ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর) ।
আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,বিশ্বের বৃহত্তম সংবিধানের মধ্যে ভারতীয় সংবিধান অন্যতম একটি সংবিধান। আর সেখানে ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো- সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা। যে মুখবন্ধ বা ভূমিকার তাৎপর্য অপরিসীম। তবে এখানে বলে রাখা ভালো যে, প্রস্তাবনাটি হলো ভারতীয় সংবিধানের আত্মা বা হৃদয়। সেই সংবিধানের প্রস্তাবনার প্রধান তাৎপর্যগুলি হলো-
সংবিধানের মূলনীতি ও আদর্শঃ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের মূলনীতি, লক্ষ্য ও আদর্শ গুলিকে তুলে ধরা হয়েছে। আসলে এটি নির্দেশ করে যে, ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রাষ্ট্র। শুধু তাই নয় এই সংবিধান ভারতীয় নাগরিকদের জন্য ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব নিশ্চিত করবে।
সংবিধান কর্তৃত্বের উৎসঃ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে, সংবিধানের ক্ষমতার উৎস হল ভারতের জনগণ। আর এই প্রেক্ষিতে সেখানে বলা হয়েছে-"আমরা, ভারতের জনগণ"। ভারতীয় সংবিধানের এই মূলমন্ত্র জনগণের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করে থাকে।
সংবিধানের উৎসঃ সংবিধানের প্রস্তাবনা সংবিধানের উদ্দেশ্যগুলিকে ব্যাখ্যা করে থাকে। আর সেখানে বলা হয়েছে যে, ভারতকে এমন একটি রাষ্ট্র হিসেবে গঠন করা হবে যেখানে সকল নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষিত ও সংরক্ষিত হবে। শুধু তাই নয়, ভারতের জাতীয় ঐক্য ও সংহতি বজায় থাকবে।
ব্যাখ্যার সহায়কঃ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সরাসরি কোনো আইনি ক্ষমতা প্রদান করার কথা বলা নেই, তবে সংবিধানের কোনো ধারা বা শব্দের অস্পষ্টতা দেখা দিলে সেখানে প্রস্তাবনার সাহায্য নেওয়া হয়।যেটি সংবিধানের ব্যাখ্যাকারীদের কাছে একটি নির্দেশিকা হিসেবে কাজ করে থাকে।
ঐতিহাসিক তাৎপর্যঃ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা গণপরিষদের সদস্যদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। আসলে এটি স্বাধীনতা আন্দোলনের আদর্শ এবং একটি নতুন জাতি গঠনের অঙ্গীকার বহন করে।
রাজনৈতিক তাৎপর্যঃ ভারতের সংবিধানের প্রস্তাবনার অংশটি ভারতের রাজনৈতিক কাঠামোর মৌলিক নীতি রক্ষা করে। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, ভারতের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের ভিত্তি স্থাপন করে সংবিধানের প্রস্তাবনার অংশটি।
নৈতিক তাৎপর্যঃ ভারতীয় সংবিধানের নৈতিক তাৎপর্য ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের মতো নৈতিক মূল্যবোধের উপর জোর বা গুরুত্ব প্রদান করে থাকে। যা একটি সুস্থ ও প্রগতিশীল সমাজ গঠনের জন্য অপরিহার্য বিষয়।
পরিশেষে আমরা বলতে পারি যে, ভারতীয় সংবিধানের মূল স্তম্ভ হল সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ। আর সেটি ভারতীয় সংবিধানে 'প্রস্তাবনা' নামে তাৎপর্যময়। আসলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কেবল একটি ভূমিকা নয়, এটি সংবিধানের দর্শন, উদ্দেশ্য এবং মূল্যবোধের সারসংক্ষেপ বলা শ্রেয়।আর সেটি ভারতীয় রাষ্ট্রের চরিত্র এবং নাগরিকদের অধিকার ও প্রত্যাশার বিষয়টি স্পষ্টতার পরিচয় বহন করে থাকে।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা, ব্যাখ্যা, ভিডিও এবং সাজেশন পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel এবং shesherkabita blog.com ওয়েবসাইট।
Comments
Post a Comment