ধ্বনিতত্ত্ব থেকে পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার (Here are some multiple-choice questions (MCQs) on Phonetics (ধ্বনিতত্ত্ব), along with their Below questions are very Important for Examination)
১) বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে?
ক) ৪৯টি
খ) ৫০টি
গ) ৫১টি
ঘ) ৫২টি
উত্তর: খ) ৫০টি
২) স্পর্শবর্ণের সংখ্যা কয়টি?
ক) ২৫টি
খ) ২০টি
গ) ১৫টি
ঘ) ১০টি
উত্তর: ক) ২৫টি
৩) বাংলা স্বরবর্ণ কয়টি?
ক) ৭টি
খ) ৮টি
গ) ৯টি
ঘ) ১১টি
উত্তর: ঘ) ১১টি
৪. নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ?
ক) ক
খ) ং
গ) চ
ঘ) ট
উত্তর: খ) ং
৫) 'অ' ধ্বনির উচ্চারণ স্থান কোনটি?
ক) ওষ্ঠ্য
খ) কণ্ঠ্য
গ) তালব্য
ঘ) মূর্ধন্য
উত্তর: খ) কণ্ঠ্য
৬) কোনটি ঘোষ বর্ণ?
ক) ক
খ) চ
গ) গ
ঘ) ট
উত্তর: গ) গ
৭) কোনটি অঘোষ বর্ণ?
ক) জ
খ) ড
গ) প
ঘ) ভ
উত্তর: গ) প
৮) কোনটি অল্পপ্রাণ বর্ণ?
ক) খ
খ) ঘ
গ) চ
ঘ) ঝ
উত্তর: গ) চ
৯) কোনটি মহাপ্রাণ বর্ণ?
ক) ক
খ) গ
গ) ছ
ঘ) জ
উত্তর: গ) ছ
১০) বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৭টি
ঘ) ৮টি
উত্তর: গ) ৭টি
১১) ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) ফলা
খ) কার
গ) মাত্রা
ঘ) রেফ
উত্তর: ক) ফলা
১২) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) ফলা
খ) কার
গ) মাত্রা
ঘ) রেফ
উত্তর: খ) কার
১৩) নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি?
ক) র
খ) ল
গ) ড়
ঘ) য়
উত্তর: খ) ল
১৪) 'শ', 'ষ', 'স' - এই তিনটি কোন ধরনের ধ্বনি?
ক) উষ্ম ধ্বনি
খ) স্পর্শ ধ্বনি
গ) নাসিক্য ধ্বনি
ঘ) কম্পিত ধ্বনি
উত্তর: ক) উষ্ম ধ্বনি
১৫) বাংলা বর্ণমালায় মোট কয়টি উষ্ম বর্ণ আছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: গ) ৪টি (শ, ষ, স,
১৬) জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনি কোনটি?
ক) ত
খ) প
গ) ক
ঘ) চ
উত্তর: গ) ক
১৭)দন্ত্য ধ্বনি কোনটি?
ক) ক
খ) চ
গ) ত
ঘ) প
উত্তর: গ) ত
১৮) নাসিক্য ব্যঞ্জনধ্বনি কোনগুলি?
ক) ক, খ, গ
খ) ঙ, ঞ, ণ, ন, ম
গ) চ, ছ, জ
ঘ) ট, ঠ, ড
উত্তর: খ) ঙ, ঞ, ণ, ন, ম
১৯) কোনগুলো কম্পিত ধ্বনি?
ক) ল
খ) র
গ) য়
ঘ) ব
উত্তর: খ) র
২০) কোনটি তাড়িত ধ্বনি?
ক) র
খ) ল
গ) ড়, ঢ়
ঘ) য়
উত্তর: গ) ড়, ঢ়
২১) কোনটি পরাশ্রয়ী বর্ণ?
ক) ং
খ) ঃ
গ) ঁ
ঘ) উপরের সবগুলি
ঘ) উপরের সবগুলি
২২) 'অ' ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায় কোন শব্দে?
ক) বন
খ) মন
গ) ফল
ঘ) অত্যন্ত
উত্তর: ঘ) অত্যন্ত (এখানে 'অ' এর উচ্চারণ অনেকটা 'অ্যা' এর মতো হয়)
২৩) 'অ' ধ্বনির সংবৃত উচ্চারণ পাওয়া যায় কোন শব্দে?
ক) বন (এখানে 'অ' এর উচ্চারণ 'ও'-এর মতো হয়)
খ) শত
গ) ফল
ঘ) কলম
সঠিক উত্তর: ক) বন
২৪) বাংলা বর্ণমালায় মোট কয়টি অঘোষ বর্ণ আছে?
ক) ১০টি
খ) ১২টি
গ) ১৪টি
ঘ) ১৬টি
উত্তর: গ) ১৪টি প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ এবং শ,ষ,স ঃ(বিসর্গ)।
২৫). কোনটি তালব্য ধ্বনি?
ক) ট
খ) ত
গ) চ
ঘ) ক
উত্তর: গ) চ
২৬) কণ্ঠ্য-তালব্য ধ্বনি কোনটি?
ক) ই
খ) এ
গ) উ
ঘ) ও
উত্তর: খ) এ (এবং ঐ)
২৭) কণ্ঠ্য-ওষ্ঠ্য ধ্বনি কোনটি?
ক) আ
খ) ই
গ) উ
ঘ) ও
উত্তর: ঘ) ও (এবং ঔ)
২৮) কোন স্বরধ্বনিটি জিভের উচ্চতা ও সম্মুখতার দিক থেকে উচ্চ-সম্মুখ স্বরধ্বনি?
ক) আ
খ) ই
গ) উ
ঘ) এ
উত্তর: খ) ই
২৯) কোন ধ্বনিটি উচ্চারণ করার সময় ফুসফুস-তাড়িত বাতাস সরাসরি বাইরে বেরিয়ে আসে?
ক) স্বরধ্বনি
খ) ব্যঞ্জনধ্বনি
গ) নাসিক্য ধ্বনি
ঘ) পার্শ্বিক ধ্বনি
উত্তর: ক) স্বরধ্বনি
৩০) ধ্বনিবিজ্ঞান অনুসারে, বর্ণ কী?
ক) ধ্বনির লিখিত রূপ
খ) ধ্বনির উচ্চারিত রূপ
গ) ধ্বনির মৌখিক রূপ
ঘ) ধ্বনির অর্থপূর্ণ রূপ
উত্তর: ক) ধ্বনির লিখিত রূপ।
৩১) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
উত্তর: গ. ৭টি (অ, আ, ই, উ, এ, ও, অ্যা)
৩২) কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না?
ক. ব্যঞ্জনধ্বনি
খ. স্বরধ্বনি
গ. অঘোষ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি
উত্তর: খ. স্বরধ্বনি
৩৩) ধ্বনির প্রতীককে কী বলা হয়?
ক. শব্দ
খ. বাক্য
গ. বর্ণ
ঘ. ভাষা
উত্তর: গ. বর্ণ
৩৪) ধ্বনি সৃষ্টির কারখানা কোনটি?
ক. ফুসফুস
খ. গলনালি
গ. বাগযন্ত্র
ঘ. বাকপ্রত্যঙ্গ
উত্তর: গ. বাগযন্ত্র
৩৫) জিভের সামনের অংশ ও ওপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. দন্তমূলীয় ধ্বনি
খ. জিহ্বামূলীয় ধ্বনি
গ. তালব্য ধ্বনি
ঘ. ওষ্ঠ্য ধ্বনি
উত্তর: ক. দন্তমূলীয় ধ্বনি
৩৬) জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. জিহ্বামূলীয় ধ্বনি
খ. তালব্য ধ্বনি
গ. দন্ত্য ধ্বনি
ঘ. মূর্ধন্য ধ্বনি
উত্তর: ক. জিহ্বামূলীয় ধ্বনি
৩৭) কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক. স্বরধ্বনি
খ. ব্যঞ্জনধ্বনি
গ. মৌলিক ধ্বনি
ঘ. যৌগিক ধ্বনি
উত্তর: খ. ব্যঞ্জনধ্বনি
৩৮) পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়—এরূপ স্বরধ্বনিকে কী বলে?
ক. মৌলিক স্বর
খ. যৌগিক স্বর
গ. দ্বি-স্বর
ঘ. স্বরসংগতি
উত্তর: খ. যৌগিক স্বর
৩৯) বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?
ক. ৫০টি
খ. ৫২টি
গ. ৪৬টি
ঘ. ৪৮টি
উত্তর: ক. ৫০টি (১১টি স্বরবর্ণ + ৩৯টি ব্যঞ্জনবর্ণ)
৪০) 'শ, ষ, স' এই তিনটি ধ্বনিকে কী বলা হয়?
ক. উষ্ম ধ্বনি
খ. পার্শ্বিক ধ্বনি
গ. তাড়নজাত ধ্বনি
ঘ. কম্পিত ধ্বনি
উত্তর: ক. উষ্ম ধ্বনি
৪১). যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে, তাকে কী ধ্বনি বলা হয়?
ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি
উত্তর: গ. অল্পপ্রাণ ধ্বনি
৪২.) যে ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়, তাকে কী বলে?
ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি
উত্তর: ক. ঘোষ ধ্বনি
৪৩.) কোনটি পরাশ্রয়ী ধ্বনি?
ক. ং
খ. ঁ
গ. ঃ
ঘ. উপরের সবগুলো
উত্তর: ঘ. উপরের সবগুলোং, ঃ, ঁ
৪৪. ) বাংলা বর্ণমালায় স্পর্শবর্ণের সংখ্যা কয়টি?
ক. ২০টি
খ. ২৫টি
গ. ৩০টি
ঘ. ৩৫টি
উত্তর: খ. ২৫টি (ক-বর্গ থেকে ম-বর্গ পর্যন্ত)
৪৫.) কোন ধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধা বা তালুর উঁচু অংশে স্পর্শ করে?
ক. কণ্ঠ্য ধ্বনি
খ. তালব্য ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি
ঘ. দন্ত্য ধ্বনি
উত্তর: গ. মূর্ধন্য ধ্বনি
Comments
Post a Comment