মার্কিন সিনেটের সৌজন্যবোধ বা সৌজন্যবিধি(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাস)।
মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি পরিচালিত শাসন ব্যবস্থা থাকায় সে দেশের রাষ্ট্রপতি রাষ্ট্রের ও শাসন বিভাগের প্রধান হিসেবে বিবেচিত। আর সেখানে মার্কিন রাষ্ট্রপতির উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত ক্ষমতা আছে। তবে -
মার্কিন সংবিধানের ২ নম্বর ধারায় বলা হয়েছে যে, সিনেটের পরামর্শ ও সম্মতি নিয়েই রাষ্ট্রপতি তাঁর নিয়োগ সংক্রান্ত ক্ষমতা প্রয়োগ করবেন। যেটি সে দেশের সিনেটের সৌজন্যবিধি বা সৌজন্যবোধ নামে পরিচিত। আর সেখানে-
রাষ্ট্রপতি সিনেটের সৌজন্যবিধি অনুসারে নেতৃস্থানীয় ও প্রভাবশালী সিনেট সদস্যের সঙ্গে আলোচনা করে উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের নিয়োগ করে থাকেন। তবে রাষ্ট্রপতি যদি সিনেটের সম্মতি না নেন তাহলে সিনেট রাষ্ট্রপতির নিয়োগকে বাতিল করে দিতে পারেন। এরূপ ঘটনা সেদেশে বেশ কয়েকবার ঘটেছে। যেমন ১৯৪৯ সালে রাষ্ট্রপতি বুশ কর্তৃক টেলরের নিয়োগ সিনেট সম্মতি না পাওয়ায় সেই নিয়োগ বাতিল হয়ে গিয়েছিল। তবে -
বর্তমানে মার্কিন রাষ্ট্রপতির নিয়োগ সংক্রান্ত ক্ষমতা বহু অংশে সংকুচিত হয়েছে। কারণ বর্তমানে ৮০ শতাংশ সরকারি কর্মচারী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয়ে থাকেন।
Comments
Post a Comment