ইংল্যান্ডের(6th.Sem-CBSE) বঙ্গমহিলা গ্ৰন্থের চতুর্থ পরিচ্ছেদ অবলম্বনে ভেনিস(ভেনিস) নগরের যে চিত্র অঙ্কিত হয়েছে,তার পরিস্ফুট করো।
ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্ৰন্থের চতুর্থ পরিচ্ছেদ অবলম্বনে ভেনিস নগরের যে চিত্র অঙ্কিত হয়েছে,তার পরিস্ফুট করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, ষষ্ঠ সেমিস্টার, বাংলা অনার্স CBSE)
•আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,কৃষ্ণাভামিনী দেবী তাঁর ‘ইংল্যান্ডে বঙ্গ মহিলা’ গ্রন্থের চতুর্থ অধ্যায়ে ভেনিস শহরের এক প্রাণবন্ত চিত্র এঁকে পাঠকদের সামনে উপস্থাপিত করেছেন। তবে তিনি কেবল ভেনিস শহরের স্থাপত্য বা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করেননি, বরং সেখানকার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং বিশেষ করে নারীদের ভূমিকা ও স্বাধীনতা অত্যন্ত আগ্রহের সাথে তুলে ধরেছেন।আর সেই অধ্যায়ে আমরা দেখি-
•ভেনিসের খাল, সেতু এবং ঐতিহাসিক অট্টালিকা গুলির মনোমুগ্ধকর বর্ণনা দিয়েছেন কৃষ্ণভাবিনী। তিনি gondola-য় করে শহরের বিভিন্ন জলপথ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা এবং সেই সময়ে দেখা দৃশ্যগুলির কথা আলোচ্য গ্ৰন্থে উল্লেখ করেছেন। তুলে ধরেছেন সে দেশের সংকীর্ণ রাস্তা, প্রাচীন প্রাসাদ এবং জনাকীর্ণ বাজারগুলির ছবিও তাঁর লেখায় ফুটে উঠেছে। শুধু তাই নয় -
• কৃষ্ণভাবিনীর প্রধান আগ্রহ ছিল ভেনিসের নারীদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করা।আর সেখানে গিয়ে তিনি লক্ষ্য করেছেন যে সেখানকার মহিলারা বঙ্গদেশের নারীদের তুলনায় অনেক বেশি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। শুধু তাই নয়,তাদের শিক্ষা, কর্মজীবন এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ অনেক বেশি। যে বিষয়টি লেখিকাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। আর সেই আকৃষ্টের বিষয়টি তিনি তাঁর লেখায় খুব সুন্দরভাবে সাবলীল ভঙ্গিমায় সেই তুলনামূলক চিত্রটি তুলে ধরেছেন। যেখানে-
•লেখিকা কৃষ্ণাভামিনী দেবী ভেনিসের নারীদের পোশাক, তাদের আচার-ব্যবহার এবং সমাজে তাদের স্থান সম্পর্কে বিস্তারিত লিখেছেন। তাদের সাবলীলতা, আত্মবিশ্বাস এবং বাইরের জগতের সঙ্গে তাদের সংযোগ তাঁকে মুগ্ধ করেছিল। কৃষ্ণভাবিনী মনে করতেন যে বঙ্গদেশের নারীদেরও শিক্ষা ও স্বাধীনতার সুযোগ পাওয়া উচিত, যাতে তাঁরাও সমাজে নিজেদের একটি স্বতন্ত্র স্থান করে নিতে পারেন। তবে
•ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্ৰন্থের চতুর্থ অধ্যায়ে ভেনিসের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি সেখানকার নারীদের জীবনযাত্রার যে চিত্র কৃষ্ণভাবিনী দেবী এঁকেছেন, তা একদিকে যেমন শহরটির একটি স্পষ্ট ধারণা দেয়, ঠিক তেমনই অন্যদিকে তৎকালীন বঙ্গদেশের নারীদের অবস্থার সঙ্গে একটি নীরব তুলনাও সৃষ্টি করে।তবে-
• পরিশেষে আমরা বলতে পারি যে,ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্ৰন্থের এই বর্ণনা একদিকে যেমন ভ্রমণ সাহিত্যের একটি মূল্যবান সম্পদ, তেমনই অন্যদিকে নারী মুক্তি ও সমাজ সংস্কারের আলোচনাতেও একটি গুরুত্বপূর্ণ সংযোজন এ কথা আমাদের স্বীকার করতেই হবে।
•ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL •
Comments
Post a Comment