পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে? পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো।
•পরোক্ষ গণতন্ত্রঃ পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে এমন একটি শাসনব্যবস্থাকে বোঝায়, যেখানে জনসাধারণ বা তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ক্ষমতা ব্যবহার করে থাকে। সুতরাং বলা যায় যে পরোক্ষ গণতন্ত্রের জনগণ নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনা করেন। আর সেই পরোক্ষ বা প্রতিযোগিতা মূলক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হল-
•১) পরোক্ষ গণতন্ত্রে জনগণ প্রত্যক্ষভাবে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করে না। তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকারি কার্য পরিচালনায় অংশগ্রহণ করে থাকেন।
•২) পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র রাষ্ট্রপতি শাসিত কিংবা মন্ত্রীপরিষদ পরিচালিত অর্থাৎ সংসদীয় শাসনব্যবস্থা হতে পারে।
•৩) পরোক্ষ গণতন্ত্রে আইনসভা এবং শাসন বিভাগের রাজনৈতিক অংশ একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়। অবশ্য নানা কারণে নির্দিষ্ট কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে তাদের পদচ্যুতও করা যায়।
•৪) পরোক্ষ গণতন্ত্রে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে নির্বাচিত হতে হয়।
•৫) পরোক্ষ গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের অবস্থিতি অপরিহার্য বলে মনে করা হয়।
•৬) পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন সংগত সার্বভৌমিকতা এবং রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়ে থাকে।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL ।
Comments
Post a Comment