West Bengal State University. BENGALI MAJOR NEP 4th.Semester DS5 SUGGESTION 2024
--------------------------------•••----------------------------------------
একক-১ (মেঘনাদবধ কাব্য, মধুসূদন দত্ত)
-------------
১। ***মেঘনাদবধ কাব্যের প্রথম/ষষ্ঠ সর্গের নামকরণের সার্থকতা বিচার করো।
• ***মেঘনাদবধ কাব্যে চতুর্থ সর্গের কাব্যেপযোগিতা বা সংযোজন কতখানি শিল্পসম্মত হয়েছে তা আলোচনা করো।
• ***প্রেমই প্রমিলাকে বীরাঙ্গনা করেছে -মেঘনাদবধ কাব্যের তৃতীয় সর্গ অবলম্বনে মন্তব্যটির যথার্থতা বিচার করো।
• ** মেঘনাদবধ কাব্যের নায়ক কে? এ বিষয়ে তোমার সুচিন্তিত মতামত ব্যক্ত করো।
••একক-২•• (সঞ্চয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুর)
---------------------------------------------------------
২) *** ভারত তীর্থ কবিতায় রবীন্দ্রনাথের দেশ ভাবনার যে অভিব্যক্তি প্রকাশিত হয়েছে, তা আলোচনা করো।
*** • 'যেতে নাহি দিব' কবিতাটি কীভাবে একটি সাধারন বাস্তব ঘটনাকে কেন্দ্র করে দার্শনিক উপলব্ধির স্তরে পৌঁছেছে তা আলোচনা করো।
** •'তুমি বৃক্ষ আদিপ্রাণ'- এই উচ্চারণ রবীন্দ্রনাথের কোন কবিতায় আছে? বৃক্ষকে যুগ যুগান্তরের প্রতিনিধি হিসেবে এই কবিতায় যেভাবে আখ্যায়িত করা হয়েছে তা আলোচনা করো। অথবা
•'বৃক্ষবন্দনা'- কবিতা অনুসরণে রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনার পরিচয় দাও।
*** • কল্পনা কাব্যগ্রন্থের 'স্বপ্ন কবিতাটি প্রাচীন ভারতের স্বপ্ন প্রয়াণ'-মন্তব্যটির গ্ৰহণযোগ্যতা বিচার করো। অথবা ওরা কাজ করে কবিতায় কর্মমুখর চলমান জনতা কীভাবে ইতিহাস রচনা করেন তা আলোচনা করো।
••একক-৩••( জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা)
------------------------------------------------------------
৩) *** 'আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে'- কোন কবিতার অংশ? কবির ফিরে আসার আকাঙ্ক্ষা এই কবিতায় কীভাবে কাব্যরূপ লাভ করেছে তার পরিচয় দাও।
•*** সুচেতনা কবিতাটি অবলম্বন করে দেখাও যে, এই কবিতায় কবির গভীর আশাবাদ এবং জন্মান্তরবাদ কীভাবে অন্তহীন অন্বেষণের পথে ক্রমমুক্তি ঘটাবে?
• বনলতা সেন কবিতা অবলম্বনে কবির প্রেমচেতনার গূঢ় স্বরূপ পর্যালোচনা করো।
• *** অদ্ভুত আঁধার এক কবিতায় উপস্থাপিত অন্ধকারের স্বরূপ ব্যাখ্যা করে কবির দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।
• ** জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলিতে অঙ্কিত হয়েছে চিরন্তন বাংলার চেনা মুখের প্রতিকৃতি।এ মন্তব্যের আলোকে 'বাংলার মুখ দেখিয়াছি' কবিতাটি শিল্পরূপ বিচার করো।
• *** 'বোধ' কবিতাটি অনুসরণে আধুনিক জটিল মন ও মননের স্বরূপ বিশ্লেষণ করো।
•• একক-৪ ••(একালের কবিতা সঞ্চয়ী)
----------------------------------------------------
১) ***যেতে পারি কিন্তু কেন যাব? কবিতাটির মূলভাব বিশ্লেষণ করে কবিতাটিতে বিষন্ন আবহের ঊর্ধ্বে যে আশাবাদ ধ্বনিত হয়েছে তার পরিচয় দাও।
• ** 'মালতি বালা বালিকা বিদ্যালয়' কবিতায় এক সাধারণ মেয়ের ট্রাজিক ভালোবাসার যে স্মৃতি রোমন্থন হয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করো।
• *** 'যযাতি' কবিতায় পুরাণ প্রসঙ্গকে কবি সুধীন্দ্রনাথ দত্ত কীভাবে আধুনিক যুগের তাৎপর্যে অন্বিত করে তুলেছেন তা বুঝিয়ে দাও।
• *** অমিয় চক্রবর্তীর 'সঙ্গতি' কবিতা আশাবাদের ঝংকার- আলোচনা করো।
• *** কৃষ্ণা বসুর 'চাঁদ বণিকের ডিঙ্গা' কবিতায় কিভাবে মনসামঙ্গল কাব্যের নবায়ন ঘটেছে, কবিতাটি বিশ্লেষণ করে তার দেখাও।
***** দেখে যাবে -বাবরের প্রার্থনা, প্রচ্ছদ স্বদেশ কবিতা।
Comments
Post a Comment