"অন্ন চাই, প্রাণ চাই" নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো (পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ উচ্চমাধ্যমিক)
আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,বিজন ভট্টাচার্যের অন্যতম একটি মর্মস্পর্শী হৃদয়বিদারক সামাজিক নাটক 'নবান্ন'। আর সেই নবান্ন নাটকের দ্বিতীয় অংকের তৃতীয় দৃশ্যে যে দুই শ্রেণির মানুষের পরিচয় তুলে ধরেছেন সেটাই আমাদের আলোচ্য পাঠ্য নাটক 'অন্ন চাই, প্রাণ চাই'। এই 'অন্ন চাই, প্রাণ চাই' নামকরণটি নাটকের মূল বিষয়বস্তু এবং অন্তর্নিহিত বার্তাকে অত্যন্ত জোরালোভাবে নাট্যকার তুলে ধরেছেন। আর সেই নামকরণের মধ্যে আমরা দেখি-
•মানুষের প্রাথমিক চাহিদাঃ আমরা জানি যে, 'অন্ন' মানুষের সবচেয়ে মৌলিক চাহিদাগুলির মধ্যে একটি অন্যতম বিষয়। কারণ খাদ্য ছাড়া জীবের জীবনধারণ করা অসম্ভব। তাই নাট্যকার নাটকের এই অংশে মানুষের ক্ষুধা, দারিদ্র্য এবং বেঁচে থাকার জন্য সাধারণ দরিদ্র শ্রেণি মানুষের জীবন সংগ্রামের ওপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন।
•সুস্থ জীবনের আকাঙ্ক্ষাঃ আলোচ্য নাটকটিতে নামকরণের 'প্রাণ চাই' কথাটি শুধুমাত্র বেঁচে থাকার ইচ্ছাকেই বোঝায় না।বরং বলা যায় যে, প্রাণ চাই এই কথাটি একটি মর্যাদাপূর্ণ এবং সুস্থ জীবনের চরম আকাঙ্ক্ষাকেও ইঙ্গিত করে।তবে সেখানে খাদ্য সুরক্ষিত হলেই জীবন পূর্ণতা পায় না। কারণ জীবনের পূর্ণতা পেতে হলে প্রয়োজন সুস্থ ও স্বাভাবিক প্রাণ।যেখানে-
•'অন্য চাই, প্রাণ চাই' এই নামকরণটি একটি শক্তিশালী ঘোষণা বা আর্তনাদের মতো শোনায়।কারণ 'চাই' শব্দটি অভাব এবং আকাঙ্ক্ষাকে তীব্রভাবে প্রকাশ করে। তবে এটি পাঠকের মনে নাটকের চরিত্রসমূহের অসহায়তা এবং তাদের বেঁচে থাকার তীব্র ইচ্ছার একটি স্পষ্ট চিত্র তৈরি করে।আর সেখানে-
•'অন্ন চাই, প্রাণ চাই' এই ধরনের নামকরণ সমাজে খাদ্য সংকট, শ্রেণী বৈষম্য এবং জীবনধারণের মৌলিক অধিকারের অভাবের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে দৃষ্টি আকর্ষণ করে। আর এই নিরিখে আলোচ্য নাটকটিতে সেই সময়ের আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং মানুষের দুর্দশার ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। সুতরাং-
• 'অন্ন চাই, প্রাণ চাই' নবান্ন নাটকের এই অংশটির নামকরণ নাটকের কেন্দ্রীয় ভাবধারাকে অত্যন্ত সুক্ষ্মভাবে উপস্থাপন করে। আসলে নামকরণের এই বিষয়টি ক্ষুধা ও জীবনের আকাঙ্ক্ষার এক বলিষ্ঠ উদাহরণ। যা নাটকের বিষয়বস্তুকে দর্শকের সামনে তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেতোলে। আর সেকারণে আমরা বলতে পারি-"অন্য চাই, প্রাণ চাই"-এই নামকরণ অর্থবহ ও বাস্তবধর্মী।
•ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏 •
Comments
Post a Comment