"দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি" - এই উক্তিটি কে করেছেন ? ব্যাখ্যা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার দর্শন)।
আলোচ্য মন্তব্যটি আধুনিক পাশ্চাত্য দর্শনের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ স্পিনোজা করেছেন।
স্পিনোজার ব্যাখ্যাঃস্পিনোজার দর্শনকে সর্বেশ্বরবাদ বলা হয়, যেখানে ঈশ্বরকে প্রকৃতির থেকে আলাদা কোনো সত্তা হিসেবে দেখা হয় না, বরং ঈশ্বর ও প্রকৃতিকে একই জিনিস বলে মনে করা হয়। তার বিখ্যাত ল্যাটিন উক্তি হল- "Deus sive Natura", যার অর্থ "ঈশ্বর অথবা প্রকৃতি"। আসলে স্পিনোজার এই সমীকরণটি বুঝতে হলে তার "দ্রব্য" (Substance) ধারণাকে বোঝা প্রয়োজন:
স্পিনোজার মতে দ্রব্যঃস্পিনোজার মতে, দ্রব্য হল এমন এক সত্তা যা নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। এটি নিজেই নিজের কারণ এবং এর অস্তিত্বকে বোঝার জন্য অন্য কোনো ধারণার প্রয়োজন হয় না। এটি অসীম, একক এবং স্বয়ংসম্পূর্ণ। তার মতে, মহাবিশ্বে কেবল একটিই দ্রব্য আছে।
স্পিনোজার মতে ঈশ্বরঃ স্পিনোজা ঈশ্বরকে কোনো ব্যক্তিগত সত্তা হিসেবে দেখেননি যিনি জগত সৃষ্টি করেছেন এবং বাইরে থেকে নিয়ন্ত্রণ করেন। বরং, তার কাছে ঈশ্বর হলেন মহাবিশ্বের সকল কিছুর অন্তর্নিহিত সারসত্তা, সকল অস্তিত্বের মূল ভিত্তি। ঈশ্বর হলেন সেই অসীম, স্বয়ংসম্পূর্ণ দ্রব্য।
স্পিনোজার মতে প্রকৃতিঃ স্পিনোজার কাছে প্রকৃতি মানে শুধু আমাদের চারপাশে দেখা গাছপালা, পাহাড়-নদী নয়। তার কাছে প্রকৃতি হল সমগ্র মহাবিশ্ব, যা তার সকল নিয়মকানুন, কার্যকারণ এবং অভিব্যক্তিসহ বিদ্যমান। এই প্রকৃতিই হল সেই অসীম দ্রব্য, অর্থাৎ ঈশ্বর। আর সেখানে -
স্পিনোজা মনে করেন-ঈশ্বর প্রকৃতির বাইরে নন, বরং ঈশ্বরই প্রকৃতি। আমরা যা কিছু দেখি, যা কিছু অনুভব করি, যা কিছু ঘটে - সব কিছুই সেই এক ও অদ্বিতীয় দ্রব্যের প্রকাশ বা "মোড" (Modes)। অর্থাৎ, এই মহাবিশ্বের সকল বস্তু ও ঘটনা ঈশ্বরেরই ভিন্ন ভিন্ন রূপ। ঈশ্বর কোন দূরবর্তী শাসক নন, বরং তিনি মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি নিয়ম, প্রতিটি অস্তিত্বের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। তার কাছে, ঈশ্বর ও প্রকৃতি এক এবং অভিন্ন সত্তা।আর-
এই ধারণার মাধ্যমে স্পিনোজা প্রচলিত ধর্মীয় ঈশ্বরের ধারণা থেকে সরে এসে এক যুক্তিনির্ভর, প্রাকৃতিকতাবাদী ঈশ্বরকে উপস্থাপন করেন।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏
Comments
Post a Comment