বাংলা চতুর্থ সেমিস্টার এর প্রশ্নপত্র
West Bengal State University.
•Second Semester• BENGALI MINOR SUGGESTION-2025
একক-১ •শজারুর কাঁটা•
ক) গোয়েন্দা কাহিনী হিসেবে শজারুর কাটা উপন্যাসটির বিশেষত্ব নিরুপন করো।২০,
*** • প্রতিহিংসায় জর্জরিত হয়ে মানুষ কতটা হিংস্র ও ভয়ংকর হয়ে উঠেছে 'শজারুর কাঁটা' উপন্যাসের কাহিনী অনুসরণে তা আলোচনা করো।২০,
*** • শজারুর কাঁটা উপন্যাসটিতে দেবাশীষ চরিত্রটির বিশেষত্ব আলোচনা করো।২১,
• "দারিদ্র্যের আবহাওয়ায় এই দুটো রিপু তাকে প্রকৃতিস্থ থাকতে দেয়নি।"-'শজারুর কাঁটা' অবলম্বনে মানুষটির প্রকৃতিস্থ অবস্থার পরিচয় দাও।২১,
*** •শজারুর কাঁটা উপন্যাসে দীপা চরিত্রটি আপাতত দৃষ্টিতে স্বার্থপর বলে মনে হলেও শেষ পর্যন্ত তার উত্তরণ ঘটেছে, বিষয়টি আলোচনা করো।২২,
*** • গোয়েন্দা কাহিনী হিসেবে 'শজারুর কাঁটা' উপন্যাসটির বিশেষত্ব নিরূপণ করো।২২,
একক-২• মঙ্গল গ্রহে ঘনাদা •
গ)*** বাংলা সাহিত্যের জনপ্রিয় একটি কাল্পনিক চরিত্র 'ঘনাদা' তোমার পাঠ্য মঙ্গল গ্রহে ঘনাদা গ্রন্থটি অবলম্বনে তার পরিচয় দাও।20,
• "এমন এক অভিজ্ঞতার ভাগীদার হতে যাচ্ছি পৃথিবীর মানুষের যা কল্পনার বাইরে"- বক্তার অভিজ্ঞতার বর্ণনা দাও।20,
*** • 'মঙ্গল গ্রহে ঘনাদা' কি জাতীয় রচনা তা আলোচনা করে বুঝিয়ে দাও।২১,
*** • মঙ্গল গ্রহে ঘনাদা উপন্যাসে মঙ্গল গ্রহের যে বর্ণনা ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় লেখো।২১,
• ঘনাদাকে শিক্ষা দেওয়ার জন্য কারা ফন্দী এঁটেছিল? অতঃপর কি কাণ্ড হয়েছিল- আলোচনা করো।২২,
*** • 'মঙ্গল গ্রহে ঘনাদা' গ্রন্থটিতে প্রেমেন্দ্র মিত্র কল্পনা এবং বিজ্ঞানের সমন্বয় কিভাবে ঘটিয়েছেন তা গ্রন্থ অবলম্বনে আলোচনা করো।২২,
একক-৩ • ব্যোমযাত্রীর ডায়েরী •
ঙ) প্রফেসর শঙ্কু ব্যোমযাত্রীর ডায়েরি-র মধ্যে নিজের বিজ্ঞানচর্চা আর অভিযানের কথা লিখেছেন। অভিযানের সূত্র ধরে সাধনমগ্ন অথচ সামান্য খ্যাপাটে বাঙালি বিজ্ঞানীটির পরিচয় দাও।২০,
• প্রফেসর শঙ্কু গোলক রহস্যের সমাধান কিভাবে করেছিলেন তা আলোচনা করো।২০,
*** • 'প্রফেসর শঙ্কু ও ম্যাকাও' গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর গবেষণার ঘনিয়ে আসার সংকট ও সংকট উত্তরণের কাহিনীটি লেখো।২১,
*** • 'প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য' গল্পে গোলকের রহস্য সমাধান কিভাবে হয়েছিল তা আলোচনা করো।২১,
*** • 'প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য' গল্পে গোলকের রহস্য সমাধান করতে নেমে প্রফেসর কিভাবে রহস্য উদঘাটন করেছিলেন-তা আলোচনা করো।২২,
*** • প্রফেসর শঙ্কু কিভাবে 'শঙ্কু ও আদিম মানুষ' গল্পে আদিম মানুষের রহস্যের সমাধান করেছিলেন, তা আলোচনা করো।২২
একক-৪ • সিড়ি ভেঙ্গে ভেঙ্গে •
ছ) *** শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙ্গে উপন্যাসটি আসলে মানুষের কামনা-বাসনা অহংকার ও পাশবিকতার এক দুর্দান্ত দলিল- আলোচনা করো।২০,
*** • সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটির নামকরণের সার্থকতা বিচার করো।২০,
*** • শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'সিঁড়ি ভেঙে ভেঙে' উপন্যাসটি বর্তমান জটিল জীবনের এক বিশ্বস্ত দলিল- আলোচনা করো।২১,
• শিখা ও রীনা চরিত্রের তুলনামূলক আলোচনা করো।২০২১,
• 'সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে' উপন্যাসটির নামকরণের ব্যঞ্জনা বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। ২২
*** • "অহংবোধই ছিল তার করুণ পরিণতির কারণ"- কোন চরিত্র সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে? সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে উপন্যাসটির উক্ত চরিত্রটির বিশ্লেষণ করো।২২
Comments
Post a Comment