প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো।
আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ উপাদান মুদ্রার গুরুত্ব অপরিসীম।আর এখানে বহু দেশি ও বিদেশি ঐতিহাসিকরা নানান উপকরণ সংগ্রহ করে লিখিত ইতিহাস খাড়া করেছেন। তবে তার মধ্যে একটি নির্ভরযোগ্য উপাদান হলো মুদ্রা। সেখানে ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্বে আমরা দেখতে পাই-
ক) সাহিত্যে ও শিলালিপি থেকে যেসব তথ্য পাওয়া যায় সেগুলির সত্যতা বিচার বা যাচাই করতে মুদ্রা যথেষ্ট সাহায্য করে থাকে।
খ) মুদ্রাগুলিতে সাধারণ রাজার নাম,সন তারিখ, রাজার মূর্তি ও নানা দেবদেবীর মূর্তি খোদাই করা থাকে। তাই ইতিহাসের উপাদান হিসাবে এদের গুরুত্ব সর্বাধিক।
গ) কেবলমাত্র রাজার নাম,সন তারিখ নয়- এই মুদ্রাগুলি থেকে তৎকালীন রাজার রাজ্যের শিল্পকলা, ধাতু শিল্প,লিপি এবং রাজ্যের অর্থনীতি সম্পর্কে সম্যক পরিচয় পাওয়া যায়।
ঘ) ভারতে প্রচুর পরিমাণে রোমান মুদ্রার অস্তিত্ব রোমের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক, ভারতের অনুকূল বাণিজ্য, ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি এবং ভারতবাসীর সমুদ্রযাত্রার সাক্ষ্য বহন করে।।
ঙ) মুদ্রার উপর অঙ্কিত রাজাদের মূর্তি থেকে তাদের মস্তকসজ্জার পরিচয় পাওয়া যায়।
চ) প্রাচীন ভারতে স্বর্ণ, রৌপ্য, তাম্র ও সীসার মুদ্রা প্রচলিত ছিল। স্বর্ণমুদ্রার অধিকতর প্রচলন নিঃসন্দেহে রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির পরিচয় বহন করে।
অপরপক্ষে, কেবলমাত্র তাম্র বা সীসার মুদ্রার আধিক্য বা মুদ্রায় স্বর্ণের পরিমাণ হ্রাস করা রাজ্যের আর্থিক সংকটের পরিচয় বহন করে।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা নোটস সাজেশন পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel ।
Comments
Post a Comment