ভারতীয় দর্শন অনুসারে পুরুষোত্তম কী? বিভিন্ন ধরনের পুরুষোত্তমগুলি আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার দর্শন মাইনর)।
পুরুষোত্তম কীঃভারতীয় দর্শনে 'পুরুষোত্তম' বলতে পরম সত্তা বা চূড়ান্ত পুরুষকে বোঝানো হয়। আর এই ধারণাটি মূলত বৈষ্ণব দর্শনের সঙ্গে সম্পর্কিত।যেখানে ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে পুরুষোত্তম হিসাবে পূজা করা হয়। আসলে পুরুষোত্তম শব্দটির আক্ষরিক অর্থ হলো 'পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ'।ভারতীয় দর্শনে তিনটি প্রধান পুরুষ বলা হয়।আর সেই পুরুষগুলি হলো-
১) ক্ষর পুরুষঃ ভারতীয় দর্শনে ক্ষর পুরুষ হলেন সেই পুরুষ যিনি পরিবর্তনশীল এবং বিনাশশীল। এর দ্বারা জীবাত্মা বা স্বতন্ত্র আত্মাকে বোঝানো হয়। সেই আত্মা মায়া বা প্রকৃতির প্রভাবে আবদ্ধ। এই জীবাত্মা জন্ম-মৃত্যুর চক্রে ঘুরতে থাকে এবং সুখ-দুঃখ, ভালো-মন্দ ইত্যাদির দ্বারা প্রভাবিত হয়। এই পুরুষকে ক্ষর বলা হয়। কারণ এটি বিনাশশীল বা 'ক্ষয়' হয়। আবার-
২)অক্ষর পুরুষঃ অক্ষর পুরুষ হলেন সেই পুরুষ, যিনি পরিবর্তনশীল নন, কিন্তু তিনি পরমাত্মা বা চূড়ান্ত সত্তাও নন।আসলে তিনি হলেন সেই সত্তা যা সমস্ত জীবের মধ্যে নিহিত এবং যা জীবাত্মাকে ধারণ করে রাখে।যা অক্ষর পুরুষ মায়া বা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত, কিন্তু তিনি পুরুষোত্তম নন। তাকে অপরিবর্তনীয় বা 'অক্ষয়' বলা হয় কারণ তিনি জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্ত। অতঃপর-
৩)পুরুষোত্তমঃপুরুষোত্তম হলেন ক্ষর ও অক্ষর—উভয়ের ঊর্ধ্বে অবস্থিত পরম পুরুষ। তিনি হলেন চূড়ান্ত সত্তা, যিনি সমস্ত কিছুর স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকর্তা। পুরুষোত্তমকে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের পরিচয় হিসাবে উল্লেখ করেছেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন- তিনি ক্ষর ও অক্ষর—উভয়ের ঊর্ধ্বে, তাই তিনি বেদ ও লোক উভয় ক্ষেত্রেই পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। •পুরুষোত্তম হলেন পরম ব্রহ্ম বা ঈশ্বর, যিনি একাধারে সাকার ও নিরাকার।আর এই তিনটি পুরুষ সম্পর্কে ভগবদগীতার পঞ্চদশ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে।
পরিশেষে আমরা বলতে পারি যে,ভারতীয় দর্শনে পুরুষোত্তম হলেন সেই পরম সত্তা যিনি পরিবর্তনশীল জীবাত্মা (ক্ষর) এবং অপরিবর্তনীয় ব্রহ্ম (অক্ষর)—উভয়ের ঊর্ধ্বে অবস্থান করেন এবং তিনিই একমাত্র উপাসনার যোগ্য। এই ধারণাটি মূলত বৈষ্ণব দর্শনের ভক্তিবাদের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যেখানে ভগবানকে ব্যক্তিগত ঈশ্বর (Personal God) হিসাবে বিবেচনা করা হয়।
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏
Comments
Post a Comment