বিশিষ্ট বচন বা প্রতিজ্ঞা(4th Semester)কী?(Singular Proposition) এই বচনের বৈশিষ্ট্যসহ গুরুত্ব আলোচনা করো
বিশিষ্ট বচন বা প্রতিজ্ঞা কী?(Singular Proposition) এই বচনের বৈশিষ্ট্যসহ গুরুত্ব আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার দর্শন মাইনর)।
•বিশিষ্ট বচন, যাকে একবচন প্রতিজ্ঞা নামেও অভিহিত করা হয়। আর এটি হলো এমন একটি বাক্য যা একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ধারণাকে উদ্দেশ্য করে কোনো কিছু প্রকাশ করে। অর্থাৎ- •এটি একটি বিবৃতি যা কেবলমাত্র একটি নির্দিষ্ট সত্তার সম্পর্কে কিছু বলে, কোনো সাধারণ শ্রেণী বা গোষ্ঠীর সম্পর্কে নয়। তবে এই ধরনের বচনের প্রধান বৈশিষ্ট্য হলো এর উদ্দেশ্য পদ একটি একক সত্তাকে নির্দেশ করে।আর এই উদ্দেশ্য পদটি সাধারণতঃ একটি বিশেষ্য পদ বা এমন একটি শব্দগুচ্ছ যা শুধুমাত্র একটি জিনিসকে বোঝায়। উদাহরণ হিসেবে বলা যায় যে -
•'সক্রেটিস জ্ঞানী।'এখানে সক্রেটিস একজন নির্দিষ্ট ব্যক্তি, যিনি কোনো সাধারণ মানুষের দল নয়। তাই এখানে এই বাক্যটি কেবল সক্রেটিসের জ্ঞান নিয়ে কথা বলছে।আবার-
•'এই টেবিলটি কাঠ দিয়ে তৈরি।' এখানে এই টেবিলটি একটি নির্দিষ্ট টেবিলকে নির্দেশ করছে, যা পৃথিবীর সব টেবিলকে বোঝায় না। আর এই প্রেক্ষিতে-
• যুক্তিশাস্ত্র এবং দর্শনে বিশিষ্ট বচনের একটি বিশেষ গুরুত্ব আছে। কারণ এটি সাধারণ বচন থেকে আলাদা। আসলে সাধারণ বচনগুলি কোনো শ্রেণীর সব সদস্য বা কিছু সদস্য সম্পর্কে কথা বলে।যেমন-
"মানুষ মরণশীল" বা "কিছু ফল মিষ্টি"। কিন্তু বিশিষ্ট বচন শুধুমাত্র একটি নির্দিষ্ট একককে কেন্দ্র করে তার সত্যতা বা মিথ্যাত্ব বিচার করে। তাই আমরা বলতে পারি -যখন কোনো বাক্য একটি নির্দিষ্ট জিনিসকে লক্ষ্য করে তার সম্পর্কে কোনো দাবি করে, তখন তাকে বিশিষ্ট বচন বলা হয়।
•বিশিষ্ট বা প্রতিজ্ঞা বচনের বৈশিষ্ট্য•
১) নির্দিষ্ট বিষয় একবচন প্রতিজ্ঞার মূল বৈশিষ্ট্যের বিষয়পদ একটি সুনির্দিষ্ট সত্তাকে নির্দেশ করে। যেমন সক্রেটিস, এই বইটি, ঢাকা, কলিকাতা ইত্যাদি।
২) বাচকঃ বাচক, এটি একটি বিষয়ের কোন গুণ বা বৈশিষ্ট্যকে বর্ণনা করে।
৩) সাধারণ বা সার্বিক নয়ঃ এটি সকল, কোন নয়, কিছু ইত্যাদি সার্বিক বা বিশেষ অর্থে হয় না। যেমন -"সক্রেটিস একজন দার্শনিক।"এখানে বিষয়পদ সক্রেটিস যা একজন নির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করে। তাই এই প্রতিজ্ঞাটি সত্য। আবার -
"আমার শিকারি ঘুমিয়ে আছে।"-এখানে আমার শিকারিটি একটি নির্দিষ্ট শিকারীকে বোঝানো হয়েছে। আর এই কারণে এটি কোন সাধারণ শিকারী নয়।
গুরুত্বঃ আমরা জানি কথ্যবিদ্যায় একবচন প্রতিজ্ঞার গুরুত্ব অপরিসীম। কারণ একই নির্দিষ্ট বা সত্তা সম্পর্কে আমাদের জ্ঞান প্রকাশ করতে সাহায্য করে। তাই এটি সার্বিক প্রতিজ্ঞা থেকে ভিন্ন।যা কোনো বিশেষ শ্রেণীর সদস্য বা কিন্তু সদস্যের সম্পর্কে আলোচনা করে।আর যার মাধ্যমে আমরা আমাদের চারপাশে বিদ্যমান একক বিষয় সম্পর্কে সুনির্দিষ্টভাবে কথা বলতে পারি।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏
Comments
Post a Comment