West Bengal State University. Bengali Honours Suggestion. CBCS CC10/2025
4th Semester
একক-১
১) *** গীতিকাব্য কাকে বলে? গীতিকাব্যের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করে একটি সার্থক গীতিকাব্যের পরিচয় দাও।
• *** ট্রাজেডির স্বরূপ আলোচনা করো এবং বাংলা সাহিত্যের একটি সার্থক ট্রাজেডি নাটকের পরিচয় দাও।
• ** সাংকেতিক অথবা পৌরাণিক নাটক কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি উল্লেখ করে একটি সার্থক সাংকেতিক অথবা পৌরাণিক নাটকের পরিচয় দাও। পৌরাণিক নাটকের জনপ্রিয়তা হ্রাসের কারণ কি আলোচনা করো।
•** একান্ত নাটক বলতে কী বোঝো? বাংলা সাহিত্যের একটি সার্থক একাঙ্ক নাটকের পরিচয় দাও।
একক-২
১) *** মনস্তাত্ত্বিক অথবা ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য নিরূপণ করে একটি সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস অথবা ঐতিহাসিক উপন্যাসের পরিচয় দাও।
• ** ব্যক্তিগত ডায়েরি কিভাবে বহুজনের আস্বাদ্য হয়ে ওঠে? একটি সাহিত্য পদবাচ্য ডায়েরির বিষয়ে ও রীতি বিশ্লেষণ করে দেখাও।
• *** ছোটগল্পের বৈশিষ্ট্য আলোকপাত করে একটি সার্থক ছোটগল্পের পরিচয় দাও। অথবা পত্রসাহিত্য কাকে বলে? পত্রসাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য কী?
• * প্রবন্ধের শ্রেণীবিভাগ করে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য গুলি উদাহরণসহ আলোচনা করো।
একক-৩
১) *** সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা বিশ্লেষণ করে দেখাও।
• *** "কাব্যং গ্ৰাহ্যম্ অলঙ্কারাৎ।"-এই অভিমত কতদূর সঙ্গত তার আলোচনা করো।
• ** কবি যে কাব্যের মায়াজগৎ সৃষ্টি করেন তার কৌশল কী? প্রাবন্ধিক এই প্রশ্নের উত্তর তিনি যেভাবে দিয়েছেন তা আলোচনা করো।
•** 'কাব্য নির্মাণ কৌশলের তিন ভাগ ভাগ'-ভাগগুলি কী? প্রসঙ্গত ভাগগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে কিভাবে রস নিষ্পত্তি হয়, তা ব্যাখ্যা করো।
* ধ্বনিবাদের স্বরুপ পর্যালোচনা করে এর যৌক্তিকতার বিচার করো।
একক-৪
১) *** "সাহিত্যিই মানবহৃদয়ে সেই ধ্রুব অসীমর বিকাশ"- প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির যথার্থ বিচার করো।
*** "সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নহে ভাবের বিষয়"- সাহিত্যের সামগ্রী প্রবন্ধ অবলম্বনে বিষয়টি বিশ্লেষণ করো।
** "সাহিত্য সেই চিরস্থায়ীত্বের চেষ্টাই মানুষের প্রিয় চেষ্টা"- মন্তব্যটি ব্যাখ্যা করো।
*** "জগতের উপর মনের কারখানা বসিয়েছে এবং মনের উপর বিশ্বমনের কারখানা- সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি"- মন্তব্যটি ব্যাখ্যা করো।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏
Comments
Post a Comment