চৈতন্যভাগবত গ্ৰন্থের(2nd.Sem Major )পঞ্চদশ অধ্যায় অবলম্বনে চৈতন্য মহাপ্রভুর সহিত ঈশ্বরপুরীর সাক্ষাৎ ও গয়াগমনের ইতিবৃত্ত আলোচনা করো।
চৈতন্যভাগবত গ্ৰন্থের পঞ্চদশ অধ্যায় অবলম্বনে চৈতন্য মহাপ্রভুর সহিত ঈশ্বরপুরীর সাক্ষাৎ ও গয়াগমনের ইতিবৃত্ত আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, কলিকাতা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় সেমিস্টার, বাংলা মেজর)
আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে, চৈতন্যভাগবতের পঞ্চদশ অধ্যায়টি চৈতন্য মহাপ্রভুর জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বের বর্ণনা করেছেন কবি বৃন্দাবন দাস।আর এই অধ্যায়ে মূলত তাঁর গুরু ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ এবং গয়াগমনের মধ্য দিয়ে তাঁর ভক্তিসাধনার চূড়ান্ত উন্মোচন ও প্রেমাবেশের প্রারম্ভিক লক্ষণগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।আর সেখানে আমরা দেখি-
ঈশ্বরপুরীর সাথে সাক্ষাৎ ও দীক্ষাঃ নবদ্বীপে তখন চৈতন্য এক প্রখ্যাত পণ্ডিত নিমাই পণ্ডিত ছিলেন। অবশ্য সে সময়ে তিনি সন্যাস গ্ৰহণ করেননি।কিন্তু তখন তাঁর অন্তরে ভক্তি শ্রদ্ধার বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হচ্ছিল।এই সময়েই ঈশ্বরপুরী নামক একজন মহাভাবুক ও প্রেমিক বৈষ্ণব নবদ্বীপে আসেন। আর এই ঈশ্বরপুরী ছিলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য এবং কৃষ্ণপ্রেমের এক মূর্ত প্রতীক।আর সেখানে-
শ্রদ্ধা ও আতিথেয়তাঃ চৈতন্যভাগবত গ্ৰন্থানুসার আমরা জানতে পারি যে,ঈশ্বরপুরীর আগমনে নিমাই পণ্ডিত অত্যন্ত আনন্দিত হন। তবে তিনি একজন প্রসিদ্ধ পণ্ডিত হওয়া সত্ত্বেও পরম বিনয় ও শ্রদ্ধার সঙ্গে ঈশ্বরপুরীর সেবা করেন। তাঁর আতিথেয়তায় মুগ্ধ হয়ে ঈশ্বরপুরী তাঁর প্রতি প্রসন্ন হন। অতঃপর-
ভক্তি শিক্ষাঃ ঈশ্বরপুরী নিমাই পণ্ডিতকে গোপীভাবের ভক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি রাধাভাবের সেবা ও প্রেম সম্পর্কে শিক্ষা দেন। যদিও নিমাই পণ্ডিত স্বয়ং ঈশ্বরের অবতার ছিলেন, তবুও লোকশিক্ষার জন্য তিনি এই ভক্তিভাবের অনুশীলন করতেন।তবে বলা যায়- ঈশ্বরপুরীর সঙ্গে তাঁর কথোপকথন ও ভাববিনিময় তাঁর ভক্তির উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল।
দীক্ষা গ্ৰহণঃ নিমাই পন্ডিত এই সময়ে আনুষ্ঠানিকভাবে ঈশ্বরপুরীর কাছে দশাক্ষর গোপাল মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। এই দীক্ষা গ্রহণের পর থেকে তাঁর প্রেমোন্মাদ আরও বৃদ্ধি পেতে শুরু করে। শুধু তাই নয়,তিনি প্রায়শই কৃষ্ণনাম জপ করতেন এবং মাঝে মাঝে ভক্তিভাবে বিহ্বল হয়ে পড়তেন।আসলে এই ঈশ্বরপুরীই ছিলেন তাঁর প্রথম আনুষ্ঠানিক শিক্ষা গুরু। যেখানে-
গয়াগমন ও প্রেমোন্মাদের উচ্ছ্বাস
•দীক্ষা গ্রহণের পর নিমাই পণ্ডিত তাঁর পিতার শ্রাদ্ধের জন্য গয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে এই গয়াগমনই নিমাই পন্ডিতের জীবনে বলা যায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। অতঃপর-
পিতার পিন্ডদানঃগয়ায় গিয়ে নিমাই পণ্ডিত সযত্নে পিতার শ্রাদ্ধকার্য সম্পন্ন করেন। অতঃপর তিনি ফাল্গুনী নদীতে পিতার পিণ্ডদান করেন। এই সময়েও তাঁর হৃদয়ে প্রবল কৃষ্ণপ্রেমের স্পন্দন ছিল।
ঈশ্বরপুরীর সাথে পুনর্মিলনঃ গয়ায় গিয়েই নিমাই পণ্ডিতের সঙ্গে তাঁর গুরু ঈশ্বরপুরীর আবার সাক্ষাৎ হয়। এই মিলন ছিল তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বরপুরীকে দেখামাত্রই নিমাই পণ্ডিতের প্রেমাবেশ তীব্রতর হয়। তিনি ঈশ্বরপুরীকে নিজের আকুলতা ও কৃষ্ণবিরহ প্রকাশ করেন।
নিমাই পন্ডিতের প্রথম প্রেমোন্মাদঃ গয়ায় অবস্থানকালে ঈশ্বরপুরীর সঙ্গ পেয়ে নিমাই পণ্ডিতের প্রেমোন্মাদ চূড়ান্ত রূপ ধারণ করে। আর সেখানে তিনি শ্রীকৃষ্ণের বিরহে কাতর হয়ে অঝোরে কাঁদতে শুরু করেন। তাঁর চোখ দিয়ে অবিরত অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। শুধু তাই নয়, তাঁর শরীর এই সময়ে পুলকিত হয়ে ওঠে এবং কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যেতে থাকে। তিনি তখন নিজের পাণ্ডিত্য, লোকলজ্জা বা সামাজিক অবস্থান সব কিছুই থেকে দূরে থাকতেন। বলা যায় কোনো কিছুই তিনি এই সময়ে পরোয়া করতেন না। কারণ কৃষ্ণপ্রেমের উন্মাদনা তাঁকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে।যার ফলে-
সর্বত্র কৃষ্ণদর্শনঃ গয়ায় গিয়েই নিমাই পণ্ডিতের মধ্যে এই অনুভূতি প্রবল হয় যে, কৃষ্ণই তাঁর একমাত্র আশ্রয়। তিনি সর্বত্র কৃষ্ণকে দেখতে শুরু করেন এবং কৃষ্ণনাম জপ করতে করতে জ্ঞানহারা হয়ে পড়তেন। এই সময়েই তিনি অনুশোচনা করে বলেন- "আমি কৃষ্ণকে হারালাম! আমার কৃষ্ণ কোথায়?
দ্বিগ্বিজয়ী পন্ডিতের পরিবর্তনঃ গয়া থেকে ফিরে আসার পর নিমাই পণ্ডিত সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যান।যে পণ্ডিত আগে দিগ্বিজয় করতে চাইতেন, তিনি এখন শুধু কৃষ্ণনাম জপ করছেন এবং কৃষ্ণপ্রেমে বিভোর থাকছেন। তাঁর এই পরিবর্তন দেখে সকলেই বিস্মিত হয়।
পরিশেষে আমরা বলতে পারি যে,চৈতন্যভাগবতের পঞ্চদশ অধ্যায়ে বৃন্দাবন দাস এই দুটি গুরুত্বপূর্ণ ঘটনাকে এমনভাবে তুলে ধরেছেন, যা চৈতন্য মহাপ্রভুর জীবনের একটি সন্ধিক্ষণকে চিহ্নিত করে। ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ ও তাঁর কাছে দীক্ষা গ্রহণ এবং গয়াগমন ও সেখানে প্রেমোন্মাদের উন্মোচন—এই দুটি ঘটনাই নিমাই পণ্ডিতকে একজন সাধারণ পণ্ডিত থেকে একজন প্রেমময় ভক্তে রূপান্তরিত করে এবং পরবর্তীকালে তাঁর সন্যাস গ্ৰহণের পথ প্রশস্ত করে।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং SHESHER KOBITA SUNDARBAN Youtube channel ।
Comments
Post a Comment