Skip to main content

ঔপন্যাসিক সূর্যকান্ত (6th. Semester) ত্রিপাঠী নিরালায় প্রতিভার পরিচয় দাও।

ঔপন্যাসিক রূপে সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার প্রতিভার পরিচয় দাও (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়,  ষষ্ঠ সেমিস্টার, বাংলা অনার্স)।

আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, আধুনিক হিন্দি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হলেন সূর্যকান্ত ত্রিপাঠী। মূলত তিনি কবি হয়েও ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। আসলে তিনি গল্প উপন্যাস প্রবন্ধ নকশা ধর্মী রচনায় ছিলেন একেবারেই সিদ্ধহস্ত। আসলে পশ্চিমবঙ্গের শস্য শ্যামলা কোমল মৃত্তিকাতেই নিরালার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় অতিবাহিত হওয়ার ফলে বাংলা সাহিত্যের প্রতি ছিল তাঁর প্রগাঢ় অনুরাগ। তবে -

মহিষাদলের রাজপ্রাসাদে থাকাকালীন তিনি নিজের চোখে দেখেছেন সমাজের আর্থিক বৈষম্য এবং অনাচার। আর সেই বৈষম্য এবং অনাচার দেখে কিষান ও মজুরদের নিয়ে তিনি সংগঠন করেছেন। শুধু তাই নয়,অন্যায, অবিচার ও ঘুষের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলেন। যে আন্দোলন গড়ে তুলতে তিনি চাকরি থেকে ইস্তফাও দিয়েছেন। আর এখান থেকে তাঁর সাহিত্যের উপর পশ্চিমবঙ্গের এক বিশাল প্রভাব পরিলক্ষিত হয়। যেখানে তিনি নিরালার কবিতা সূত্রপাত মুক্তবন্ধ ছন্দে রচনা করলেন। নিরালার প্রথম রচনা 'জুহী কি কলী' হিন্দি সাহিত্যাঙ্গনে যেটি প্রবল আলোড়ন সৃষ্টি করে। আসলে-

         সূর্যকান্ত ত্রিপাঠী ওরফে নিরালা হিন্দি সাহিত্যের একজন উল্লেখযোগ্য লেখক। যিনি একাধারে কবি, ছোট গল্পকার এবং ঔপন্যাসিক ছিলেন। হিন্দি সাহিত্যের ছায়াবাদ যুগের প্রতিনিধি স্থানীয় কবি নিরালা উপন্যাস রচনাতেও তাৎপর্যপূর্ণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। শৈশবে কিছুকাল মেদিনীপুরে মহিষাদলে থাকতে হয়।আর সেখান থেকে শিক্ষা ও সাহিত্যচর্চার বিশেষ করে হিন্দি ও বাংলা চর্চায় মগ্ন থাকেন। আর এই মগ্ন থাকার ফলে তাঁর মনে স্বাভাবিকভাবে বঙ্গ সংস্কৃতি প্রভাব ফেলেছিল। অতঃপর তিনি রচনা করলেন বেশ কয়েকটি উপন্যাস। আর সেই উপন্যাস গুলি হলো-

        অপ্সরা (১৯৩১), অলকা (১৯৩৩), নিরুপমা ( ১৯৩৬), প্রভাবতী (১৯৩৬), চেটি কি পকড় (১৯৪৬), কালে কারণামে(১৯৫০), ইন্দুলেখা (১৯৮২), চামেলী (১৯৮২)

          আসলে নিরালার সাহিত্য মননটিকে পুষ্ট করেছিল সেদিন বিংশ শতাব্দীর নানা ভাবনা চিন্তার তরঙ্গ। তাই তার উপন্যাস গুলিতে আমরা আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ভাবনা দেখতে পাই। প্রসঙ্গত বলে রাখা ভালো যে, সূর্যকান্ত ত্রিপাঠী অত্যন্ত বাস্তববাদী ছিলেন। তাই তাঁর উপন্যাসগুলিতে সেই বাস্তববাদের রূপালেখ্য আমরা দেখতে পাই। আর এই দৃষ্টিতে তাঁর উপন্যাসগুলি পর্যালোচনা করলে ঔপন্যাসিক নিরালা র যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেগুলি হলো- 

প্রথমতঃ নিরালার উপন্যাসে হিন্দি সাহিত্যে নব বাস্তববাদের জন্ম দিয়েছিল। নতুন সমাজ গঠনে ভিত্তিভূমি গড়ে উঠে।

দ্বিতীয়তঃ মনস্তাত্ত্বিক ক্রিয়া-প্রতিক্রিয়ার দর্পণে জীবন পর্যবেক্ষণের দৃষ্টিভঙ্গিতে নিরালার উপন্যাস স্বতন্ত্র হয়ে উঠেছিল। যেখানে মনস্তত্ত্ব এবং সমাজতত্ত্ব তাঁর উপন্যাসে প্রাধান্য বিস্তার করে।

তৃতীয়তঃ ব্যক্তির আত্ম অভিব্যক্তির দর্পনে, সামাজিক তরঙ্গ গুলির সাথে ব্যক্তির সংঘর্ষের ফলে নিরালার উপন্যাস কাব্যিক ফ্যান্টাসি পর্যায়ে উন্নীত হয়েছে। যেখানে-

'অপ্সরা' উপন্যাসে নিরালা ঃ অপ্সরা উপন্যাসটি কনক ও রাজকুমারের সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে। আর সেখানে আমরা দেখতে পাই, রাজকুমার ও তার বন্ধু চন্দনের বিপ্লবী চেতনা ও সমাজ ভাবনাকে কেন্দ্র করেই দ্বান্দ্বিক সংঘর্ষই এই উপন্যাসের কাহিনী কেন্দ্র। সেখানে রাজকুমারের মনস্তাত্ত্বিক টানাপড়েন মুখ্য হয়ে ওঠে এবং সেটি রাজকুমারকে কল্পনার জগত থেকে বাস্তব জগতে বিচরণ করায়। তবে কনকের সংস্পর্শে রাজকুমার বিপ্লবী চেতনা বা সংগ্রামী সংকল্প তার মন থেকে মুছে ফেলে। অতঃপর বন্ধু চন্দনের গ্রেফতরের খবর খবর জানতে পেরে রাজকুমার সকল প্রকার মোহজাল ছিড়ে বাস্তব মাটিতে পদার্পণ করে।

নিরুপমা উপন্যাসে নিরালাঃ নিরুপমা উপন্যাসের মূল বিষয় নিরপমা ও কুমারের প্রেম পরিণয়। আর সেখানে আমরা দেখতে পাই কুমার লন্ডন থেকে ডিলিট উপাধি বা ডিগ্রী নিয়ে দেশে ফিরে কিন্তু এই কুমার চাকরি না পেলেও নিরুপমার আসমুদ্র প্রেম পেয়েছে। যেখানে তার প্রতিদ্বন্দ্বী যামিনীহরণ সেই প্রেমের কাছে পরাজিত হয়েছে। আর জমিদার কন্যা নিরুপমার সঙ্গে তাদেরই প্রেম পরিণতিতে যে সমস্যা ও দ্বন্দ্ব ছিল তা কিছুটা ঘাটতি হয়েছে বলা যেতে পারে।

প্রভাবতী উপন্যাসে নিরালা ঃ প্রভাবতী  উপন্যাসটি সূর্যকান্ত ত্রিপাঠীর উল্লেখযোগ্য একটি অন্যতম উপন্যাস। ঐতিহাসিক বিষয়কে অবলম্বন করেই এই উপন্যাসটি রচিত হয়েছে। যেখানে বিষয়ের কেন্দ্রে আছে-পৃথ্বীরাজ জয়চন্দ্রের সময়কার উত্তর ভারতের রাজাদের সংঘর্ষের কাহিনী। তবে এখানে এ ঔপন্যাসিককে আমরা সমালোচকের ভূমিকায় দেখি। যেখানে-

    উপন্যাসে আমরা দেখি তৎকালীন সময়ে সামন্ততান্ত্রিক ব্যবস্থা, বিলাসময় জীবনযাত্রা। যে জীবনযাত্রায় নিরালা বেত্রহস্ত। তবে উপন্যাসে দেখানো হয়েছে নবযুগের নারী জাগরণের মহিমা। যে মহিমায় মহিমান্বিত হয়ে প্রভাবতী আত্মমর্যাদা রক্ষা করার তাগিদে প্রাণ বিসর্জনের সংকল্প গ্রহণ করে। 

          পরিশেষে আমরা বলতে পারি যে, ঔপন্যাসিক নিরালা বাস্তববাদী ঔপন্যাসিক। তাই তাঁর প্রতিটি রচনায় আমরা পাই বাস্তবধর্মিতা। আর সেখানে উপনিবেশ বিরোধী এবং সামন্ততন্ত্রবিরোধী জীবন ভাবনা তাঁর উপন্যাসের মূল উপজীব্য বিষয়।সেখানেই তাঁর উপন্যাসের জীবন কথা হয়েছে জীবন সংগ্রামের ভাষা। যা হাস্য,ব্যঙ্গ সম্পৃক্তময়। যেখানে এ ঔপন্যাসিককে গভীর দুঃখের সাথে হাস্যপরিহাস ব্যঙ্গের মিশ্রণে যথার্থ জীবন রসিক ঔপন্যাসিকে উন্নীত করেছে।

(ঠিক এরূপ অসংখ্য নোটস্ ,আলোচনা ,ভিডিও পেতে ভিজিট করুন আমাদের 'SHESHER KOBITA SUNDARBAN' Youtube channel)



Comments

Popular posts from this blog

দর্শন প্রথম সেমিস্টার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

দর্শন প্রথম সেমিস্টার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, মাইনর সিলেবাস)  ১)চার্বাক মতে ভূত কয়টি ও কি কি? উত্তরঃচার্বাক মতে ভূত চারটি- ক্ষিতি, অপ্ , তেজ ও মরুৎ ২) স্বভাববাদ কী? উত্তরঃ চার্বাক জড়বাদের ভিত্তি হল স্বভাববাদ। যে মতবাদ অনুসারে স্বভাব থেকেই ভূত সৃষ্টি, আবার স্বভাব থেকেই বিচ্ছেদ। যার জন্য ঈশ্বরকে স্বীকার করা প্রয়োজন নেই। ৩) অব্যাপ্যদেশ কথাটির অর্থ লেখো। উত্তরঃ অব্যাপ্যদেশ বলতে বোঝায়- অশাব্দ অর্থাৎ যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। ৫) জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কাকে বলে?  কোন একটি ইন্দ্রিয়ের মাধ্যমে তার নিজের বিষয়ীভূত গুণ ছাড়াও যদি অপর একটি ইন্দ্রিয়ের বিষয়ীভূত গুণকে প্রত্যক্ষ করার হয়, তাহলে সেই প্রত্যক্ষকে জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ বলা হয়। ৬) ন্যায় মতে প্রমাণের প্রকার  উত্তরঃ ন্যায় মতে প্রমাণ চার প্রকার। প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শাব্দ। ৭) সন্নিকর্ষ কাকে বলে? উত্তরঃ ন্যায় মতে ইন্দ্রিয় ও কোন বাস্তব পদার্থের মধ্যে একপ্রকার বিশেষ সম্পর্ক ঘটলে তবেই আমাদের একটি বস্তুর প্রত্যক্ষজ্ঞান ।আর ঐ বিশেষ বিশেষ সম্পর্কের পারিভাষিক নাম হলো সন...

ব্রিটিশ(3rd.Sem) পার্লামেন্টের সার্বভৌমত্ব

ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাস)। ব্রিটেনের সংবিধান অলিখিত বলে বিভিন্ন ঐতিহাসিক দলিল, শাসনতান্ত্রিক রীতিনীতি, পার্লামেন্ট প্রণীত আইন প্রভৃতির মাধ্যমে পার্লামেন্টের সার্বভৌমত্ব অর্জিত হয়েছে। ব্রিটেনের পার্লামেন্ট আইনানুগ সার্বভৌমত্ব অর্জন করেছে, রাজনৈতিক সার্বভৌমত্ব নয়। আর সেখানে আইনানুগ সার্বভৌমত্ব বলা হয়, কারণ-       যেকোনো বিষয়ে পার্লামেন্ট আইন প্রণনয়নের অধিকারী। এককেন্দ্রিক রাষ্ট্র হওয়ায় পার্লামেন্টে কোন আইন প্রণয়নের সময় প্রতিদ্বন্দ্বিতা হয় না। কমন্সসভা তথা নিম্নকক্ষের সার্বভৌমত্বকেই বলা হয় পার্লামেন্টের সার্বভৌমত্ব।     ••ব্রিটিশ পার্লামেন্টকে সার্বভৌমত্ব বলার কারণ- ১) পার্লামেন্টের ওপর আইনগত কোনরূপ বাধানিষেধ আরোপ করা যায় না। ২) পার্লামেন্ট প্রণীত আইনের বৈধতার ব্যাপারে আদালত কোন প্রশ্ন তুলতে পারেনা। ব্রিটেনের আদালত পার্লামেন্ট প্রণীত আইনের ওপর বিচার বিভাগীয় পর্যালোচনার দ্বারা সীমিত করতে পারে না। ৩) ব্রিটিশ পার্লামেন্টের আইন প্রণয়ন ক্ষমতার উপর শাসনবিভাগ অনুরূপ ন...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...