রামসার সম্মেলন সম্পর্কে যা জানো লেখো পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, দ্বাদশ শ্রেণী, তৃতীয় সেমিস্টার)।
•রামসার সম্মেলনঃরামসার সম্মেলন (Ramsar Convention) হলো জলাভূমি সংরক্ষণ ও তার সুন্দর চিরস্থায়ীভাবে ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। তবে এটি "জলাভূমি বিষয়ক কনভেনশন" নামেও পরিচিত। আসলে এর মূল উদ্দেশ্য হলো স্থানীয়, আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের সমস্ত জলাভূমিকে রক্ষা ও বুদ্ধিদীপ্ত উপায়ে ব্যবহার নিশ্চিত করা, যা বিশ্বব্যাপী চিরস্থায়ী উন্নয়নে অবদান রাখবে। আর সেই সম্মেলনের যে সকল তথ্য আমরা পাই সেগুলি হল-
•চুক্তি স্বাক্ষরের স্থান ও সময়ঃ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই শহরের নামানুসারেই এই সম্মেলনের নামকরণ করা হয়েছে রামসার আন্তর্জাতিক চুক্তি। আর এই চুক্তিটি কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ শে ডিসেম্বর। যেখানে-
•সদস্য রাষ্ট্রসমূহঃ রামসার আন্তর্জাতিক সম্মেলনে প্রথমে ১৫৮ রাষ্ট্র অংশগ্রহণ করেছিল। কিন্তু বর্তমানে বিশ্বের প্রায় ১৭০টিরও বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। অতঃপর-
•বিশ্ব জলাভূমি দিবসঃ রামসার সম্মেলন থেকে সিদ্ধান্ত প্রীতি হয় যে, প্রতি বছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালিত হবে। যা আজও জলাভূমি দিবস হিসেবে পালিত হয় গোটা বিশ্বে। আর সেই দিবসটি জলাভূমি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ায়।যার-
•লক্ষ্যঃ বিশ্বের জলাভূমিগুলি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জল সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, ভূগর্ভস্থ জল সঞ্চয় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আর সেই হিসেবে রামসার কনভেনশনের প্রধান লক্ষ্য হলো এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রগুলির অবক্ষয় রোধ করা এবং তাদের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা।আর সেখানে-
•রামসার সাইটঃ জলাভূমি চুক্তির অধীনে আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমিগুলিকে 'রামসার সাইট' হিসেবে চিহ্নিত করা হয়। সেখানে আর এই সাইটগুলি সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট দেশগুলি দায়বদ্ধ থাকে।আসলে রামসার সম্মেলন হলো জলাভূমি এবং চুক্তি স্বাক্ষরিত রাষ্ট্রগুলির মধ্যে বসবাসকারী জীববৈচিত্র্যের সংরক্ষণ ও বুদ্ধিদীপ্ত ব্যবহারের জন্য একটি বৈশ্বিক অন্যতম উদ্যোগ।
Comments
Post a Comment