সামাজিক গোষ্ঠীর গুরুত্ব বা তাৎপর্য
সামাজিক জীব বলেই মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করে। শুধু তাই নয়, সমাজের অন্যান্য মানুষদের সাথে প্রতিনিয়ত নতুন নতুন গোষ্ঠী তারা তৈরি করে থাকে। আর সেই সামাজিক গোষ্ঠীর গুরুত্ব আমরা নিম্ন সূত্রাকারে আলোচনা করতে পারি-
•সামাজিকীকরণঃ সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। যেখানে শিশুর জন্মের পর থেকে সমাজ-আকাঙ্ক্ষিত ধারায় বেড়ে ওঠার জন্য সামাজিক গোষ্ঠীর তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।
•ব্যক্তিত্বের বিকাশঃ ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ সাধনের ক্ষেত্রে গোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানে সমাজের অন্তর্ভুক্ত সকল মানুষের সামাজিক সত্তা গোষ্ঠীগুলি গঠন করে থাকে।
•নিরাপত্তা বিধানঃ সমাজের অসহায় বৃদ্ধ, পঙ্গু, মানসিক প্রতিবন্ধী প্রমুখদের পুনর্বাসনের জন্য প্রয়োজন বিভিন্ন গোষ্ঠীর সহযোগিতা।
•সুপ্ত প্রতিভার বিকাশঃ প্রত্যেক মানুষেরই কিছু না কিছু সুপ্ত প্রতিভা আছে। তবে অভিযুক্ত পরিবেশে তারা এই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে। সামাজিক গোষ্ঠীর সংস্পর্শে এইসব সুপ্ত প্রতিভার বিকাশ ত্বরান্বিত হয়।
•সহযোগিতায় মনোভাবঃ এককভাবে কোন ব্যক্তি পক্ষে সকল প্রকার কাজ করা সম্ভব নয়। তাই ব্যক্তিতে ব্যক্তিতে পারস্পরিক সহযোগিতা একান্ত ভাবে কাম্য।
পরিশেষে আমরা বলতে পারি যে, মানুষ সমাজ ছাড়া চলতে পারেনা। শুধু তাই নয়, এই সমাজ গোষ্ঠী ছাড়া অচল। আর গোষ্ঠী আমাদের জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাই সমাজে বসবাস করতে গেলে আমাদের ভীষণ প্রয়োজন গোষ্ঠীবদ্ধতার।
Comments
Post a Comment