বেগম রোকেয়া র হিমালয় দর্শন প্রবন্ধের মূলভাব বিশ্লেষণ করো (পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, বাংলা-নবম শ্রেণী)।
আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,বেগম রোকেয়া র 'হিমালয় দর্শন' একটি ভ্রমণ কাহিনীমূলক প্রবন্ধ।যে প্রবন্ধে তিনি হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার মানুষের জীবনযাত্রা নিয়ে গভীর মুগ্ধতার অনুভূতি তুলে ধরেছেন। আসলে এটি কোনো প্রচলিত খোস গল্প নয়। বরং আমরা বলতে পারি,লেখিকার ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির প্রতিফলনের ফল এই প্রবন্ধ।আর সেই উপলব্ধিতে আমরা দেখি-
প্রকৃতির মুগ্ধতায় লেখিকাঃ আমারা পূর্বেই বলেছি-লেখিকা বেগম রোকেয়া হিমালয়ের বিশালতা ও সৌন্দর্য দর্শনে অভিভূত হয়েছেন। আর অভিভূত হয়ে তিনি সেখানকার ঝর্ণার জলপ্রপাত, কুয়াশার রহস্যময়তা, মেঘ ও বাতাসের খেলা, এবং সূর্যের অপরূপ আলোর সৌন্দর্যকে নিখুঁতভাবে তুলে ধরেছেন।আসলে তাঁর লেখায় প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং সৃষ্টিকর্তার প্রতি ভক্তি প্রকাশ পেয়েছে। তাই তিনি বলেন- "যত দেখি, ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে।"
আদিবাসীদের জীবনযাত্রাঃ লেখিকা শুধু প্রকৃতির সৌন্দর্য দেখে থেমে থাকেননি। বরং বলা যেতে পারে,সেখানকার আদিবাসী ভুটিয়াদের জীবনযাত্রাকেও পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যবেক্ষণ করেছেন। শুধু তাই নয়,তিনি তাদের কঠোর পরিশ্রম, সাহসিকতা এবং স্বাধীন মনোভাবের অকুন্ঠ প্রশংসা করেছেন। এখানে বিশেষ করে ভুটিয়া নারীদের কর্মঠ জীবন, দেখে তিনি মুগ্ধ হন। পাশাপাশি-
ভুটিয়া নারীরদের স্বাবলম্বিতাঃ বেগম রোকেয়াএকজন নারী হিসেবে ভুটিয়া নারীরদের স্বাবলম্বী ও কর্মঠ জীবনযাত্রাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।আর সেই গুরুত্বে তিনি দেখিয়েছেন যে-এখানকার নারীরা কেবলমাত্র গৃহের কাজে সীমাবদ্ধ নন।যা তারা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজেদেরকে অর্থনৈতিক স্বাবলম্বিতা করে তুলতে সক্ষম। আসলে এটি লেখিকার নারী জাগরণমূলক চিন্তাভাবনার গভীর প্রতিফলন। শুধু তাই নয়-
আধ্যাত্মিক ভাবনাঃ লেখিকা প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে এক বিশেষ ধরনের আধ্যাত্মিক উপলব্ধি লাভ করেন। যেখানে হিমালয়ের বিশালতা দেখে তিনি সৃষ্টিকর্তার মহিমা অনুভব করেন। আর সেই অনুভব থেকে তিনি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তাই তাঁর লেখায় প্রকৃতি সীমানা ছাড়িয়ে অসীমের দিকে যাত্রা শুরু করে।
•পরিশেষে আমরা বলতে পারি যে,বেগম রোকেয়ার হিমালয় দর্শন প্রবন্ধটি কেবলমাত্র ভ্রমণকাহিনী নয়।আসলে এটি লেখিকার প্রকৃতিপ্রেম, সমাজ ভাবনা এবং নারী জাগরণমূলক দর্শনের দলিল।
Comments
Post a Comment