মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি আলোচনা করো।
আমরা জানি যে,মার্কিন শাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- ‘নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি’।আর সেখানে নিয়ন্ত্রণ ও ভারসাম্য বলতে বোঝায়, যেখানে সরকারের এক বিভাগ অন্য বিভাগের ক্ষমতাকে এমনভাবে সংযত করবে যাতে কোন বিভাগের স্বাধীনতা সংকটের মধ্যে না পড়ে। তবে-
মার্কিন আইনসভা আইন প্রণয়নের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয়। কারণ রাষ্ট্রপতি ও বিচার বিভাগ প্রণীত যেকোনো আইনকে বাতিল করে দিতে পারেন। আবার শাসন বিভাগ শাসনের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয়। এখানে শাসন বিভাগের প্রধান রাষ্ট্রপতি যেকোনো নির্দেশ, চুক্তি, আইন বিভাগ ও বিচার বিভাগ বাতিল করে দিতে পারে। ঠিক একই রকমভাবে-
বিচার বিভাগ বিচারের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয়।সেখানেও আইনসভা আইন প্রণয়ন করে বিচার বিভাগের কোন সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে। বিচারপতিরা সে দেশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকেন। তবে-
মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগ সম্পূর্ণভাবে সুফল দায়ী হয়নি। বিগত ২০০ বছরের অভিজ্ঞতায় সে দেশের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির কুফল বারবার দেখা গেছে।
Comments
Post a Comment