West Bengal State University
B A. Programme 6th.Semester
Suggestion 2025(CBCS)
BNGGDSE04T-Bengali(DSE2)
১।
•••(২০২১)
••• সধবার একাদশী নাটকে সমকালীন সমাজ চিত্রের পরিচয় দাও।
• ‘এমন কর্ম আর করব না’ প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো ।
••• (২০২২) সধবার একাদশী নাটক অবলম্বনে নিমচাঁদ চরিত্রটি আলোচনা করো।
•• সমকালীন সমাজ জীবনের প্রতিচ্ছবি কিভাবে ‘এমন কর্ম আর করব না’ প্রহসনে প্রতিবিম্বিত হয়েছে আলোচনা কর
•••• (২০২৩)সধবার একাদশী প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো।
••• ‘এমন কর্ম আর করবো না’ প্রহসনে চিত্রিত অলীকবাবু চরিত্রটি আলোচনা কর
২)
(২০২১)
•••ঐতিহাসিক নাটক হিসেবে সিরাজদ্দৌলার নাটকের সার্থকতা বিচার করো ।
•••গিরিশচন্দ্র ঘোষের সিরাজদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রটি আলোচনা কর
(২০২২)
•গিরিশ ঘোষের সিরাজউদ্দৌলা নাটকের চিত্র ঘসেটি বেগম চরিত্রটি মূল্যায়ন করো।
•সিরাজউদ্দৌলার নাটকের সংগীতের ব্যবহার নাটোকাইনের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ হয়েছে তা আলোচনা করো।
(২০২৩)
••••গিরিশ ঘোষের সিরাজউদ্দৌলার নাটকটি ঐতিহাসিক নাটক হিসেবে কতখানি সার্থক হয়ে উঠেছে তা আলোচনা করো ।
•• গিরিশ ঘোষ এর সিরাজউদ্দৌলা নাটকে জহুরা চরিত্রটি গুরুত্ব বিচার করো
৩।
(২০২১)••চন্ডালিকা নাটকটির মূল উৎস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নাটকটি মূলের প্রকৃত অনুসরণ কিনা তা বুঝিয়ে দাও।
•••চন্ডালিকা নাটকে ‘প্রকৃতি’ চরিত্র কতখানি সার্থক হয়েছে তা আলোচনা কর।
(২০২২)
চণ্ডালিকা নাটকের নামকরণের সার্থকতা বিচার কর
চন্ডালিকা নাটকে প্রকৃতির মা এর চরিত্রটির ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।
(২০২৩)•••• চন্ডালিকা নাটকটির মূল উৎস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নাটকটির মূলে প্রকৃত অনুসরণ কিনা বুঝিয়ে দাও।
••••চন্ডালিকা নাটকের সংলাপ কতটা শিল্পসম্মত হয়েছে তা আলোচনা করো।
৪।
(২০২১)
•• কারাগার নাটকটির নামকরণ সার্থকতা বিচার করো।
•• কারাগার নাটকের চন্দনা চরিত্রের গুরুত্ব আলোচনা করো।
(২০২২)
•কারাগার নাটকের নারী চরিত্র অংকনের নাট্যকার মন্মথ রায়ের কৃতিত্ব আলোচনা করো ।
•কারাগার নাটকে গানের ভূমিকা আলোচনা করো।
(২০২৩)
•••ক) কারাগার নাটকের কংস চরিত্রটির অভিনবত্ব বিচার করো।
•••খ) কারাগার নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো।
Comments
Post a Comment