শিক্ষার সংস্থা কাকে বলে? উদাহরণসহ আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, প্রথম সেমিস্টার এডুকেশন, মাইনর সিলেবাস)
শিক্ষার সংস্থাঃ যে সকল প্রতিষ্ঠান বা সংস্থা শিক্ষা কার্যক্রম পরিচালনার সাথে জড়িত তাদেরকে শিক্ষার সংস্থা বলা হয়। তবে এই শিক্ষার সংস্থাগুলি বিভিন্ন ধরনের হতে পারে। এই সংস্থাগুলি বিভিন্ন ধরনের ও বিভিন্ন স্তরে থেকে শিক্ষা প্রদান করে থাকে। আর এই শিক্ষার সমস্ত গুলি হল- বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড প্রভৃতি। যেখানে-
•• 'বিদ্যালয়' শিশুদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রদানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা সমাজের পালন করে থাকে। তাই বিদ্যালয় একটি অন্যতম শিক্ষা সংস্থা। পাশাপাশি 'মহাবিদ্যালয়' ও 'বিশ্ববিদ্যালয়' উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সংস্থা হিসেবে ভূমিকা পালন করে থাকে।
Comments
Post a Comment