'শেষের কবিতা '-উচ্চমাধ্যমিক ইউনিট টেষ্ট-২০২৫ বাংলা তৃতীয় সেমিস্টার
সময়ঃ ৩০ মিনিট। মানঃ ২০
১০টি প্রশ্নের উত্তর দিতে হবে ১×১০= ২০
১. 'সময়টা খুব সুবিধের নয়'- এখানে 'সুবিধের না' মানে কী?
(ক) খুব ভালো
(খ) খুব খারাপ
(গ) অনিশ্চিত
(ঘ) সহজ
উত্তরঃ
২) কবি তাঁর সঙ্গীকে কী করতে বলেন?
(ক) চলে যেতে
(খ) অপেক্ষা করতে
(গ) কাঁদতে
(ঘ) সব ভুলে যেতে
উত্তরঃ
৩. কবি কঠিন সময় পার করতে কী চান?
(ক) একা লড়াই করতে
(খ) সঙ্গীর সাহায্য নিতে
(গ) পালিয়ে যেতে
(ঘ) সময়ের ওপর নির্ভর করতে
উত্তরঃ
৪. কবি তাঁর সঙ্গীর হাত নিজের হাতে রাখতে বলেন কেন?
উত্তরঃ
৫. এই কবিতাটি কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা?
(ক) প্রকৃতি
(খ) সম্পর্কের বন্ধন
(গ) যুদ্ধ
(ঘ) সমাজ পরিবর্তন
উত্তরঃ
৬. কঠিন সময়ে কবি কী করতে চান?
৭. কবিতার মূল বার্তা কী?
(ক) জীবনের অনিশ্চয়তা
(খ) ভালোবাসার শক্তি
(গ) একাকীত্ব
(ঘ) দুঃখের প্রকাশ
উত্তরঃ
৮. কবি কীভাবে পরিস্থিতিকে বর্ণনা করেছেন?
উত্তরঃ-
৯. এই কবিতায় 'তার সঙ্গে' বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) কবির বন্ধু
(খ) কবির প্রিয়জন/সঙ্গী
(গ) কোনো অপরিচিত ব্যক্তি
(ঘ) প্রকৃতি
১০. কবিতার শেষে কবি কী আশা করেন?
উত্তরঃ
১১)তার সঙ্গে কবিতাটি বাংলায় অনুবাদ করেন-
উত্তরঃ
১২) কবিতাটিতে কোন যুদ্ধের সময় উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ
Comments
Post a Comment