ব্যক্তিতান্ত্রিক শিক্ষা ও সমাজতান্ত্রিক শিক্ষা বলতে কী বোঝায় উদাহরণসহ আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, প্রথম সেমিস্টার, এডুকেশন মাইনর সিলেবাস)
ব্যক্তিতান্ত্রিক শিক্ষাঃ আধুনিক সমাজ ব্যবস্থায় ব্যক্তিতান্ত্রিক শিক্ষা হল এমন এক শিক্ষাব্যবস্থা, যেখানে প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব চাহিদা, আগ্রহ, সামর্থ্য এবং তার শেখার ধরনকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়। শুধু তাই নয়-এই পদ্ধতিতে পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি ব্যক্তিগত শিক্ষার্থীর প্রয়োজন অনুসারে তৈরি করা হয়ে থাকে। যেখানে-
শিক্ষক নন বরং শিক্ষার্থী থাকে এই শিক্ষাস্তরে মূল কেন্দ্রবিন্দু। আবার প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা পাঠ্যক্রম তৈরি করা হয় যা তাদের নিজস্ব প্রয়োজন ও আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ। যার ফলে প্রতিটি শিক্ষার্থী তাদের নিজস্ব চেষ্টায় শিখতে সমর্থ্য হয়।
সমাজতান্ত্রিক শিক্ষাঃ সমাজতান্ত্রিক শিক্ষা বলতে এমন এক শিক্ষাব্যবস্থাকে বোঝায়, যা একটি সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে তৈরি করা হয়। শুধু তাই নয় এই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সমাজে সমানাধিকার,সামাজিক ন্যায়বিচার এবং সমষ্টিগত কল্যাণের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা। যেখানে-
সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় সমাজের সকল স্তরের শিক্ষার্থীদের সমান সুযোগ সুবিধা প্রদানের উপর জোর দেওয়া হয়। তবে যেখানে শ্রেণীগত, জাতিগত, লিঙ্গগত বা অন্যান্য সামাজিক কারণে বৈষম্য থাকে- সেই বৈষম্য দূর করার জন্য সদাসতর্ক ভাবে তা দূর করার চেষ্টা করা হয়।
Comments
Post a Comment