West Bengal State University 4th Semester CC10, CBCS
২০২৩
১) গীতিকাব্য কাকে বলে? গীতিকাব্যের বৈশিষ্ট্য গুলি আলোচনা করে একটি সার্থক গীতিকাব্যের পরিচয় দাও।
• একাঙ্ক নাটক বলতে কি বোঝায়? বাংলা সাহিত্যের যেকোন একটি উল্লেখযোগ্য একাঙ্ক নাটকের পরিচয় দাও।
২০২৪
১) মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের সাধারণ বৈশিষ্ট্য গুলি উল্লেখ করে বাংলা ভাষায় রচিত একটি সাহিত্যিক মহাকাব্যের বিচার করো।
• ঐতিহাসিক নাটক কাকে বলে? বাংলা ভাষায় রচিত একটি সার্থক ঐতিহাসিক নাটকের পরিচয় দাও।
একক-১
১)
২০২২
১) মহাকাব্যের স্বরূপ ও বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর বাংলা ভাষায় একটি সার্থক সাহিত্যিক মহাকাব্যের পরিচয় দাও।
• সাংকেতিক নাটকের বৈশিষ্ট্য গুলি আলোচনা করে একটি সার্থক সাংকেতিক নাটকের পরিচয় দাও।
**•• ২০২১
১) গীতিকাব্য কাকে বলে? গীতিকাব্যের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক গীতিকাব্যের পরিচয় দাও।
• ট্রাজেডির স্বরূপ আলোচনা করো এবং বাংলা সাহিত্যের একটি সার্থক ট্রাজেডি নাটকের পরিচয় দাও।
২০২০
১) মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি বাংলা ভাষার একটি সার্থক সাহিত্যিক মহাকাব্যের আলোচনার মাধ্যমে দেখাও।
• পৌরাণিক নাটকের সংজ্ঞা লেখক বাংলা ভাষায় রচিত একটি পৌরাণিক নাটকের পরিচয় দাও। পৌরাণিক নাটকের জনপ্রিয়তা হ্রাসের কারণ কি?
২০২২ একক -২
১) রম্য রচনা স্বরূপ ও লক্ষণ গুলো উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক রম্য রচনার করো।
•ছোট গল্পের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করি বাংলা সাহিত্যের একটি সার্থক ছোট গল্পের পরিচয় দাও।
*** ২০২১
ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য নিরূপণ করো। একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো।
• পত্রসাহিত্য কাকে বলে? পত্রসাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য কী?
২০২০
১) ছোট গল্প কাকে বলে? ছোটগল্পের বৈশিষ্ট্য গুলি কি কি সেই বৈশিষ্ট্যের নিরিখে একটি স্বার্থক বাংলা ছোটগল্পের পরিচয় দাও।
• প্রবন্ধের শ্রেণীবিভাগ করে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো।
২০২৩)
১) ব্যক্তিগত ডায়েরি কিভাবে বহুজনের আস্বাদ্য হয়ে ওঠে? একটি সাহিত্য পদবাচ্য ডায়েরির বিষয় ও রীতি বিশ্লেষণ করো।
• মনস্তাত্ত্বিক উপন্যাসের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করে একটি সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাসের পরিচয় দাও।
২০২৪)
১) ব্যক্তিগত প্রবন্ধ ও রম্য রচনার তুলনামূলক আলোচনা করো।
• আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। এই বৈশিষ্ট্যের নিরিখে বাংলা ভাষায় রচিত একটি সার্থক আঞ্চলিক উপন্যাসের সার্থকতা বিচার করো।
একক-৩
১) ধ্বনিবাদের স্বরূপ পর্যালোচনা করে এর যৌক্তিকতার বিচার করো ।
• সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা বিশ্লেষণ করো।
*** ২০২১
১) "কাব্যং গ্ৰাহ্যম্ অলঙ্কারাৎ"-বিষয়টি আলোচনা করে বুঝিয়ে দাও।
• "রস হচ্ছে নিজের আনন্দময় সমৃদ্ধির আস্বাদরূপ একটি ব্যাপার"- আলোচনা করো
২০২০
১) কবি যে কাব্যের মায়াজগৎ সৃষ্টি করেন তার কৌশল কী?-প্রাবন্ধিক এই প্রশ্নের উত্তর তিনি যেভাবে দিয়েছেন তা আলোচনা করো।
• "যেখানে কাব্যের শব্দ ও অর্থ নিজেদের প্রাধান্য পরিত্যাগ করে ব্যঞ্জিত অর্থকে প্রকাশ করে পন্ডিতেরা তাকেই ধ্বনি বলেছেন।"- ধ্বনি বলতে পন্ডিতরা কি বুঝিয়েছেন তার লেখো।প্রসঙ্গত ধ্বনিবাদীরা যে সকল সাবধান বাণী শুনেছেন সেগুলি উল্লেখ করো।
২০২৩)
১) "কাব্যং গ্ৰাহ্যম্ অলঙ্কারাৎ।"-এই অভিমত কত দূর সঙ্গত এ বিষয়ে তোমার অভিমত দাও।
• 'কাব্য নির্মাণ কৌশলের তিন ভাগ'- ভাগগুলি কি কি? প্রসঙ্গত ভাগগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে কিভাবে রস নিষ্পত্তি হয়, ব্যাখ্যা করো।
২০২৪)
১) "রস হচ্ছে নিজের আনন্দময় সম্বিতের আস্বাদ রূপ একটি ব্যাপার।" রসের স্বরূপ ব্যাখ্যায় উক্তিটি কতদূর বিচার্য, তা লেখো।
• ধ্বনিবাদ বলতে কী বোঝো? ধ্বনি কিভাবে কাব্যের আত্মা হয়ে উঠতে পারে তা আলোচনা করো।
২০২২ একক-৪
১) "সাহিত্য সেই চিরস্থায়িত্বের চেষ্টাই মানুষের প্রিয় চেষ্টা" মন্তব্যটি ব্যাখ্যা করো।
• "... সাহিত্যের বিষয় মানবহৃদয় এবং মানবচরিত্র" প্রবন্ধটির শিরোনাম উল্লেখ করে রবীন্দ্রনাথের সাহিত্যাদর্শের প্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো।
২০২১
১) "জগতের উপর মনের কারখানা বসে আছে এবং মনের ওপরে বিশ্ব মনের কারখানা- সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি"--অংশটি কোন প্রবন্ধের অন্তর্গত বিষয়টি ব্যাখ্যা করো।
• "সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নহে, ভাবের বিষয়" সাহিত্যের সামগ্রী প্রবন্ধ অবলম্বনে বিষয়টি বিশ্লেষণ করো।
২০২০
১) "সাহিত্য ব্যক্তিবিশেষের নহ, তা রচয়িতার নহে, তাহা দৈববাণী।" আলোচনা করো।
• আগাগোড়া সমস্ত স্পষ্ট, সমস্ত পরিষ্কার, সে কেবল ব্যাকরণের নিয়মের মধ্যে থাকিতে পারে, কিন্তু প্রকৃতিতেও নাই, কাব্যেও নাই।"-উদ্ধৃতিটি কোন প্রবন্ধের অন্তর্গত? ব্যাকরণের নিয়মে স্পষ্টতা ও প্রকৃতি এবং কাব্যের নিয়মে অস্পষ্টতার কারণ বুঝিয়ে দাও।
২০২৩)
১) "জগতের উপর মনের কারখানা বসিয়াছে এবং মনের উপর বিশ্বমনের কারখানা- সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি"- মন্তব্যটি ব্যাখ্যা করো।
• "সাহিত্যই মানবহৃদয়ে সেই ধ্রুব অসীমের বিকাশ"-প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির যাথার্থ বিচার করো।
২০২৪)
১) "অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে বিশ্বমানের এবং ক্ষনকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ।" বিষয়টি বিশ্লেষণ করো।
• "সাহিত্য ব্যক্তির বিশেষের নহে, তা রচয়িতার নহে, তাহা দৈববাণী।" উক্তিটির যথার্থতা বিচার করো।
Comments
Post a Comment