Skip to main content
West Bengal State University 4th Semester CC10, CBCS 

২০২৩
১) গীতিকাব্য কাকে বলে? গীতিকাব্যের বৈশিষ্ট্য গুলি আলোচনা করে একটি সার্থক গীতিকাব্যের পরিচয় দাও।

• একাঙ্ক নাটক বলতে কি বোঝায়? বাংলা সাহিত্যের যেকোন একটি উল্লেখযোগ্য একাঙ্ক নাটকের পরিচয় দাও।
২০২৪
১) মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের সাধারণ বৈশিষ্ট্য গুলি উল্লেখ করে বাংলা ভাষায় রচিত একটি সাহিত্যিক মহাকাব্যের বিচার করো।
• ঐতিহাসিক নাটক কাকে বলে? বাংলা ভাষায় রচিত একটি সার্থক ঐতিহাসিক নাটকের পরিচয় দাও।


একক-১

১) 
২০২২
১) মহাকাব্যের স্বরূপ ও বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর বাংলা ভাষায় একটি সার্থক সাহিত্যিক মহাকাব্যের পরিচয় দাও।

• সাংকেতিক নাটকের বৈশিষ্ট্য গুলি আলোচনা করে একটি সার্থক সাংকেতিক নাটকের পরিচয় দাও।
**•• ২০২১
১) গীতিকাব্য কাকে বলে? গীতিকাব্যের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক গীতিকাব্যের পরিচয় দাও।

• ট্রাজেডির স্বরূপ আলোচনা করো এবং বাংলা সাহিত্যের একটি সার্থক ট্রাজেডি নাটকের পরিচয় দাও।

২০২০
১) মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি বাংলা ভাষার একটি সার্থক সাহিত্যিক মহাকাব্যের আলোচনার মাধ্যমে দেখাও।
• পৌরাণিক নাটকের সংজ্ঞা লেখক বাংলা ভাষায় রচিত একটি পৌরাণিক নাটকের পরিচয় দাও। পৌরাণিক নাটকের জনপ্রিয়তা হ্রাসের কারণ কি?



২০২২ একক -২
১) রম্য রচনা স্বরূপ ও লক্ষণ গুলো উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক রম্য রচনার করো। 

•ছোট গল্পের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করি বাংলা সাহিত্যের একটি সার্থক ছোট গল্পের পরিচয় দাও।
*** ২০২১
ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য নিরূপণ করো। একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো।
• পত্রসাহিত্য কাকে বলে? পত্রসাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য কী?

২০২০
১) ছোট গল্প কাকে বলে? ছোটগল্পের বৈশিষ্ট্য গুলি কি কি সেই বৈশিষ্ট্যের নিরিখে একটি স্বার্থক বাংলা ছোটগল্পের পরিচয় দাও।
• প্রবন্ধের শ্রেণীবিভাগ করে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো।
২০২৩)
১) ব্যক্তিগত ডায়েরি কিভাবে বহুজনের আস্বাদ্য হয়ে ওঠে? একটি সাহিত্য পদবাচ্য ডায়েরির বিষয় ও রীতি বিশ্লেষণ করো।
• মনস্তাত্ত্বিক উপন্যাসের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করে একটি সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাসের পরিচয় দাও।
২০২৪)
১) ব্যক্তিগত প্রবন্ধ ও রম্য রচনার তুলনামূলক আলোচনা করো।
• আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। এই বৈশিষ্ট্যের নিরিখে বাংলা ভাষায় রচিত একটি সার্থক আঞ্চলিক উপন্যাসের সার্থকতা বিচার করো।



একক-৩
১) ধ্বনিবাদের স্বরূপ পর্যালোচনা করে এর যৌক্তিকতার বিচার করো ।

• সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা বিশ্লেষণ করো।

*** ২০২১
১) "কাব্যং গ্ৰাহ্যম্ অলঙ্কারাৎ"-বিষয়টি আলোচনা করে বুঝিয়ে দাও। 
• "রস হচ্ছে নিজের আনন্দময় সমৃদ্ধির আস্বাদরূপ একটি ব্যাপার"- আলোচনা করো 
২০২০
১) কবি যে কাব্যের মায়াজগৎ সৃষ্টি করেন তার কৌশল কী?-প্রাবন্ধিক এই প্রশ্নের উত্তর তিনি যেভাবে দিয়েছেন তা আলোচনা করো।
• "যেখানে কাব্যের শব্দ ও অর্থ নিজেদের প্রাধান্য পরিত্যাগ করে ব্যঞ্জিত অর্থকে প্রকাশ করে পন্ডিতেরা তাকেই ধ্বনি বলেছেন।"- ধ্বনি বলতে পন্ডিতরা কি বুঝিয়েছেন তার লেখো।প্রসঙ্গত ধ্বনিবাদীরা যে সকল সাবধান বাণী শুনেছেন সেগুলি উল্লেখ করো।
২০২৩) 
১) "কাব্যং গ্ৰাহ্যম্ অলঙ্কারাৎ।"-এই অভিমত কত দূর সঙ্গত এ বিষয়ে তোমার অভিমত দাও। 
• 'কাব্য নির্মাণ কৌশলের তিন ভাগ'- ভাগগুলি কি কি? প্রসঙ্গত ভাগগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে কিভাবে রস নিষ্পত্তি হয়, ব্যাখ্যা করো।

২০২৪)
১) "রস হচ্ছে নিজের আনন্দময় সম্বিতের আস্বাদ রূপ একটি ব্যাপার।" রসের স্বরূপ ব্যাখ্যায় উক্তিটি কতদূর বিচার্য, তা লেখো।
• ধ্বনিবাদ বলতে কী বোঝো? ধ্বনি কিভাবে কাব্যের আত্মা হয়ে উঠতে পারে তা আলোচনা করো।


২০২২ একক-৪

১) "সাহিত্য সেই চিরস্থায়িত্বের চেষ্টাই মানুষের প্রিয় চেষ্টা" মন্তব্যটি ব্যাখ্যা করো।
• "... সাহিত্যের বিষয় মানবহৃদয় এবং মানবচরিত্র" প্রবন্ধটির শিরোনাম উল্লেখ করে রবীন্দ্রনাথের সাহিত্যাদর্শের প্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো।

২০২১
১) "জগতের উপর মনের কারখানা বসে আছে এবং মনের ওপরে বিশ্ব মনের কারখানা- সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি"--অংশটি কোন প্রবন্ধের অন্তর্গত বিষয়টি ব্যাখ্যা করো।
• "সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নহে, ভাবের বিষয়" সাহিত্যের সামগ্রী প্রবন্ধ অবলম্বনে বিষয়টি বিশ্লেষণ করো।
২০২০
১) "সাহিত্য ব্যক্তিবিশেষের নহ, তা রচয়িতার নহে, তাহা দৈববাণী।" আলোচনা করো।
• আগাগোড়া সমস্ত স্পষ্ট, সমস্ত পরিষ্কার, সে কেবল ব্যাকরণের নিয়মের মধ্যে থাকিতে পারে, কিন্তু প্রকৃতিতেও নাই, কাব্যেও নাই।"-উদ্ধৃতিটি কোন প্রবন্ধের অন্তর্গত? ব্যাকরণের নিয়মে স্পষ্টতা ও প্রকৃতি এবং কাব্যের নিয়মে অস্পষ্টতার কারণ বুঝিয়ে দাও।

২০২৩)
১) "জগতের উপর মনের কারখানা বসিয়াছে  এবং মনের উপর বিশ্বমনের কারখানা- সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি"- মন্তব্যটি ব্যাখ্যা করো।
• "সাহিত্যই মানবহৃদয়ে সেই ধ্রুব অসীমের বিকাশ"-প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির যাথার্থ বিচার করো।
২০২৪)
১) "অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে বিশ্বমানের এবং ক্ষনকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ।" বিষয়টি বিশ্লেষণ করো।
• "সাহিত্য ব্যক্তির বিশেষের নহে, তা রচয়িতার নহে, তাহা দৈববাণী।" উক্তিটির যথার্থতা বিচার করো।

Comments

Popular posts from this blog

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...

ব্রিটিশ(3rd.Sem) পার্লামেন্টের সার্বভৌমত্ব

ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাস)। ব্রিটেনের সংবিধান অলিখিত বলে বিভিন্ন ঐতিহাসিক দলিল, শাসনতান্ত্রিক রীতিনীতি, পার্লামেন্ট প্রণীত আইন প্রভৃতির মাধ্যমে পার্লামেন্টের সার্বভৌমত্ব অর্জিত হয়েছে। ব্রিটেনের পার্লামেন্ট আইনানুগ সার্বভৌমত্ব অর্জন করেছে, রাজনৈতিক সার্বভৌমত্ব নয়। আর সেখানে আইনানুগ সার্বভৌমত্ব বলা হয়, কারণ-       যেকোনো বিষয়ে পার্লামেন্ট আইন প্রণনয়নের অধিকারী। এককেন্দ্রিক রাষ্ট্র হওয়ায় পার্লামেন্টে কোন আইন প্রণয়নের সময় প্রতিদ্বন্দ্বিতা হয় না। কমন্সসভা তথা নিম্নকক্ষের সার্বভৌমত্বকেই বলা হয় পার্লামেন্টের সার্বভৌমত্ব।     ••ব্রিটিশ পার্লামেন্টকে সার্বভৌমত্ব বলার কারণ- ১) পার্লামেন্টের ওপর আইনগত কোনরূপ বাধানিষেধ আরোপ করা যায় না। ২) পার্লামেন্ট প্রণীত আইনের বৈধতার ব্যাপারে আদালত কোন প্রশ্ন তুলতে পারেনা। ব্রিটেনের আদালত পার্লামেন্ট প্রণীত আইনের ওপর বিচার বিভাগীয় পর্যালোচনার দ্বারা সীমিত করতে পারে না। ৩) ব্রিটিশ পার্লামেন্টের আইন প্রণয়ন ক্ষমতার উপর শাসনবিভাগ অনুরূপ ন...

দর্শন প্রথম সেমিস্টার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

দর্শন প্রথম সেমিস্টার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, মাইনর সিলেবাস)  ১)চার্বাক মতে ভূত কয়টি ও কি কি? উত্তরঃচার্বাক মতে ভূত চারটি- ক্ষিতি, অপ্ , তেজ ও মরুৎ ২) স্বভাববাদ কী? উত্তরঃ চার্বাক জড়বাদের ভিত্তি হল স্বভাববাদ। যে মতবাদ অনুসারে স্বভাব থেকেই ভূত সৃষ্টি, আবার স্বভাব থেকেই বিচ্ছেদ। যার জন্য ঈশ্বরকে স্বীকার করা প্রয়োজন নেই। ৩) অব্যাপ্যদেশ কথাটির অর্থ লেখো। উত্তরঃ অব্যাপ্যদেশ বলতে বোঝায়- অশাব্দ অর্থাৎ যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। ৫) জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কাকে বলে?  কোন একটি ইন্দ্রিয়ের মাধ্যমে তার নিজের বিষয়ীভূত গুণ ছাড়াও যদি অপর একটি ইন্দ্রিয়ের বিষয়ীভূত গুণকে প্রত্যক্ষ করার হয়, তাহলে সেই প্রত্যক্ষকে জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ বলা হয়। ৬) ন্যায় মতে প্রমাণের প্রকার  উত্তরঃ ন্যায় মতে প্রমাণ চার প্রকার। প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শাব্দ। ৭) সন্নিকর্ষ কাকে বলে? উত্তরঃ ন্যায় মতে ইন্দ্রিয় ও কোন বাস্তব পদার্থের মধ্যে একপ্রকার বিশেষ সম্পর্ক ঘটলে তবেই আমাদের একটি বস্তুর প্রত্যক্ষজ্ঞান ।আর ঐ বিশেষ বিশেষ সম্পর্কের পারিভাষিক নাম হলো সন...