বক্সারের যুদ্ধের (১৭৬৪) কারণ আলোচনা করো (পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, উচ্চমধ্যমিক)।
আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,নবাব মীরকাশিম ১৭৬০ খ্রিস্টাব্দে ইংরেজদের হাত ধরে বাংলার নবাব হন। আর নবাব পদে আসীন হওয়ার পরপরই স্বাধীনচেতা ও আত্মমর্যাদাসম্পন্ন মীরকাশিম মনে করেন যে, আর্থিক ও সামরিক বিভাগকে আরো শক্তিশালী করা প্রয়োজন। এই উদ্দেশ্যের নবাব বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলে ইংরেজরা ভীতু হয়ে পড়ে এবং নবাবের সাথে তারা লিপ্ত হয়ে পড়লে বক্সারের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। আর সেই যুদ্ধের কারণগুলি হল-
১) স্বাধীনতার আকাঙ্ক্ষাঃ মীকাশিম ইংরেজদের সাহায্যে নবাব হলেও তাদের বশীভূত হয়ে থাকতে চাননি। তাই ইংরেজদের ওপর নির্ভরশীলতা কমিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হতে চেয়েছিলেন। এক্ষেত্রে তিনি রাজস্ব আদায়ের একটি কড়া নীতি গ্রহণ করেন। আর যে সকল জমিদার রাজস্ব ফাঁকি দিচ্ছিলেন, তাদেরকে তিনি উচ্ছেদ করেন। আবার যারা রাজস্বের হিসাব দিচ্ছেলেন না তাদের ক্ষেত্রে মীরকাশিম মৃত্যুদণ্ড নীতি গ্রহণ করলে ইংরেজদের একটা বড় অংশ নবাবের বিরুদ্ধে চলে যায়।
২) রাজধানী স্থানান্তর ও সামরিক সংস্কারঃ মীরকাশিম নবাব হওয়ার পর বুঝেছিলেন যে, রাজধানী মুর্শিদাবাদ ইংরেজদের ঘাঁটি থেকে বেশি দূরে নয়। আর রাজধানী মুর্শিদাবাদে থাকলে ইংরেজদের প্রভাব কাটিয়ে ওটা ভীষণ দুষ্কর। তাই তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গিরে নিয়ে যান। এর পাশাপাশি তিনি একটি শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তোলেন। সেই সৈন্যবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউরোপ থেকে সামরিক প্রশিক্ষক নিয়ে আসেন। এদিকে মীরকাশিমের শক্তি বৃদ্ধির কারণে ব্রিটিশ কোম্পানির কর্তারা আতঙ্কিত হয়ে পড়েন।
৩) শুল্ক বিবাদঃ- ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বানিজ্যের অধিকার পেলে তাদের কর্মচারীরা নবাবের দেওয়া দস্তক ব্যক্তিগত ব্যবসায় ব্যবহার শুরু করে। যার ফলে নবাব তার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হন। অপরদিকে ভারতীয় ব্যবসায়ীরা নিয়মিতভাবে রাজস্ব দেওয়ার কারণে ইংরেজদের সাথে প্রতিযোগিতায় আর্থিকভাবে পিছু হটে যায়। আর এই বিষয়টি বুঝে নবাব ভারতীয় গণিতের শুল্কও তুলে দিলেন। যার ফলে ইংরেজরা নবাবের প্রতি আরো ক্রুদ্ধ হয়ে পড়ে।তবে-
ইংরেজরা ভারতীয় বণিকদের ওপর শুল্ক চাপানোর দাবিতে নবাবের ওপর প্রবল চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু নবাব সেই চাপকে অগ্রাহ্য করে অযোধ্যার নবাব সুজাউদৌল্লা এবং দিল্লির বাদশাহ শাহ আলমের সঙ্গে জোট করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। অবশেষে ১৭৬৪ খ্রিস্টাব্দে ২২ শে অক্টোবর মীরকাশিম ও ইংরেজদের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।
ঠিক এরূপ অসংখ্য নোটস্, আলোচনা, ভিডিও ও সাজেশন পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏
Comments
Post a Comment