জৈন দর্শন মতে পঞ্চমহাব্রত কী? সংক্ষেপে পঞ্চমহাব্রত গুলি আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার দর্শন মাইনর)।
•আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,জৈন ধর্মাবলম্বীদের জন্য মোক্ষ বা মুক্তিলাভের পথ ছিল অত্যন্ত কঠোর। মুক্তিলাভের সেই পথ অনুসরণ করতে গিয়ে সন্ন্যাসী ও সাধুদের বেশ কিছু নীতি ও অনুশাসন পালন করতে হয়।আর এই কঠোর অনুশাসন গুলোই পঞ্চ মহাব্রত নামে পরিচিত। তবে সাধারণ মানুষের জন্য এই ব্রতগুলো কিছুটা শিথিল করা হলেও সন্ন্যাসীদের জন্য এগুলো কঠোরভাবে পালনীয়। আর সেই মহাব্রত গুলি হলো-
•১)অহিংসাঃ আমরা জানি যে,জৈন ধর্মের মূল ভিত্তি হলো অহিংসা। এর অর্থ শুধু প্রাণীর প্রতি শারীরিক হিংসা থেকে বিরত থাকা নয়, বরং মন, বাক্য এবং কর্মেও কোনো জীবের প্রতি হিংসার চিন্তা না করা। জৈন বিশ্বাস অনুযায়ী, পৃথিবীতে প্রতিটি দ্রব্যে জীবের অস্তিত্ব রয়েছে। তাই, চলন্ত বা নিশ্চল কোনো জীবকেই কষ্ট দেওয়া বা হত্যা করা পাপ।
•২) সত্যঃ সত্য ব্রতের অর্থ হলো সর্বদা সত্য কথা বলা। তবে শুধু সত্য বলাই যথেষ্ট নয়, যা হিতকর ও উপকারী তাই বলা উচিত। মিথ্যাকে পরিহার করে মন, বাক্য এবং কর্মের মধ্যে সত্যকে প্রতিষ্ঠিত করাই হলো সত্যব্রত।
•৩) অস্তেয়ঃ 'স্তেয় শব্দের অর্থ হলো চুরি বা চৌর্যবৃত্তি। তাই, "অস্তেয়" মানে হলো চুরি না করা। এর অর্থ শুধু অন্যের জিনিস চুরি করা থেকে বিরত থাকা নয়, বরং জোর করে বা কৌশলে অন্যের কোনো কিছু গ্রহণ করা থেকেও বিরত থাকা।
•৪) ব্রহ্মচর্যঃ ব্রহ্মচর্য ব্রতের অর্থ হলো ইন্দ্রিয়গুলোকে জয় করা। যার অর্থ হলো শারীরিক, মানসিক ও বাচিক, সব ধরনের যৌন সম্পর্ক এবং কামনা থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখা। জৈন সন্ন্যাসীরা এই ব্রত কঠোরভাবে পালন করেন। অবশেষে -
•৫) অপরিগ্রহঃ 'পরিগ্রহ' মানে হলো কোনো কিছুর প্রতি আসক্তি বা লোভ। "অপরিগ্রহ" ব্রতের অর্থ হলো কোনো পার্থিব বস্তুর প্রতি আসক্তি বা লোভ পরিত্যাগ করা। এটি বোঝায় যে সন্ন্যাসীদের কোনো সম্পত্তি বা ধনসম্পদ জমা করা উচিত নয় এবং যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই গ্রহণ করা উচিত। তাই আমরা -
•পরিশেষে বলতে পারি যে,এই পাঁচটি মহাব্রত একত্রে জৈন দর্শনের নৈতিক জীবনের সারকথা। প্রথম চারটি ব্রত মহাবীরের পূর্ববর্তী তীর্থংকর পার্শ্বনাথের উপদেশ ছিল, যা চতুর্যাম নামে পরিচিত। পরবর্তীতে মহাবীরের সঙ্গে ব্রহ্মচর্য ব্রতটি যুক্ত করে এটিকে পঞ্চ মহাব্রতে রূপান্তরিত করেন।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏
Comments
Post a Comment