•মেঘনাদবধ কাব্য•
২০২০
১) প্রাচ্য ও পাশ্চাত্য পূরাণ ও সাহিত্যে কবি মধুসূদন দত্তের সাবলীল পদ সঞ্চার কিভাবে মেঘনাদবধ কাব্যকে সমৃদ্ধ করেছে তা আলোচনা করো।
•মেঘনাদবধ কাব্য-এ চতুর্থ সর্গের সংযোজন কতটা শিল্পসম্মত হয়েছে তা- বিশ্লেষণ করো।
২০২১)
১) মেঘনাদবধ কাব্য-র প্রথম সর্গ অবলম্বনে চিত্রাঙ্গদা চরিত্রের শিল্পগত সার্থকতা আলোচনা করো।
• প্রাচীন মহাকাব্যকে উৎস হিসেবে গ্রহণ করলেও উনিশ শতকীয় নবজাগরণের চেতনায় 'মেঘনাদবধ কাব্য' উজ্জ্বল।- প্রথম সর্গ থেকে ষষ্ঠ সর্গ অবলম্বনে মন্তব্যটির যথার্থ বিচার করো।
২০২২)
১) প্রেমই প্রমীলাকে বীরঙ্গনা করেছে'-মেঘনাদবধ কাব্য-এর তৃতীয় সর্গ অবলম্বনে মন্তব্যটির যাথার্থ্য বিচার করো।
• মেঘনাদবধ কাব্য-এর ষষ্ঠ সর্গের নাম কি ?এই নামকরণ যথার্থ হয়েছে কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো।
২০২৩)
১) মেঘনাদবধ কাব্যের নায়ক কে? এ বিষয়ে তোমার সুচিন্তিত মতামত ব্যক্ত করো।
• মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গের নামকরণের সার্থকতা বিচার করো।
২০২৪)
১) মেঘনাদবধ কাব্যে চতুর্থ সর্গের সংযোজন কতখানি শিল্পসম্মত হয়েছে তা বিশ্লেষণ করো।
• "প্রেমই প্রমিলাকে বীরাঙ্গনা করেছে "-মেঘনাদবধ কাব্যে তৃতীয় সর্গ অবলম্বনে মন্তব্যটির যথার্থ বিচার কর
••••••••√√√√••••••••√√√√√√√√••••••••••
•একক-২• সঞ্চয়িতা -রবীন্দ্রনাথ ঠাকুর।
২০২০
১) কালিদাসের প্রাচীন সৌন্দর্যময় জগতে কবির স্বপ্নপ্রয়াণ 'কল্পনা' কাব্যের 'স্বপ্ন' নামের কবিতাটি আলোচনা করো।
•'বৃক্ষবন্দনা' কবিতা অনুসরণে রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনার পরিচয় দাও
২০২১
১) 'চঞ্চলা' কবিতাটিতে গতিচেতনার অভিব্যক্তি কীভাবে কাব্যরূপ লাভ করেছে, তা বিশ্লেষণ করো।
• "জয়োদ্বত প্রবল সাম্রাজ্যবাদীরা মানব ইতিহাস রচনা করেন না, করে কর্মমুখর চলমান জনতা।"-'ওরা কাজ করে' কবিতায় রবীন্দ্রনাথ এই সত্য কীভাবে উপস্থাপিত করেছেন আলোচনা করো।
২০২২
১) 'যেতে নাহি দিব' কবিতায় জীবন প্রীতির সাথে বিরহচেতনার যে দ্বন্দ্ব উপস্থাপিত হয়েছে,তার স্বরূপ বুঝিয়ে দাও।
• 'তুমি বৃক্ষ, আদি প্রাণ'-এই উচ্চারণ রবীন্দ্রনাথের কোন কবিতায় আছে? বৃক্ষকে যুগযুগান্তরের প্রতিনিধি হিসেবে এই কবিতায় যেভাবে আখ্যায়িত করা হয়েছে, তা কবিতাটি অবলম্বনে ব্যাখ্যা করো।
২০২৩)
১) রবীন্দ্রনাথ ঠাকুরের 'মানসী' কাব্যের মেঘদুত কবিতাটি কালিদাসের মেঘদূত কাব্যের নবভাষ্য। আলোচনা করো।
• 'ভারততীর্থ' কবিতায় রবীন্দ্রনাথের দেশ ভাবনার যে অভিব্যক্তি প্রকাশিত হয়েছে, তা বিশ্লেষণ করো।
২০২৪)
১) 'যেতে নাহি দিব' কবিতাটি কীভাবে একটি সাধারন বাস্তব ঘটনাকে কেন্দ্র করে দার্শনিক উপলব্ধির স্তরে পৌঁছেছে তা আলোচনা করো।
• 'কল্পনা' কাব্যগ্রন্থের 'স্বপ্ন' কবিতাটি প্রাচীন ভারতের স্বল্প প্রয়াণ মন্তব্যটির গ্রহণযোগ্যতা বিচার করো।
••••••√√√√√√√••••••••√√√√√√••••••••
একক-৩ জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা
২০২০
১) 'শঙ্খমালা' কবিতায় রূপকথার আবহে বিষন্নতার সুর কীভাবে নিত্য সত্যে উত্তীর্ণ হয়েছে, তা আলোচনা করো।
✓• জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের কবিতাগুলিতে অঙ্কিত হয়েছে চিরন্তন বাংলার চেনা মুখের প্রতিকৃতি। এ মন্তব্যের আলোকে 'বাংলার মুখ দেখিয়াছি' কবিতাটির শিল্পরূপ বিচার করো।
২০২১
১) 'বোধ' কবিতায় কবি জীবনানন্দের মানসচেতনা কীভাবে অভিব্যক্ত হয়েছে সংক্ষেপে আলোচনা করো।
✓•'অদ্ভুত আঁধার এক' কবিতায় উপস্থাপিত অন্ধকারের স্বরূপ ব্যাখ্যা করে কবির দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।
২০২২
✓১) 'বনলতা সেন' কবিতা অবলম্বনে কবির প্রেমচেতনার গূঢ় স্বরূপ পর্যালোচনা করো।
• আরো এক বিপন্ন বিস্ময়/ আমাদের অন্তর্গত রক্তের ভিতরে/খেলা করে;- আট বছর আগের একদিন কবিতা অবলম্বনে এই বিপন্ন বিস্ময় কি তাৎপর্যে অন্বিত হয়ে উঠেছে, তা আলোচনা করো
২০২৩)
✓১) 'আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে'- কোন কবিতার অংশ? কবির ফিরে আসার আকাঙ্ক্ষা এই কবিতায় কীভাবে কাব্যরূপ লাভ করেছে তার পরিচয় দাও।
✓• 'এই পথে আলো জ্বেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে...' গভীর আশাবাদ এবং জন্মান্তরবাদ কীভাবে অন্তহীন অন্বেষণের পথে ক্রমমুক্তি ঘটাবে, 'সুচেতনা' কবিতাটি অবলম্বনে ব্যাখ্যা করো।
২০২৪)
১) কবি জীবনানন্দ দাশের কবিতায় আছে বোধের ভেতর অন্য এক 'বোধ', যা কাজ করে চলে নিভৃতে, সংগোপনে।- 'বোধ' কবিতাটি অনুসরণে আধুনিক জটিল মন ও মননের স্বরূপ বিশ্লেষণ করো।
✓• 'অদ্ভুত আঁধার এক' পটভূমি প্রেক্ষিত ও ব্যাপ্তির উল্লেখ করে সভ্যতার সংকটকে কবি জীবনানন্দ দাশ 'অদ্ভুত আঁধার এক' কবিতায় কিভাবে আভাসিত করেছেন- তার পরিচয় দাও।
•••••••√√√√√√√π•••••••••√√√√√√√√√√
একক৪ একালের কবিতা সঞ্চয়ণ
২০২০
১) 'প্রচ্ছন্ন স্বদেশ' কবিতায় কবি বিষ্ণু দে কোন স্বদেশ সত্তার অনুসন্ধান করেছেন তা'- ব্যাখ্যা করো।
• কৃষ্ণ বসুর 'চাঁদ বণিকের ডিঙা' কবিতায় কীভাবে মনসামঙ্গল কাব্যের নবায়ন ঘটেছে, কবিতাটি বিশ্লেষণ করে তা বোঝাও।
২০২১
১) 'সুন্দর' কবিতা অবলম্বনে সৌন্দর্য সম্বন্ধে কবি সুভাষ মুখোপাধ্যায়ের বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।
• বাবরের প্রার্থনা কবিতায় ইতিহাসের প্রচ্ছদে সমকালীন জীবনসত্য কিভাবে প্রতিফলিত হয়েছে কবিতাটি অবলম্বনে আলোচনা করো।
২০২২)
১) অমিয় চক্রবর্তীর 'সঙ্গতি' কবিতা আশাবাদের ঝংকার- আলোচনা করো।
•'মালতিবালা বালিকা বিদ্যালয়' কবিতায় এক সাধারণ মেয়ের ট্রাজিক ভালোবাসার যে স্মৃতি রোমন্থন রয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করো।
২০২৩)
১) 'যযাতি' কবিতায় পুরাণ প্রসঙ্গকে কবি সুধীন্দ্রনাথ দত্ত কীভাবে আধুনিক যুগের তাৎপর্যে অন্বিত করে তুলেছেন তা বুঝিয়ে দাও।
• 'যেতে পারি কিন্তু কেন যাব? কবিতাটির মূলভাব বিশ্লেষণ করে কবিতাটিতে বিষন্ন আবহের ঊর্ধ্বে যে আশাবাদ ধ্বনিত হয়েছে তার পরিচয় দাও।
২০২৪)
১) বৈপরীত্য ও সমন্বয়ের ঐক্যসূত্র হিসেবে 'সংগতি' কবিতাটি কিভাবে শিল্প-সফল হয়ে উঠেছে, তা বিশ্লেষণ করো।
• কৃষ্ণ বসুর 'চাঁদ বণিকের ডিঙ্গা' কবিতায় কিভাবে মনসামঙ্গল কাব্যের নবায়ন ঘটেছে, কবিতাটি বিশ্লেষণ প্রসঙ্গে সে সম্পর্কে তোমার অভিমত দাও।
Comments
Post a Comment