিশুরা যাতে উপযুক্ত জীবিকা গ্রহণ করতে পারে তার জন্য শিশুদের অল্প বয়সেই পরিবারের বাইরে পাঠিয়ে দেওয়াহয় বা হচ্ছে। যার ফলে শিশু সামাজিক ও ব্যক্তিগত শিক্ষা ব্যর্থ হয়। আর সেকারণে সেখানে পারিবারিক বন্ধন ক্রমশ শিথিল হয়ে পড়তে থাকে।
• পরিশেষে বলা যায় যে, বিংশ শতাব্দী থেকে শিক্ষার পরিবারের একাধিকত্ব হ্রাস পেয়েছে।পরিবারের চিরাচরিত কাঠামোতে ভাঙ্গন শুরু হয়েছে।তবে এসব সত্য শিশু শিক্ষায় পরিবারের ভূমিকা কে অস্বীকার করা যাবে না শিশু শিক্ষায় পরিবারের দায়িত্ব অপরিহার্য ছিল এবং আগামী দিনেও থাকবে।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL.
Comments
Post a Comment