শিক্ষায় পরিবারের ভূমিকা বা কার্যাবলী আলোচনা করো।
প্রাচীনকাল থেকেই শিশু শিক্ষার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। আর সেই শিশুশিক্ষায় পরিবারের ভূমিকাগুলি নিম্ন তথ্যাকারে আলোচনা করা হলো-
ক) নিরাপদ আশ্রয়স্থলঃ শিশুর সুদীর্ঘ শৈশবকাল অতিবাহিত করার জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল ভীষণভাবে প্রয়োজন। পরিবার শৈশবকালে শিশুকে দৈহিক এবং মানসিক নিরাপত্তা দান করে থাকে। পরিবার শিশুর দীর্ঘ শৈশবকালীন অসহায়তা ও অজ্ঞতা কাটিয়ে উঠতে সাহায্য করে।
খ) সামাজিকীকরণঃ পরিবারের একটি শিক্ষামূলক কাজ হলো শিশুর সামাজিকীকরণ। শৈশবের শিশু শুধুমাত্র পরিবারের সদস্যদের সাথে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে সমাজের রীতিনীতি,আচার-আচরণ মূল্যবোধ সম্পর্কে পরিচিত হয় এবং সেগুলি অনুসরণ করে।
গ) অভ্যাস গঠনঃ পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক কাজ হল শিশুর সু অভ্যাস গঠন করা। আর সেখানে শিশু নির্দিষ্ট স্থানে মলমূত্র ত্যাগ করা, সময়মতো ঘুম থেকে, ওঠা দাঁত মাজা, খাদ্য গ্রহণের আগে ও পরে ভালোভাবে হাত মুখ ধোয়া প্রভৃতি সুঅভ্যাসগুলি শিশু পরিবারের মধ্য থেকেই আয়ত্ব করে থাকে।
ঘ) আধ্যাত্মিক বিকাশঃ পরিবারের মধ্যেই শিশুর ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনের বিকাশ হয়। শিশু পরিবারের অন্যান্য বয়স্ক লোকেদের সাথে সামাজিক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়। এর ফলে শিশুর আধ্যাত্মিক জীবনের বিকাশ ঘটে।
ঙ) বৃত্তিমূলক শিক্ষাঃ পরিবারের মধ্যেই শিশু বৃত্তিমূলক শিক্ষা লাভ করে থাকে। আর যেখানে শিশু যে পারিবারিক বৃত্তির পরিমণ্ডলে বড় হয় সেই পারিবারিক বৃত্তির সাথে শিশু যুক্ত হয়ে পড়ে।
Comments
Post a Comment