Skip to main content

এডুকেশন মাইনর সাজেশন দ্বিতীয় সেমিস্টার ২০২৫

এডুকেশন দ্বিতীয় সেমিস্টার মাইনর সাজেশন ২০২৫- (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়)

Answer any two questions from the followiing:(নিম্নলিখিত যে-কোন দুটি প্রশ্নের উত্তর দাও)১৫×২=৩০

Introduction of Educational Psychology (শিক্ষামূলক মনোবিজ্ঞানের ভূমিকা)

১)

A.*** •শিক্ষা মনোবিদ্যা বলতে কী বোঝো? শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো।

*** •শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা নিরুপণ করো। শিক্ষার বিভিন্ন উপাদানের উপর শিক্ষা মনোবিজ্ঞানের প্রভাব সম্পর্কে আলোচনা করো।

*** •শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারগুলি কী কী সংক্ষেপে আলোচনা করে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি লেখো।

Psychology of Human Development & Educational (মানব উন্নয়ন ও শিক্ষা মনোবিজ্ঞান)

B. ***বৌদ্ধিক বিকাশ কাকে বলে? বৌদ্ধিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য লেখো।

*** •বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি কী কী? শৈশব ও বাল্যাবস্থায় শারীরিক বৃদ্ধি এবং বিকাশের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো

** •কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো/ পিঁয়াজের নৈতিক বিকাশের বিভিন্ন পর্যায় গুলি আলোচনা করো।

Attention & Memory (মনোযোগ ও স্মৃতি)

C.**  মনোযোগ কাকে বলে? মনোযোগের প্রকৃতি এবং শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করে এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

***•শিক্ষার সাথে মনোযোগের সম্পর্ক লেখো। ছাত্রকে মনোযোগী করার উপায় গুলি কি কি মনোযোগ ও আগ্ৰহের মধ্যে সম্পর্ক লেখো।

***•• বিস্মৃতি কাকে বলে? স্মৃতির উপাদানগুলি বিশ্লেষণ করো। স্মরণ প্রক্রিয়ার সহজ উপায়গুলি লেখো। স্মরণ ও বিস্মরণে মধ্যে পার্থক্য লেখো।

**• স্মৃতি বলতে কী বোঝো?শিখন এবং স্মরণ প্রক্রিয়ার সম্পর্ক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো।

***• বিস্মৃতির কারণগুলি উদাহরণসহ আলোচনা করো। বিস্মৃতি কী অভিশাপ?আলোচনা করো বা স্মৃতি হ্রাসের  কারণগুলি কী কী আলোচনা করো।

2) Answer any for questions from the followiing (যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও)

a) শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা•শিক্ষায় মনোবিদ্যার গুরুত্ব•কেস স্টাডি বা অন্তদর্শন পদ্ধতির সুবিধা ও অসুবিধা• মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন?

b) অহম সত্তার পাঁচটি কারণ লেখো•শিক্ষার ক্ষেত্রে দৈহিক বিকাশের গুরুত্ব •মানবজীবনে বিকাশের নীতিগুলি কী কী? •শিক্ষাক্ষেত্রে ব্যক্তিত্বের গুরুত্ব • ব্যক্তিত্বের বা ব্যক্তিসত্তার উপাদান 

c) স্মৃতির শর্তসমূহ • কীভাবে স্মৃতির উন্নতি সম্ভব •স্মৃতির শ্রেণীবিভাগ• উত্তম স্মৃতির লক্ষণ।



Comments

Popular posts from this blog

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...

ব্রিটিশ(3rd.Sem) পার্লামেন্টের সার্বভৌমত্ব

ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাস)। ব্রিটেনের সংবিধান অলিখিত বলে বিভিন্ন ঐতিহাসিক দলিল, শাসনতান্ত্রিক রীতিনীতি, পার্লামেন্ট প্রণীত আইন প্রভৃতির মাধ্যমে পার্লামেন্টের সার্বভৌমত্ব অর্জিত হয়েছে। ব্রিটেনের পার্লামেন্ট আইনানুগ সার্বভৌমত্ব অর্জন করেছে, রাজনৈতিক সার্বভৌমত্ব নয়। আর সেখানে আইনানুগ সার্বভৌমত্ব বলা হয়, কারণ-       যেকোনো বিষয়ে পার্লামেন্ট আইন প্রণনয়নের অধিকারী। এককেন্দ্রিক রাষ্ট্র হওয়ায় পার্লামেন্টে কোন আইন প্রণয়নের সময় প্রতিদ্বন্দ্বিতা হয় না। কমন্সসভা তথা নিম্নকক্ষের সার্বভৌমত্বকেই বলা হয় পার্লামেন্টের সার্বভৌমত্ব।     ••ব্রিটিশ পার্লামেন্টকে সার্বভৌমত্ব বলার কারণ- ১) পার্লামেন্টের ওপর আইনগত কোনরূপ বাধানিষেধ আরোপ করা যায় না। ২) পার্লামেন্ট প্রণীত আইনের বৈধতার ব্যাপারে আদালত কোন প্রশ্ন তুলতে পারেনা। ব্রিটেনের আদালত পার্লামেন্ট প্রণীত আইনের ওপর বিচার বিভাগীয় পর্যালোচনার দ্বারা সীমিত করতে পারে না। ৩) ব্রিটিশ পার্লামেন্টের আইন প্রণয়ন ক্ষমতার উপর শাসনবিভাগ অনুরূপ ন...

দর্শন প্রথম সেমিস্টার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

দর্শন প্রথম সেমিস্টার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, মাইনর সিলেবাস)  ১)চার্বাক মতে ভূত কয়টি ও কি কি? উত্তরঃচার্বাক মতে ভূত চারটি- ক্ষিতি, অপ্ , তেজ ও মরুৎ ২) স্বভাববাদ কী? উত্তরঃ চার্বাক জড়বাদের ভিত্তি হল স্বভাববাদ। যে মতবাদ অনুসারে স্বভাব থেকেই ভূত সৃষ্টি, আবার স্বভাব থেকেই বিচ্ছেদ। যার জন্য ঈশ্বরকে স্বীকার করা প্রয়োজন নেই। ৩) অব্যাপ্যদেশ কথাটির অর্থ লেখো। উত্তরঃ অব্যাপ্যদেশ বলতে বোঝায়- অশাব্দ অর্থাৎ যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। ৫) জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কাকে বলে?  কোন একটি ইন্দ্রিয়ের মাধ্যমে তার নিজের বিষয়ীভূত গুণ ছাড়াও যদি অপর একটি ইন্দ্রিয়ের বিষয়ীভূত গুণকে প্রত্যক্ষ করার হয়, তাহলে সেই প্রত্যক্ষকে জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ বলা হয়। ৬) ন্যায় মতে প্রমাণের প্রকার  উত্তরঃ ন্যায় মতে প্রমাণ চার প্রকার। প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শাব্দ। ৭) সন্নিকর্ষ কাকে বলে? উত্তরঃ ন্যায় মতে ইন্দ্রিয় ও কোন বাস্তব পদার্থের মধ্যে একপ্রকার বিশেষ সম্পর্ক ঘটলে তবেই আমাদের একটি বস্তুর প্রত্যক্ষজ্ঞান ।আর ঐ বিশেষ বিশেষ সম্পর্কের পারিভাষিক নাম হলো সন...