বাংলা সাজেশন CC-8,2025 বাংলা অনার্স(CBCS ) চতুর্থ সেমিস্টার
••একক-১ (মেঘনাদবধ কাব্য, মধূসুদন দত্ত )••
১)
***••• মেঘনাদবধ কাব্যের প্রথম এবং ষষ্ঠ সর্গের নামকরণের সার্থকতা বিচার করো।
***•• মেঘনাদবধ কাব্যের নায়ক কে এ বিষয়ে তোমার সুচিন্তিত মতামত আলোচনা করো।
***•• প্রাচীন মহাকাব্যকে উৎস হিসেবে গ্রহণ করলেও উনিশ শতকীয় নবজাগরণের চেতনায় মেঘনাদবধ কাব্য উজ্জ্বল।- প্রথম সর্গ থেকে ষষ্ঠ সর্গ অবলম্বনে মন্তব্য যথার্থতা বিচার করো।
**•• প্রাচ্য ও পাশ্চাত্য পূরণ ও সাহিত্যে কবি মধুসূদন দত্তের সাবলীল পদসঞ্চার কিভাবে মেঘনাদবধ কাব্যকে সমৃদ্ধ করেছে তা আলোচনা করো।
•••মেঘনাদবধ কাব্যের চতুর্থ সর্গের সংযোজন কতখানি শিল্প-সম্মত হয়েছে তা বিশ্লেষণ করো।
•••"প্রেমই প্রমিলাকে বীরাঙ্গনা করেছে'-মেঘনাদবধ কাব্যের তৃতীয় স্বর্গ অবলম্বনে মন্তব্যটি যথার্থ বিচার করো।
••একক-২( সঞ্চয়িতা,রবীন্দ্রনাথ ঠাকুর)••
*** 'ভারততীর্থ' কবিতায় রবীন্দ্রনাথের দেশ ভাবনার যে অভিব্যক্তি প্রকাশিত হয়েছে, তা বিশ্লেষণ করো।
*** 'তুমি বৃক্ষ আদি প্রাণ'-এই উচ্চারণ রবীন্দ্রনাথের কোন কবিতায় আছে? বৃক্ষকে যুগ যুগান্তরের প্রতিনিধি হিসেবে এই কবিতার যেভাবে আখ্যায়িত করা হয়েছে, তা আলোচনা করো।
** রবীন্দ্রনাথ ঠাকুরের 'মানসী' কাব্যের মেঘদূত কবিতাটি কালিদাসের মেঘদুত কাব্যের নবভাষ্য। আলোচনা করো।
** "সাম্রাজ্যবাদীরা মানব ইতিহাস রচনা করেন না, করে কর্মমুখর চলমান জনতা"- 'ওরা কাজ করে' কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে এই সত্য উপস্থাপিত করেছেন তা আলোচনা করো।
••একক-৩ ( জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা )••
*** জীবনানন্দ দাশের 'সুচেতনা' কবিতাটি অবলম্বন করে দেখাও যে, গভীর আশাবাদ এবং জন্মান্তরবাদ কিভাবে এই কবিতায় প্রতিফলিত হয়েছে, তা আলোচনা করো।
*** 'বনলতা সেন' কবিতা অবলম্বনে কবির প্রেমচেতনার গূঢ় স্বরূপ পর্যালোচনা করো।
** 'আবার আসিব ফিরে' কবিতায় কবির ফিরে আসার আকাঙ্ক্ষা কীভাবে কাব্যরূপ লাভ করেছে, তার পরিচয় দাও।
** জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের কবিতাগুলিতে অঙ্কিত হয়েছে চিরন্তন বাংলার চেনা মুখের প্রতিকৃতি। এই মন্তব্যের আলোকে 'বাংলার মুখ দেখিয়াছি' কবিতাটির শিল্পরূপ বিচার করো।
••একক- ৪ ( একালের কবিতা সঞ্চয়ণ)••
১)*** 'যেতে পারি কিন্তু কেন যাব?' কবিতাটির মূলভাব বিশ্লেষণ করে কবিতাটিতে বিষন্ন অবহায়ের ঊর্ধ্বে যে আশাবাদ ধ্বনিত হয়েছে তার পরিচয় দাও।
*** 'মালতিবালা বালিকা বিদ্যালয়' কবিতায় এক সাধারণ মেয়ের ট্রাজিক ভালোবাসার যে স্মৃতি রোমন্থন হয়েছে, তার স্বরূপ ব্যাখ্যা করো।
** 'যযাতি' কবিতায় পুরাণ প্রসঙ্গকে কবি সুধীন্দ্রনাথ দত্ত কীভাবে আধুনিক যুগের তাৎপর্যে অন্বিত করে তুলেছেন, তা বুঝিয়ে দাও।
*** 'বাবরের প্রার্থনা' কবিতায় ইতিহাসের প্রচ্ছদে সমকালীন জীবনসত্য কিভাবে প্রতিফলিত হয়েছে, কবিতাটি অবলম্বনে আলোচনা করো।
২। যেকোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাওঃ (প্রতিটি উত্তরের শব্দ সংখ্যা অনুধধিক ১৫০) ৫×২=১০
ক) " ক্ষত বক্ষ স্থল মম, দেখ, নৃপমণি/ রিপু প্রহরণে; পৃষ্টে নাহি অস্ত্রলেখা।"- বক্তা কে কার প্রতি এই উক্তি প্রসঙ্গ উল্লেখ করো।
•
Comments
Post a Comment