রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছেলেটা' কবিতার অতি সংক্ষিপ্ত ও MCQ প্রশ্নোত্তর।(পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ উচ্চমাধ্যমিক)।
১) 'ছেলেটা' কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তরঃ পুনশ্চ কাব্যগ্রন্থ।
২) ছেলেটার ভির্মী লাগার কারণ কি?
উত্তরঃ বিষফল খাওয়ার জন্য।
৩) ছেলেটা কোথায় হারিয়ে যায়?
উত্তরঃ রথের মেলায়।
৪) দাঁড়কাক কোথায় বসেছিল?
উত্তরঃ বৈঁচিগাছের ডালে।
৫) ডুবে ডুবে কে গুগলি তোলে?
উত্তরঃ পাতিহাঁস।
৭) ছেলেটা জলের তলায় ডুবে গেলে কে তাকে উদ্ধার করে?
উত্তরঃ রাখাল।
৮) পাকড়াশীদের মেজো ছেলে ছেলেটাকে কি দেখতে দিয়েছিল?
উত্তরঃ কাঁচ পরানোর চোঙ।
৯) "তার দেহান্তর ঘটল।"-কার দেহান্তর ঘটলো?
উত্তরঃ পোষ্য বঙ্গজ কুকুরের।
১০) "চুরি করতে উৎসাহ হল না।" -কেন কার চুরি করতে উৎসাহ হল না?
উত্তরঃ পোষা কুকুরের মৃত্যুর কারণে ছেলেটার চুরি করতে উৎসাহ হল না।
১১) ছেলেটাকে ডেকে এনে কে দুধ খাওয়ায়?
উত্তরঃ সিধু গয়লানী।
১২) "তার ছেলেটি মরে গেছে সাত বছর হল।"-এখানে কার ছেলের মরে যাওয়ার কথা বলা হয়েছে?
উত্তরঃ সিধু গয়লানীর।
১৪) "এমন নিরেট বুদ্ধি!"-এখানে কার নিরেট বুদ্ধির কথা বলা হয়েছে?
উত্তরঃ ছেলেটির।
১৫) "আমার কাছে দুঃখ করে গেল।"-কে দুঃখ করে গেল?
উত্তরঃ অম্বিকে মাস্টার দুঃখ করে গেল।
১৬) "আমি বললুম, সে ত্রুটি আমারই।"-এখানে আমি কে?
উত্তরঃ এখানে আমি স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
১৭) ছেলেটার বয়স হবে- ১০ বছর।
১৮) ছাড়া পেলেই আবার-দেয় দৌড়।
১৯) বাঁশের ডগায় বসে-মাছরাঙা।
২০) কাজেই চুরি করে আনতে হলো-কাচ পরানো চোঙ।
২১) ছেলেটা বাগানে খোঁটা পোতার গর্তে পোষে-কোলাব্যাঙ।
২২) কাগজের বাক্সে এনে রাখে-গুবরে পোকা।
২৩) 'চুরি করতে উৎসাহ হলো না।'-করমচা।
২৪) "সে পক্ষ নেয় ওই ছেলেটারই"-এখানে সে কে?
সিধু গয়লানী।
২৫) "আমার কাছে দুঃখ করে গেল"-অম্বিকা মাস্টার।
• ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏 •
Comments
Post a Comment