Skip to main content

ইতিহাস প্রশ্নপত্র দ্বিতীয় সেমিস্টার।

History Second Semester Question Paper 2019-2023

Group-C/বিভাগ-গ                                              যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও ১০×২=২০

২০২২

৭) সমুদ্র গুপ্তের কৃতিত্ব বিশ্লেষণ করো।২৩

•কোন কোন দিক থেকে গুপ্ত প্রশাসন ব্যবস্থা মৌর্যদের থেকে পৃথক ছিল তা আলোচনা করো।২২,২৪

• সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করো।২১

• ভারতের ইতিহাসে গুপ্ত যুগ কেন ধ্রুপদী যুগ হিসেবে বিবেচিত? এটি কি সুবর্ণ যুগ ছিল?২০

• সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির পর্যালোচনা করো।১৯


৮) বাংলায় শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো।২৩

•হর্ষবর্ধনের রাজত্বকালের সমালোচনামূলক বর্ণনা দাও।২২

• সাম্রাজ্যবাদী গুপ্তদের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।২১,২৪

• হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে একটি সমালোচনামূলক মূল্যায়ন করো।২০

• চোল সাম্রাজ্যের রাজ রাজ এবং প্রথম রাজেন্দ্রের সময় দক্ষিণ ভারতে সামুদ্রিক কার্যকলাপ সম্বন্ধে একটি টীকা লেখো।১৯,২৪


৯) স্থানীয় স্বশাসিত সরকারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে চোল প্রশাসন সম্পর্কে একটি বিবরণ দাও।২৩

• বাংলার ইতিহাসে ধর্মপাল ও দেবপাল বিখ্যাত কেন আলোচনা করো।২২,২৪

• শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসেবে গৌড়ের উত্থান বর্ণনা করো।২১

• বাংলার ইতিহাসে ধর্মপাল এবং দেবপাল বিখ্যাত কেন? ২০


১০) পল্লব শিল্প ও স্থাপত্যের ওপর একটি টীকা লেখো।২৩

• কাকে তুমি রাষ্ট্রকূট বংশের সবচেয়ে শক্তিশালী রাজা মনে করো এবং কেন?২২

•পল্লব শিল্প ও স্থাপত্যের ওপর একটি টীকা লেখো। ২১

• স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার ওপর প্রবন্ধ রচনা করো।২০

•পল্লব যুগের শিল্প ও স্থাপত্যের ওপর সংক্ষিপ্ত টীকা লেখো।১৯

• রাষ্ট্রকূট বংশের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন? এবং কেন এ বিষয়ে তোমার মতামত কী?১৯


১১) আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কী ছিল?২৩,২৪

• খ্রিস্টীয় একাদশ শতকে গজনভী আক্রমণের কারণ ও প্রভাব সম্পর্কে মন্তব্য করো। ২২

• পল্লব চালুক্য দ্বন্দ্বের ধারা ও প্রকৃতি আলোচনা করো।২১

• দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করো।২০

• দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব সম্বন্ধে তুমি কি জানো লেখো। ১৯

Group-B

যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও ৫×২=১০

২) গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি কিংবদন্তীর বিক্রমাদিত্য ছিলেন?২৩

•গুপ্ত বংশের ইতিহাসের উপদান রূপে গুপ্ত যুগের মুদ্রার গুরুত্ব আলোচনা করো।২২

• গুপ্ত যুগের মন্দির স্থাপত্যের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধন লেখো। ২১,২৪

• অজন্তা চিত্রগুলি কেন বিশ্ব বিখ্যাত? ২০

•গুপ্ত যুগের মন্দির স্থাপত্যের উপর একটি নিবন্ধন লেখো।১৯,২৪


৩) গুপ্তযুগে সাহিত্য ও বিজ্ঞানের ক্ষেত্রে কি স্মরণীয় বিকাশ ঘটেছিল?২৩

গুপ্ত যুগের সাহিত্যিক অগ্রগতি সম্বন্ধে আলোচনা করো।২২

•গুপ্ত আমলের অর্থনীতি বৈশিষ্ট্যগুলিকে তুমি কিভাবে চিহ্নিত করবে? ২১,২৪

• সংক্ষেপে গুপ্ত বংশের পতনের কারণগুলি লেখো।২০

• গুপ্ত সাম্রাজ্যের সামাজিক ব্যবস্থায় নারী এবং নিম্ন শ্রেণীর স্থান নিরূপণ করো।১৯ 


৪) সংক্ষেপে গুপ্ত বংশের পতনের কারণগুলি লেখো।২৩

•বাংলার সেন বংশ বলতে কাদের বোঝায়? ২২

•আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কি ছিল? ২১,২৪

• বাংলায় তুর্কি আক্রমণ সম্বন্ধে কি জানো।২০

• আরবদের সিন্ধু বিজয়ের গুরুত্ব কী ছিল?১৯,২৪

৫) ত্রিশক্তি দ্বন্দ্বে কোন তিনটি শক্তি জড়িত ছিল?এই দ্বন্দ্বের প্রতীকি উদ্দেশ্য কি ছিল?২৩

•প্রথম ও দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো।২২

•ত্রিপাক্ষিক সংঘর্ষের ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।২১

• অগ্রাহার ব্যবস্থার গুরুত্ব কি ছিল? ২০

• খ্রিস্টীয় সপ্তম-অষ্টম শতকে উত্তর ভারতে রাজপুতদের উৎপত্তি বিষয়ে তুমি কি জানো?১৯


৬) গজনভী ও ঘোরির আক্রমণের মধ্যে পার্থক্য কী কী ছিল?২৩

•ভারতের তুর্কি আক্রমণের সাফল্যের কারণগুলি কী কী ছিল?২২

• গজনভী ও ঘোরির আক্রমণের মধ্যে পার্থক্য কী কী ছিল?২১

• রাজপুতরা কেন তুর্কি আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছিল? ২০,২৪

• গজনভী ও ঘোরির আক্রমণের মধ্যে পার্থক্য কি ছিল?১৯


Comments

Popular posts from this blog

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...

ব্রিটিশ(3rd.Sem) পার্লামেন্টের সার্বভৌমত্ব

ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাস)। ব্রিটেনের সংবিধান অলিখিত বলে বিভিন্ন ঐতিহাসিক দলিল, শাসনতান্ত্রিক রীতিনীতি, পার্লামেন্ট প্রণীত আইন প্রভৃতির মাধ্যমে পার্লামেন্টের সার্বভৌমত্ব অর্জিত হয়েছে। ব্রিটেনের পার্লামেন্ট আইনানুগ সার্বভৌমত্ব অর্জন করেছে, রাজনৈতিক সার্বভৌমত্ব নয়। আর সেখানে আইনানুগ সার্বভৌমত্ব বলা হয়, কারণ-       যেকোনো বিষয়ে পার্লামেন্ট আইন প্রণনয়নের অধিকারী। এককেন্দ্রিক রাষ্ট্র হওয়ায় পার্লামেন্টে কোন আইন প্রণয়নের সময় প্রতিদ্বন্দ্বিতা হয় না। কমন্সসভা তথা নিম্নকক্ষের সার্বভৌমত্বকেই বলা হয় পার্লামেন্টের সার্বভৌমত্ব।     ••ব্রিটিশ পার্লামেন্টকে সার্বভৌমত্ব বলার কারণ- ১) পার্লামেন্টের ওপর আইনগত কোনরূপ বাধানিষেধ আরোপ করা যায় না। ২) পার্লামেন্ট প্রণীত আইনের বৈধতার ব্যাপারে আদালত কোন প্রশ্ন তুলতে পারেনা। ব্রিটেনের আদালত পার্লামেন্ট প্রণীত আইনের ওপর বিচার বিভাগীয় পর্যালোচনার দ্বারা সীমিত করতে পারে না। ৩) ব্রিটিশ পার্লামেন্টের আইন প্রণয়ন ক্ষমতার উপর শাসনবিভাগ অনুরূপ ন...

দর্শন প্রথম সেমিস্টার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

দর্শন প্রথম সেমিস্টার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, মাইনর সিলেবাস)  ১)চার্বাক মতে ভূত কয়টি ও কি কি? উত্তরঃচার্বাক মতে ভূত চারটি- ক্ষিতি, অপ্ , তেজ ও মরুৎ ২) স্বভাববাদ কী? উত্তরঃ চার্বাক জড়বাদের ভিত্তি হল স্বভাববাদ। যে মতবাদ অনুসারে স্বভাব থেকেই ভূত সৃষ্টি, আবার স্বভাব থেকেই বিচ্ছেদ। যার জন্য ঈশ্বরকে স্বীকার করা প্রয়োজন নেই। ৩) অব্যাপ্যদেশ কথাটির অর্থ লেখো। উত্তরঃ অব্যাপ্যদেশ বলতে বোঝায়- অশাব্দ অর্থাৎ যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। ৫) জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কাকে বলে?  কোন একটি ইন্দ্রিয়ের মাধ্যমে তার নিজের বিষয়ীভূত গুণ ছাড়াও যদি অপর একটি ইন্দ্রিয়ের বিষয়ীভূত গুণকে প্রত্যক্ষ করার হয়, তাহলে সেই প্রত্যক্ষকে জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ বলা হয়। ৬) ন্যায় মতে প্রমাণের প্রকার  উত্তরঃ ন্যায় মতে প্রমাণ চার প্রকার। প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শাব্দ। ৭) সন্নিকর্ষ কাকে বলে? উত্তরঃ ন্যায় মতে ইন্দ্রিয় ও কোন বাস্তব পদার্থের মধ্যে একপ্রকার বিশেষ সম্পর্ক ঘটলে তবেই আমাদের একটি বস্তুর প্রত্যক্ষজ্ঞান ।আর ঐ বিশেষ বিশেষ সম্পর্কের পারিভাষিক নাম হলো সন...