ধর্ম/শ্রীজাত(XII,3rd) বন্দ্যোপাধ্যায়ের।' ধর্ম 'কবিতা থেকে MCQ পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর
ধর্ম/শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের।' ধর্ম 'কবিতা থেকে MCQ পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর (পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, দ্বাদশ শ্রেণী, তৃতীয় সেমিস্টার)
১) ধর্ম কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এবং কত সংখ্যক কবিতা?
উত্তরঃ 'অন্ধকার লেখাগুচ্ছ' এবং ১৪ সংখ্যক কবিতা।
২) ধর্ম কবিতায় আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল?
উত্তরঃ সংগীত ।
৩)আইনস্টাইনের ধর্ম কি ছিল ?
উত্তরঃ দিগন্ত পেরনো।
৪) কবীরের ধর্ম কি ছিল ?
উত্তরঃ সত্যের সন্ধান ।
৫)ধর্ম কবিতায় বাতাসের ধর্ম কি ছিল?
উত্তরঃ সব সময় বইতে থাকা।
৬) ভ্যান গঘের ধর্ম কি ছিল ?
উত্তরঃ ছবি আঁকা ।
৭) গার্সিয়া লোরকারেল কি ধর্ম ছিল?
উত্তরঃ কবিতার জয়
৮)লেনিনের ধর্ম কি ছিল?
উত্তরঃ নতুন পতাকা তোলা।
৯) ধর্ম কিভাবে একসাথে থাকে?
উত্তরঃ ধর্ম একে অপরকে জায়গা করে দেয়।
১০) আগুনের ধর্ম কি?
উত্তরঃ ছাই ভস্ম তৈরি করা ।
১১) কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ধর্ম কবিতায় কী প্রশ্ন করেছেন?
উত্তরঃ কেন অন্য পথ মানুষকে বিভ্রান্ত করে?
১২) ধর্ম কবিতা আমাদের কি শিক্ষা দেয়?
উত্তরঃ ধর্ম আমাদেরকে ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়।
১৩) ধর্ম কবিতায় কী প্রকৃত ধর্ম নয়?
উত্তরঃ দখল ।
১৪) ধর্ম কবিতায় প্রাতিষ্ঠানিকতা বলতে কি বোঝানো হয়েছে?
উত্তরঃ গোঁড়ামি এবং সংকীর্ণতা ।
১৫) ধর্ম কবিতায় কিভাবে ধর্মকে চিত্রিত করা হয়েছে?
উত্তরঃ ব্যক্তির কাজ এবং বিশ্বাসের মাধ্যমে ।
১৬) ধর্ম কবিতাটি আমাদেরকে কোন বিষয়ে সচেতন করে?
উত্তরঃ ধর্মের গোঁড়ামি থেকে দূরে থাকতে।
১৭)কবি ধর্মকে কিসের সাথে তুলনা করেছেন ?
উত্তরঃ ব্যক্তির নিজস্ব কাজ ও বিশ্বাসের সাথে
১৮) ধর্ম কবিতাটি কি ধরনের কবিতা?
উত্তরঃ সামাজিক ও মানবতাবাদী ।
১৯) কবির মতে ধর্মের প্রকৃত অর্থ কী ?
উত্তরঃ সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা
২০) "প্রতিটি ধর্ম এক সঙ্গে বাস করে" কারণ-
উত্তরঃ তারা একে অপরকে জায়গা করে দেয় ।
২১) "যে তোমাকে শিখিয়েছে দখলের কথা-জেনো সে ধর্মই নয়"-এখানে দখল বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ অন্যের অধিকার কেড়ে নেওয়া।
২২) ধর্ম কবিতার মূল বার্তা কী?
উত্তরঃ ধর্ম কখনো দখল বা আধিপত্য বিস্তারের জন্য নয়।
২৩) কবি ধর্মকে কিভাবে দেখেছেন?
উত্তরঃ মানুষকে একত্রিত করার শক্তি হিসেবে।
২৪) ধর্ম কবিতাটি কিসের বিরুদ্ধে প্রতিবাদ?
উত্তরঃ ধর্মের নামে হিংসা ও দখলদারি ।
২৫) ধর্ম কবিতাটি কি প্রতিফলিত করে?
উত্তরঃ প্রকৃত ধর্মের সংজ্ঞা।
২৬)"তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে"-এখানে কবি কি বলতে চেয়েছেন?
উত্তরঃ সব ধর্মই একে অপরের প্রতি সহনশীল হওয়া উচিত।
২৭) "তোমার ধর্মের পথে কেন অপব্যয়?"-অপব্যয় কি?
উত্তরঃ ধর্মের নামে হিংসা,দখল ও সংঘর্ষ বাঁধানো।
২৮) কবির মতে ধর্ম কিসের মাধ্যম হওয়া উচিত? উত্তরঃ সহানুভূতি ও সম্প্রীতির।
২৯) ধর্ম কবিতার মূল কথা কি?
উত্তরঃ ভালোবাসা ও বিশ্বাস।
৩০) "এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।"-কবি এখানে কি বলতে চেয়েছেন?
উত্তরঃ সব ধর্মের সহাবস্থান থাকা উচিত।
৩১) শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ শেষ চিঠি ।
৩২) ধর্ম কবিতাটি কী জাতীয় কবিতা?
উত্তরঃ সনেট জাতীয়।
৩৩) আব্দুল করিম খাঁ কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তরঃ উত্তর প্রদেশ।
৩৪)কবি মানুষকে কোন পথে থাকার কথা বলেছেন? উত্তরঃ সত্যের পথে।
৩৫) ধর্ম কবিতায় ধর্ম শব্দটি কতবার ব্যবহার করা। হয়েছে ?
উত্তরঃ ১১ বার।
•• ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏
Comments
Post a Comment