প্রফেসর শঙ্কু ও রোবু গল্পের পরীক্ষার উপযোগী ব্যাখ্যামূলক প্রশ্নাবলী (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার বাংলা মাইনর)।
১)"প্রফেসর শঙ্কু ও রোবু" গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
২) গল্পে রোবু চরিত্রটির ক্রমবিকাশ আলোচনা করো। রোবুর বিভিন্ন আচরণ ও বৈশিষ্ট্য তুলে ধরো।
৩) প্রফেসর শঙ্কু চরিত্রটি কীভাবে একজন আদর্শ বিজ্ঞানী হিসেবে এই গল্পে উপস্থাপিত হয়েছে?
৪) "প্রফেসর শঙ্কু ও রোবু" গল্পের মূল বিষয়বস্তু বা ভাববস্তু বিশ্লেষণ করো। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যন্ত্রমানবের সম্ভাবনা নিয়ে আলোচনা করো।
৫) সত্যজিৎ রায় কীভাবে এই গল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির নৈতিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন – তা আলোচনা করো।
৬) গিরিডির পরিবেশ এবং শঙ্কুর গবেষণাগার - এই গল্পের পটভূমি হিসেবে কতটা গুরুত্বপূর্ণ, তা ব্যাখ্যা করো।
৭) রোবু কি নিছকই একটি যন্ত্র, নাকি তার মধ্যে প্রাণের স্পন্দন ছিল? তোমার যুক্তিসহ আলোচনা করো।
৮)গল্পে প্রফেসর পমারের চরিত্রটি কী ভূমিকা পালন করেছে? তার সাথে শঙ্কুর মতপার্থক্যগুলি উল্লেখ করো।
Comments
Post a Comment