সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু র গল্পগুচ্ছের 'প্রফেসর শঙ্কু ও গোলক-রহস্য' গল্পের মূল ভাববস্তু নিজের ভাষায় লেখো।
অথবা
বিজ্ঞানের সঠিক ব্যবহার, মানবিক মূল্যবোধ এবং অজানার প্রতি মানুষের চিরন্তন কৌতূহলকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে-আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার বাংলা মাইনর Unit -IV)
• আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে, প্রখ্যাত সাহিত্যিক সত্যজিৎ রায় রচিত 'প্রফেসর শঙ্কু ও গোলক-রহস্য'গল্পটি পাঠকের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে।আসলে এই গল্পটিতে, মানবতা ও প্রজ্ঞার জয় এবং বিজ্ঞানের অপব্যবহারের বিপদ সম্পর্কে লেখক এ সমাজকে সজাগ করতে বিশেষ ভূমিকা নিয়েছেন।আর সেই ভাবনার দৃষ্টিতে আমরা বলতে পারি যে-
গল্পটিতে প্রফেসর শঙ্কু একটি অদ্ভুত গোলকের রহস্য উন্মোচন করতে গিয়ে এমন এক ভিনগ্রহী সভ্যতার মুখোমুখি হন।আর সেখানে সেই সভ্যতা অত্যাধুনিক জ্ঞান ও প্রযুক্তির অধিকারী।তবে এই গোলকের মাধ্যমে তারা পৃথিবীর বুদ্ধিমান প্রাণীদের জ্ঞান সংগ্রহ করে। শুধু তাই নয়,একসময় সেই জ্ঞানকে নিজেদের স্বার্থে ব্যবহারও করে।আর সেখানে শঙ্কু বুঝতে পারেন যে, এই ভিনগ্রহীদের উদ্দেশ্য মহৎ নয়, বরং তারা পৃথিবীকে নিজেদের জ্ঞান আহরণের একটি উৎস হিসেবে ব্যবহার করতে চায়।আর সেখানে -
জ্ঞান ও প্রজ্ঞার গুরুত্বঃ গোলক রহস্যের গোলকটি পৃথিবীর বিভিন্ন জ্ঞানী মানুষের প্রজ্ঞা ও জ্ঞানকে ধারণ করে।যে জ্ঞান এ সমাজের মানব সভ্যতার অগ্রগতির প্রতীক।তবে-
বিজ্ঞানের নৈতিক ব্যবহারঃগোলক রহস্যের গোলকে ভিনগ্রহীরা বিজ্ঞানের অপব্যবহার করে নিজেদের উদ্দেশ্যকে সিদ্ধি করতে চায়। শুধু তাই নয়, এখানে শঙ্কুকে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করে।তবে গল্পের মাধ্যমে সত্যজিৎ রায় বৈজ্ঞানিক আবিষ্কারের নৈতিক দিক এবং এর দায়িত্বশীল ব্যবহারের ওপরে বিশেষভাবে জোর দিয়েছেন।আর সেখানে_
মানবতার শ্রেষ্ঠত্বঃ আলোচ্য গল্পে আমরা দেখতে পাই ,চরম বিপদ সত্ত্বেও প্রফেসর শঙ্কু তার বুদ্ধি, সাহসিকতা এবং মানবিক মূল্যবোধের সাহায্যে ভিনগ্রহীদের অসৎ উদ্দেশ্য ব্যর্থ করে দেন। আর সেখানে এটি প্রমাণ করে যে, এটি নিছক প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নয়, বরং এর মানবিক মূল্যবোধই আসল শক্তি।আর সেকারণেই-
অজানাকে জানার তীব্র কৌতুহলঃ প্রফেসর শঙ্কুর চরিত্রটি অজানাকে জানার অদম্য কৌতূহল এবং গবেষণার প্রতি তার গভীর আগ্রহকে তুলে ধরে। আসলে 'গোলক রহস্য' গল্পটি কেবল একটি বিজ্ঞান কল্পকাহিনী নয়, এটি প্রকৃতপক্ষে বিজ্ঞানের সঠিক ব্যবহার, মানবিক মূল্যবোধ এবং অজানার প্রতি মানুষের চিরন্তন কৌতূহলকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
Comments
Post a Comment