ভারতের রাষ্ট্রপতির পদমর্যাদা সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর)
আমরা জানি যে,ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের সাংবিধানিক প্রধান এবং দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি।আসলে তিনি হলেন দেশের প্রথম নাগরিক এবং ভারতের ঐক্যের প্রতীক। যদিও ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে, বাস্তবে তিনি নামমাত্র বা নিয়মতান্ত্রিক শাসক হিসেবে কাজ করেন।আর এই প্রেক্ষিতে আমরা রাষ্ট্রপতির পদমর্যাদায়-
সাংবিধানিক অবস্থানে-
নামমাত্র শাসক প্রধানঃভারতের সংসদীয় শাসনব্যবস্থায়, রাষ্ট্রপতির ভূমিকা অনেকটা ব্রিটেনের রাজা বা রানীর মতো। তিনি হলেন নিয়মতান্ত্রিক শাসক, কারণ প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদের হাতে ন্যস্ত থাকে। সংবিধানের ৭৪(১) ধারা অনুসারে, রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রীপরিষদ থাকবে, যার প্রধান হবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি এই মন্ত্রীপরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য।
প্রশাসনিক প্রধানঃ সংবিধানের ৫৩(১) ধারা অনুযায়ী, ইউনিয়নের সমস্ত কার্যনির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। কেন্দ্রীয় সরকারের সমস্ত শাসনকার্য তাঁর নামেই পরিচালিত হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেমন - প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের অন্যান্য সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনার ইত্যাদি পদে তিনি নিয়োগ করেন।
সামরিক সর্বাধিনায়কঃরাষ্ট্রপতি হলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর (স্থল, নৌ এবং বিমান বাহিনী) সর্বাধিনায়ক। তিনি সামরিক বাহিনীর প্রধানদেরও নিয়োগ করেন। তবে-
•রাষ্ট্রপতি তাঁর কার্যভারকালে তাঁর দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কাজ করলে তার জন্য কোনো আদালতে তাঁকে জবাবদিহি করতে হয় না। এমনকি কোনো ফৌজদারি কার্যধারা তাঁর বিরুদ্ধে দায়ের করা বা চালু রাখা যায় না।আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে-
•ভারতের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে অত্যন্ত শক্তিশালী হলেও, বাস্তবে তিনি প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রীপরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করেন। তাই, তাঁকে সাধারণত 'নিয়মতান্ত্রিক প্রধান' হিসেবে অভিহিত করা হয়।
SAMARESH SIR -9547210830
Comments
Post a Comment