শঙ্কর রাও খারাটের 'পোটরাজ' গল্পটির পটভূমির আড়ালে আছে দলিত সম্প্রদায়ের মানুষের জীবন কথা- আলোচনা করো(পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, দ্বাদশ শ্রেণী, তৃতীয় সেমিস্টার)।
• আলোচনা শুরুতেই আমরা বলে থাকি যে,শঙ্কর রাও খারাটের একটি অন্যতম ছোটগল্প 'পোটরাজ'।যে গল্পটি বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী।আর সেই গল্পটিতে লেখক শঙ্কর রাও খারাট তুলে ধরেছেন দলিত সমাজের এক বেদনাদায়ক বাস্তব চিত্র। যে চিত্রে আমরা দেখতে পাই-
দলিত সম্প্রদায়ের নির্মম বাস্তবতাঃ আলোচ্য গল্পে পোটরাজ শ্রেণির মানুষের জীবনযাত্রার চরম দুর্দশা, দারিদ্র্য, বঞ্চনা এবং সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্নতার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যারা সমাজে চিরকাল ব্রাত্য হয়ে থাকে।কিন্তু তাদের ধর্মীয় বিশ্বাস বা আচার-অনুষ্ঠানের জন্য এই সমাজ তাদের ব্যবহার করে থাকে।আর সেখানে-
বিশ্বাসের আড়ালে বৈষম্যঃ পোটরাজরা নিজেদের দেবতার প্রতি উৎসর্গ করে, যা এক প্রকার আত্মত্যাগের দৃষ্টান্ত। কিন্তু এই ধর্মীয় বিশ্বাস তাদের সমাজে কোনো সম্মান বা মর্যাদা এনে দেয় না। বরং, তাদের এই অবস্থানকে ব্যবহার করে সমাজ তাদের শোষণ করে, তাদের কাছ থেকে সুবিধা নেয়, অথচ তাদেরকে সামাজিকভাবে বর্জন করে। যেখানে -
সামাজিক নির্মমতাঃ পোটরাজ গল্পটি সমাজে বিদ্যমান উচ্চ-নীচ ভেদাভেদ এবং শ্রেণিবিভাজনের নির্মম দিকটি তুলে ধরে।আসলে পোটরাজরা সমাজের নিম্নবর্গের মানুষ হওয়ায় তাদের প্রতি সমাজের আচরণ অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক।আর সেই অমানবিক শারীরিক ও মানসিক যন্ত্রণার কথা গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।আর সেখানে আছে-
শোষণ বঞ্চনার চিত্রঃ একসময় পোটরাজরা বুঝতে পারে যে, তার তথাকথিত ধর্মীয় অবস্থানে থাকে।আসলে তাদেরকে শোষণের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।তবে পোটরাজকে 'দেবতার প্রতিনিধি' বলা হলেও, বাস্তবে সে সমাজের দ্বারা শোষিত এক চরিত্র ছাড়া আর কিছুই নয়।আর এই উপলব্ধি গল্পের শেষ পরিণতিকে বেদনাদায়ক করে তোলে। তবুও-
নজিরবিহীন আত্মত্যাগঃ যদিও আলোচ্য গল্পটি শোষণের কথা বলে, তবুও পাশাপাশি পোটরাজদের আত্মত্যাগের দিকটিও পরোক্ষভাবে উঠে আসে।আর তারা দেবতার নামে নিজেদেরকে উৎসর্গ করে এক অদ্ভুত আত্মত্যাগ অনুভব করে, তবে এর বিনিময়ে তারা এ সমাজ থেকে কিছুই পায় না!
• পরিশেষে আমরা বলতে পারি যে,'পোটরাজ' কেবল একটি গল্প নয়, এটি ধর্ম, সামাজিক শ্রেণি এবং নিপীড়নের বাস্তব চিত্র। আর সেই চিত্রে মানবতাবোধ এবং সমাজভাবনার এক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে।যে বিষয়ের দলিত সমাজের বাস্তব চিত্র এবং সামাজিক শ্রেণী বৈষম্য।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏 ।
Comments
Post a Comment