পরিমাপের সংজ্ঞা দাও।পরিমাপের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা কী? আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, চতুর্থ সেমিস্টার, এডুকেশন মাইনর, Second Unit)।
• পরিমাপঃ শিক্ষায় পরিমাপ হল শিক্ষার্থীর কোন বিষয়বস্তুর অন্তর্গত কোন জ্ঞানের অথবা কোন বিশেষ বিষয়ের দক্ষতা ও ক্ষমতার পরিমাণ নির্ণয় করা। অর্থাৎ-
আসলে পরিমাপ হলো কোন স্তরের শিক্ষার্থীদের পাঠক্রমের অন্তর্গত কোন বিষয়ের পরীক্ষার নেওয়ার পরে যে স্কোরমান বা মূল্যমান দেওয়া হয়, তাকে পরিমাপ হিসাবে বিবেচনা করা হয়।
• পরিমাপের উদ্দেশ্যসমূহ ঃ
১) পরিমাপ একটি বিচ্ছিন্নধর্মী প্রক্রিয়া, যার দ্বারা সহজেই আমরা বিভিন্ন বিষয়ের আলাদা আলাদা করে পরিমাপ করতে পারি।
২) পরিমাপের অন্যতম উদ্দেশ্য হলো-কোন বস্তুর পরিমাণগত মান নির্ণয় করা এবং বস্তুর শ্রেণীবিন্যাস করা।
৩) পরিমাপ মান নির্ণয়ের পদ্ধতির সম্পর্কে সম্যক ধারণা প্রদান করে এবং সংখ্যা সমূহকে শ্রেণীবদ্ধ করে।
৪) পরিমাণগত মান নির্ণয়ের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রদান করা।
৫) বস্তুসামগ্ৰীকে নির্দিষ্ট নিয়মাবলীর সাপেক্ষে সংখ্যা দ্বারা প্রকাশ করা।
• পরিমাপের প্রয়োজনীয়তাঃ
১) পরিমাপ বস্তুর সঠিক পরিমাণ নির্দেশের জন্য নির্ভুলতা প্রদান করে থাকে।
২)পরিমাপ কোন বস্তুর পরিমাণকে স্পষ্ট সংখ্যার সাহায্যে প্রকাশ করতে পারে।
৩) পরিমাপের ক্ষেত্রে যে কোন বৈশিষ্ট্য পরিমাপের জন্য একটিই মান পাওয়া যায়।
৪) পরিমাপ কোনো মুহূর্তে শিক্ষার্থীদের পারদর্শিতাকে যাচাইয়ের ক্ষেত্রে পরিমাপ করা হয়ে থাকে।
৫) পরিমাপ কোন জিনিসের মান নির্ণয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
•• ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏
Comments
Post a Comment