•চৈতন্যভাগবত গ্রন্থের প্রশ্নাবলী•
২০২৪
১) 'কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার'- শ্রীকৃষ্ণের শ্রীচৈতন্যরূপে আবির্ভাবের কী কী কারণ ব্যাখ্যা করেছেন শ্রীশ্রীচৈতন্যভাগবতের রচয়িতা বৃন্দাবন দাস- সে সম্পর্কে লেখো।
২) শ্রীশ্রীচৈতন্যভাগবতের আদিখন্ডের অনুসরণে শ্রীচৈতন্য মহাপ্রভুর শৈশব-বাল্য-কৈশোর জীবনের পরিচয় দাও।
• "নামমাত্র ভেদ করে হিন্দুরে যবনে।
পরমার্থ এক কহে কোরানে পুরাণে।।"
কে,কাকে এ কথা বলেছে? উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো।
•২০২২•
১) চৈতন্য ভাগবত এর আদি খন্ডের দশম অধ্যায় 'বিষ্ণুপ্রিয়া পরিচয় বর্ণন' অংশটির পরিচয় দাও।প্রসঙ্গত বিষ্ণুপ্রিয়া চরিত্র বর্ণনে বৃন্দাবন দাসের দক্ষতা বিচার করো।
২) চৈতন্য ভাগবত এর আদি খন্ড অবলম্বনে 'গৌরাঙ্গ অবতরণের হেতু' এবং তৎকালীন 'নবদ্বীপের অবস্থা'র পরিচয় দাও।
• " ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন।
নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ।"
চৈতন্য ভাগবত এর কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে? দিগ্বিজয়ী কে ?উদ্ধৃত অংশটির মর্মার্থ লেখ।
•২০২১•
১) পঞ্চদশ অধ্যায় অবলম্বনে চৈতন্য মহাপ্রভুর সহিত ঈশ্বরপুরীর সাক্ষাৎ ও গয়া গমনের ইতিবৃত্ত বর্ণনা করো।
২) চৈতন্য ভাগবত এর আদি খন্ড রচনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো
• "নামমাত্র ভেদ করে হিন্দুরে যবনে।
পরমার্থ এক কহে কোরনে পুরাণে।"
কে, কাকে এ কথা বলেছে? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
•২০২০•
১) চৈতন্য ভাগবতের আদি খন্ডের দশম অধ্যায় 'বিষ্ণুপ্রিয়া পরিচয় বর্নন' অংশটির পরিচয় দাও। প্রসঙ্গত বিষ্ণুপ্রিয়া চরিত্র সৃষ্টিতে বৃন্দাবন দাসের দক্ষতা বিচার করো।
২) চৈতন্য ভাগবতের আদি খন্ডের অনুসরণে শ্রীচৈতন্য মহাপ্রভুর শৈশব-বাল্য-কৈশোর লীলার বর্ণনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব কতখানি তা বুঝিয়ে দাও।
• "অতএব তীর্থ নয় তোমার সমান।
তীর্থের পরম তুমি মঙ্গল প্রধান।।"
কে, কাকে কখন এই উক্তিটি করেছেন? আলোচনা করো।
•২০১৯•
১) চৈতন্য ভাগবত এর আদি খন্ড অবলম্বনে হরিদাসের চরিত্র ও মাহাত্ম্য বর্ণনা করো।
২) চৈতন্যভাগত এর আদি খন্ড অনুসরণে গৌরাঙ্গ অবতরণের হেতু এবং তৎকালীন নবদ্বীপের অবস্থার পরিচয় দাও।
• "শ্রীধর বলেন আমি খোলা বেচে খাই।
ইহাতে কি দিব তাহা বলহ গোসাঞি।।"
শ্রীধর কে? তিনি কার উদ্দেশ্যে এ কথা বলেছেন? প্রসঙ্গ নির্দেশ করো।
•২০১৮•
১) চৈতন্য ভাগবত এর আদি খন্ডের দশম অধ্যায় বিষ্ণুপ্রিয়ার পরিচয় বর্নন অংশটির পরিচয় দাও। প্রসঙ্গত, বিষ্ণুপ্রিয়া চরিত্র বর্ণনে বৃন্দাবন দাসের দক্ষতা বিচার করো।
২) চৈতন্য ভাগবতের আদি খন্ড অনুসরণে চৈতন্য চরিত্রের পরিচয় দাও।
• "নামমাত্র ভেদ কহে হিন্দুরে যবনে।
পরমার্থে এক কহে কোরানে পুরাণে।।"
কে, কাকে এ কথা বলেছে? উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো।
Comments
Post a Comment