গণতন্ত্র বিলুপ্তির কারণ আলোচনা করো।
আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে আধুনিককালে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিলুপ্তির পেছনে কয়েকটি কারণ আছে। প্রাচীনকালে গ্রীস ও রুমের নগর রাষ্ট্রগুলি ছিল ক্ষুদ্র আয়তন বিশিষ্ট। ওই সকল নবরাষ্ট্রের জনসংখ্যা ছিল অত্যন্ত অল্প। সেখানে জনগণের অধিকাংশ যেমন দাস স্ত্রীলোক এবং শ্রমিকদের নাগরিক হিসেবে স্বীকৃতি প্রদান করা হতো না। ফলে-
সেইসকল রাষ্ট্রে স্বল্প সংখ্যক নাগরিক অতি সহজেই একটি নির্দিষ্ট সময় সমবেত হয়ে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারত। তদানীন্তন যুগের সমস্যাবলিও ছিল সংখ্যায় অল্প এবং প্রকৃতিগতভাবে সহজ ও সরল। তাই সাধারণ নাগরিকরা অতি সহজেই সেসব সমস্যার সমাধান করতে পারত। কিন্তু-
প্রথমতঃ বর্তমানে রাষ্ট্রের আকৃতিগত পরিবর্তনের সাথে সাথে জনসংখ্যার বিপুল বিস্তার প্রত্যক্ষ গণতন্ত্রের প্রবর্তন অসম্ভব করে তুলেছে।
দ্বিতীয়তঃ সমকালীন সমস্যাবলিও সংখ্যায় এত বেশি এবং প্রকৃতিগতভাবে এত জটিল যে, সাধারণ মানুষের পক্ষে ঐ সকল সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা অসম্ভব হয়ে পড়েছে।
তৃতীয়তঃ মানুষের অর্থনৈতিক সমস্যা তাদের এতই জর্জরিত করে তুলেছে যে, সাধারণ মানুষ রাষ্ট্র পরিচালনার বিষয়ে মনোনিবেশ করতে পারে না। এই সকল কারণে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিলুপ্তি পথে অগ্রসর হয়েছে।
Comments
Post a Comment