'স্মরণ সরণি পরে ফুল ফোটে থরে থরে-
মাত্রা বিশ্লেষণ
এই চরণটি মাত্রাবৃত্ত ছন্দের উদাহরণ। মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর ১ মাত্রা এবং রুদ্ধাক্ষর ২ মাত্রা পায়।
১. স্মরণ
* স্ম (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* র (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* ণ (রুদ্ধাক্ষর) = ২ মাত্রা
* মোট = ৪ মাত্রা
২. সরণি
* স (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* র (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* ণি (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* মোট = ৩ মাত্রা
৩. পরে
* প (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* রে (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* মোট = ২ মাত্রা
৪. ফুল
* ফু (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* ল (রুদ্ধাক্ষর) = ২ মাত্রা
* মোট = ৩ মাত্রা
৫. ফোটে
* ফো (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* টে (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* মোট = ২ মাত্রা
৬. থরে
* থ (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* রে (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* মোট = ২ মাত্রা
৭. থরে
* থ (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* রে (মুক্তাক্ষর) = ১ মাত্রা
* মোট = ২ মাত্রা
চরণ বিশ্লেষণ
যদি চরণটিকে পর্ব বা ভাগে ভাগ করা হয়, তাহলে দেখা যাবে এটি ৪+৪+৪+৪ মাত্রার একটি মাত্রাবৃত্ত ছন্দ।
* স্মরণ সরণি পরে (৪+৪+৪)
* স্ম-র-ণ- (৪ মাত্রা)
* স-র-ণি- (৪ মাত্রা)
* প-রে- (২ মাত্রা)
* ফুল (৩ মাত্রা)
এইভাবে, প্রতিটি শব্দকে যদি আমরা আলাদা ভাবে দেখি, তাহলে মাত্রা সংখ্যা অনেক বেশি মনে হয়। কিন্তু কবিতার পর্ব বিভাজনের নিয়ম অনুযায়ী এটিকে সাজানো হয় এভাবে-
* স্মরণ সরণি (৪+৪) = ৮ মাত্রা
* পরে ফুল ফোটে (২+৩+২) = ৭ মাত্রা
* থরে থরে (২+২) = ৪ মাত্রা
তবে যদি প্রচলিত রীতির ৪+৪+৪+৪ মাত্রার ছন্দ হিসেবে ধরা হয়, তাহলে বিন্যাসটি হবে এমন:
* স্মরণ- (৪ মাত্রা)
* সরণি- (৪ মাত্রা)
* পরে- (৪ মাত্রা)
* ফুল- (৪ মাত্রা)
* ফোটে- (৪ মাত্রা)
* থরে- (৪ মাত্রা)
* থরে- (৪ মাত্রা)
সুতরাং, এই চরণটির সঠিক পর্ব বিন্যাস হলো: স্মরণ সরণি / পরে ফুল ফোটে / থরে থরে
* স্মরণ সরণি = ৪+৩ = ৭ মাত্রা
* পরে ফুল ফোটে = ২+৩+২ = ৭ মাত্রা
* থরে থরে = ২+২ = ৪ মাত্রা
Comments
Post a Comment